TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Sunday, September 30, 2012

জীবনের বল ঘোরাচ্ছেন শেন ওয়ার্ন!



খারাপ মানুষের অপবাদ আর বিতর্কিত অতীত পেছনে ফেলে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটের ঘূর্ণি বলের জাদুকর ৪৩ বছর বয়সী শেন ওয়ার্ন।
নিজের চেহারা আর আচরণে পরিবর্তন আনার কারণে সবখানেই তিনি প্রশংসা পাচ্ছেন। ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, ইতালির মিলানে রবার্তো ক্যাভেলি ফ্যাশন শো হোক আর কোনো তারকাবহুল পার্টিই হোক—বদলে যাওয়া শেন ওয়ার্ন যেখানে যাচ্ছেন, সেখানেই সবার মন কাড়ছেন!
স্ত্রী সিমোনে কালাহানের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার দুই বছর পার হয়েছে। এই দুই বছরের মধ্যে জীবনে অনেক পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়ার সাবেক এ ক্রিকেটারের। এখন বদলে যাওয়া ওয়ার্নকে দেখে অনেকে অবাক হচ্ছেন। সত্যিকার অর্থে, প্লাস্টিক সার্জারি করে চেহারায় বদল আনার সঙ্গে সঙ্গে স্বভাবেও বদল এনেছেন তিনি। বিশেষ করে, গত এক বছরে নিজেকে আরও আকর্ষণীয় করে তৈরি করেছেন। এর পেছনে ছিলেন শেন ওয়ার্নের বাগদত্তা এলিজাবেথ হার্লে। তাঁকে নিয়ে অবশ্য আগ্রহের কমতি ছিল না। শেন ওয়ার্নের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর পাপারািসদের চোখ সব সময় খুঁজেছে এ দুজনকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব স্বাভাবিক হয়ে উঠেছে। কারণ, ঘটন-অঘটনপটীয়সী তাঁরা দুজন গত এক বছরে কোনো অঘটন ঘটাননি যে!
ক্রিকেটের পাশাপাশি একের পর এক নারীঘটিত কেলেঙ্কারির জন্ম দিয়ে শেন ওয়ার্ন সর্বদাই থেকেছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। পরনারীতে আসক্তির কারণে স্ত্রী সিমোনে কালাহানের সঙ্গে সুখের সংসার ভেঙেছে। তাঁর কাছে ফিরতেও চেয়েছিলেন। কিন্তু এ সম্ভাবনার মৃত্যু ঘটে ওয়ার্নের সঙ্গে লিজ হার্লের পরিচয় হওয়ার পর থেকে। প্রেমে পড়ে বদলাতে শুরু করেন শেন। লিজ হার্লের সঙ্গে সম্পর্কের পাক্কা এক বছর পার করলেন শেন ওয়ার্ন। এখন একত্রে ভালোই আছেন তাঁরা। সম্প্রতি এ জুটির ভালো থাকার উদাহরণ পাওয়া গেছে অস্ট্রিয়ায়। ভিয়েনায় রিটজ কার্লটন হোটেলের উদ্বোধনের সময় দুজনের অন্তরঙ্গ আর ছবি তোলার ভঙ্গি দেখে উপস্থিত অনেকের মন্তব্য লিজ-শেন যেন আমে-দুধে মিশেছেন! লিজ যে শেনের সঙ্গে চমত্কার সময় কাটাচ্ছেন সাম্প্রতিক টুইটেও সে কথা স্পষ্ট। টুইটারে এক বার্তায় লিজ লিখেছেন, ‘রিটজ কার্লটন হোটেলে অসাধারণ রাত...।’ 
ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী অরুণ নায়ারের সঙ্গে লিজের ছাড়াছাড়ির পর শেনের সঙ্গে সম্পর্ক হলেও শুরুর সময়ে অনেকে ধারণা করেছিলেন, এ সম্পর্ক টিকবে না। কিন্তু নিজের অতীতকে সম্পূর্ণ পেছনে ফেলে এবং নিজেকে শুধরে নিয়ে এক বছর ধরে ভালো আছেন ক্রিকেটের এ ঘূর্ণি বলের জাদুকর। নিজেকে এখন অনেক বেশি পরিশীলিত, সুখী মনে হচ্ছে তাঁর। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করছেন। ওয়ার্নের সাম্প্রতিক টুইটে সে ধরনের বক্তব্যই ফুটে উঠেছে।

জীবনের বল ঘোরাচ্ছেন শেন ওয়ার্ন! - প্রথম আলো

No comments:

Post a Comment