TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Friday, September 28, 2012

অসম প্রেমের শাস্তি পাবেন হিনা!



পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের প্রেমে মত্ত—চারদিকে শুরু হয়েছে এমন গুঞ্জন। তাঁরা দুজনে ঘর বাঁধতে চান সুদূর সুইজারল্যান্ডে। তবে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ছেলের প্রেমে বাধা হয়ে দাঁড়ান। সরে আসতে বলেন ছেলেকে। প্রেমিক বিলাওয়াল বাবাকে পাল্টা হুমকি দিয়ে বলেন, এমন কথা বললে দলের প্রেসিডেন্টের পদ ছেড়ে দেবেন। নানাভাবে ছেলেকে বোঝানোরও চেষ্টা করছেন তিনি। কিন্তু বিলাওয়াল অনড়। এগুলো অবশ্য পুরোনো খবর।
পুরোনো দিনের প্রেমকাহিনিতে যা হয়, তা-ই ঘটতে যাচ্ছে বিলাওয়াল ভুট্টো ও হিনা রাব্বানি খারের ক্ষেত্রে। ক্ষমতার দাপটে সরিয়ে দেওয়া হয় নায়িকাকে। এই জুটির বেলায়ও এমনটি ঘটার খবর শোনা যাচ্ছে। তাঁদের প্রেমের ফলস্বরূপ হিনা রাব্বানিকে শাস্তি পেতে হচ্ছে। বিলাওয়ালের সঙ্গে গোপন প্রেমের কারণে হিনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। ওয়ান নিউজের খবরে আরও বলা হয়েছে, হিনাকে পদত্যাগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু আসিফ আলী জারদারির এ প্রস্তাবে হিনা সাড়া দেবেন না বলে জানা গেছে। যদিও দুজনের গোপনে মন দেওয়া-নেওয়ার ব্যাপারে দুই পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউই মুখ খোলেননি। 
তবে হিনার মুঠোফোন কলের বিস্তারিত বিবরণ চেয়েছেন তাঁর কোটিপতি ব্যবসায়ী স্বামী ফিরোজ গুলজার। এ জন্য তিনি একটি আবেদন করেছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। আজ বুধবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয় বলে জি-নিউজ অনলাইনের খবরে বলা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ভবনে হিনা ও বিলাওয়ালকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এর পরই তাদের অসম প্রেমের ব্যাপারটি চাউর হয়। বিলাওয়ালের জন্মদিনে হিনা নিজ হাতে লেখা একটি বার্তাসহ কার্ড পাঠান। ‘আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং শিগগিরই আমরা এক হতে যাচ্ছি’ কার্ডে শুধু এটুকু লেখেন হিনা। 
বিলাওয়ালের চেয়ে ১১ বছরের বড় হিনা। অনন্যা ও দিনা নামের দুটি সন্তান আছে তাঁর। এই প্রেমের জন্য হিনা স্বামীকে তালাক দেওয়ারও চিন্তা করছেন বলে খবর রয়েছে।


অসম প্রেমের শাস্তি পাবেন হিনা! - প্রথম আলো

No comments:

Post a Comment