কথা মুখে এসে ফিরে যায়
বলা যায় না, বলা হয়না...
প্রতিবাদ করা হয়না।
প্রতিবাদের মৌনভাষা...
চিরকাল তিলে তিলে জ্বলে
একদিন চূড়ান্ত প্রতিবাদ হয়
কথা স্লোগান হয়, রক্তাক্ত প্রতিবাদ হয়
ভাঙ্গে-গড়ে, পরিবর্তন আসে
আমরা সেই আস্তাকুড়ে রয়েই যায়।
কথা মুখে এসে ফিরে যায়,
বলা হয়না, প্রতিবাদ হয়না।
ভালোবাসা, নীরবতা চোখের জ্বলে ভেসে যায়'
ভালোবাসা প্রতিবাদ চায়
প্রেমিকের কবরের খোঁজ কেউ রাখেনা।
প্রেম মুছে যায়, কথা মুখে এসে ফিরে যায়।
প্রতিবাদ হয়না... হয়না।

No comments:
Post a Comment