TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Sunday, September 30, 2012

দাম কমছে পুরোনো লুমিয়ার (ভিডিও)



উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০ স্মার্টফোন দুটি বাজারে আনার ঘোষণা দেওয়ার পর পুরোনো মডেলের লুমিয়া স্মার্টফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে লোকসানের মুখে পড়া নকিয়া। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ইউরোপের বাজারে মিড রেঞ্জ বা মাঝারি দামের স্মার্টফোন হিসেবে লুমিয়া ৮০০ মডেলের উইন্ডোজ ফোনের দাম ১৫ শতাংশ কমিয়েছে নকিয়া। এ ছাড়াও লুমিয়া ৯০০ মডেলের স্মার্টফোনটির দাম ১০ শতাংশ কমিয়েছে প্রতিষ্ঠানটি। 
যুক্তরাজ্যের বাজার গবেষণাপ্রতিষ্ঠান সিসিএস ইনসাইট নকিয়ার উইন্ডোজ ফোনের দাম কমানোর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, লুমিয়া ৮০০ ও ৯০০ মডেলের স্মার্টফোনের দাম কমানোর পাশাপাশি অন্যান্য মডেলের স্মার্টফোনেরও দাম কমাচ্ছে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠানটি। বাজারে অন্যান্য মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই দাম কমিয়ে আনছে নকিয়া।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, নকিয়ার নতুন লুমিয়া স্মার্টফোনগুলোতে ভোক্তাদের চমক দেওয়ার মতো কিছু নেই। ইতিমধ্যে এ হতাশার প্রতিফলন ঘটেছে শেয়ারবাজারে। নতুন স্মার্টফোন ঘোষণা দেওয়া সত্ত্বেও নকিয়ার শেয়ারের দাম পড়ে গেছে। 
নিউইয়র্কের এক অনুষ্ঠানে ৫ সেপ্টেম্বর নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ লুমিয়া সিরিজের উইন্ডোজনির্ভর দুটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছেন। উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর নতুন দুটি স্মার্টফোন হচ্ছে লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০। অনুষ্ঠানে নকিয়ার প্রধান নির্বাহী এ ফোনটি নিয়ে উচ্চাশা পোষণ করলেও প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এ দুটি স্মার্টফোনই নকিয়ার জন্য শেষ সুযোগ হতে পারে। লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে চার ইঞ্চি মাপের বাঁকানো এইচডি প্রযুক্তির ডিসপ্লে, ডুয়াল কোরের ১.৫ গিগাহার্টজের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি, ৮ মেগাপিক্সেল পিউরিভিউ ক্যামেরা-সুবিধা। শক্ত প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি লুমিয়া ৯২০ স্মার্টফোনটিতে তারবিহীন চার্জিং পদ্ধতি যুক্ত হয়েছে। এলটিই এবং এইচএসপিএ+ উভয় প্রযুক্তি সমর্থন করবে লুমিয়া ৯২০।
লুমিয়া সিরিজের নতুন ৮২০ স্মার্টফোনটি ৪.৩ ইঞ্চি মাপের সমান্তরাল ওএলইডি স্ক্রিনের সঙ্গে রয়েছে ডুয়াল কোরের প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, এনএফসি ও তারবিহীন চার্জিং পদ্ধতি। লুমিয়া ৮২০-এ রয়েছে কার্ল জেইস লেন্সভিত্তিক ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া ভয়েস চ্যাটের জন্য সামনের দিকে রয়েছে ভিজিএ ক্যামেরা। ৮ গিগাবাইট মেমোরির পাশাপাশি রয়েছে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা এবং স্কাই ড্রাইভে ৭ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা। সাতটি রঙে বাজারে আসবে নকিয়ার লুমিয়া ৮২০।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, চলতি বছরের নভেম্বর মাস নাগাদ স্মার্টফোন দুটি বাজারে আনবে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া। নভেম্বর মাসে লুমিয়ার নতুন মডেল বাজারে আসার আগে দাম কমানোর ফলে নকিয়ার স্মার্টফোন বিক্রি বেড়ে যাবে বলে আশা করছে নকিয়া কর্তৃপক্ষ। 
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর এ দুটি স্মার্টফোনের মাধ্যমে স্মার্টফোনের বাজারে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে নকিয়া। তবে বাজারে আসার পর নকিয়ার স্মার্টগুলোকে আইফোন ৫, স্যামসাংয়ের অ্যাটিভ এস, এইচটিসির স্মার্টফোন, এলজির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে।
অবশ্য স্মার্টফোন দুটির দামের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া।




দাম কমছে পুরোনো লুমিয়ার (ভিডিও) - প্রথম আলো

No comments:

Post a Comment