TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Monday, September 17, 2012

আসছে স্যামসাংয়ের ‘টেক্কা’ গ্যালাক্সি এস৪



গ্যালাক্সি এস সিরিজের পরবর্তী স্মার্টফোন ‘গ্যালাক্সি এস ৪’ বাজারে আনার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাং কর্মকর্তাদের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জ জানিয়েছে, সম্প্রতি বাজারে আসা অ্যাপলের ‘আইফোন ৫’ স্মার্টফোনটিকে টেক্কা দিতেই ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে গ্যালাক্সি এস৪ বাজারে আনবে স্যামসাং।
২০১৩ সালে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামের অনুষ্ঠানে স্যামসাং গ্যালাক্সি এস ৪ নামের স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেওয়া হবে বলেই দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র কোরিয়া টাইমসকে জানিয়েছেন স্যামসাংয়ের এক কর্মকর্তা।
স্যামসাংয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এস ৪ বাজারে আসবে আগামী বছরের মার্চ মাসে।
কোরিয়া টাইমসের এক প্রতিবেদন অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটিতে চমক হিসেবে ডিসপ্লের মাপ আরও বড় করবে প্রতিষ্ঠানটি। বর্তমানে গ্যালাক্সি এস ৩ এর ৪.৮ ইঞ্চি মাপের ডিসপ্লের তুলনায় গ্যালাক্সি এস ফোরে থাকবে ৫ ইঞ্চি মাপের ডিসপ্লে। স্যামসাংয়ের এ স্মার্টফোনটিকে বাঁকানো বা সহজেই ভাঁজ করা যাবে। চতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্ক সুবিধা, কোয়াডকোরের এক্সিনয়িস প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের উন্নত ক্যামেরাসহ থাকবে নতুন বেশ কিছু ফিচার। স্যামসাং গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটি হবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণনির্ভর।
এদিকে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ব্লগ ও ওয়েবসাইটের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটি হতে পারে ধাতব ও প্লাস্টিকের সমন্বয় সঙ্গে উন্নত ‘স্যামোলেড’ বা সুপার অ্যামোলেড ডিসপ্লে। গ্যালাক্সি এস ৪ এর সবচে উল্লেখযোগ্য বিষয় হবে- এর ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা। এ স্মার্টফোনটিতে এক সপ্তাহ পর্যন্ত টানা চার্জ থাকবে।
কোরিয়া টাইমস জানিয়েছে, অ্যাপল ১২ সেপ্টেম্বর আইফোন ৫ ঘোষণা করার পর ১৫ সেপ্টেম্বর স্যামসাং কর্তৃপক্ষ আইফোনকে টেক্কা দেওয়ার জন্য নতুন পণ্য বাজারে আনতে একটি অভ্যন্তরীণ সভার আয়োজন করে। এ সভাতেই আইফোন ৪ এস বাজারে আনার পরিকল্পনা করা হয়েছে। 
আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন বিক্রিতে অ্যাপলের আইফোন ৪ এসকে টপকে যায় স্যামসাং। এদিকে প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, আইফোন ৫ অ্যাপলকে আবার বাজারের শীর্ষে তুলে আনবে। তবে, স্যামসাং গ্যালাক্সি এস৪ আইফোন ৫ কে কিভাবে টেক্কা দেয় সেটা জানতে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস পর্যন্ত অপেক্ষায় থাকবে হবে।



আসছে স্যামসাংয়ের ‘টেক্কা’ গ্যালাক্সি এস৪ - প্রথম আলো

No comments:

Post a Comment