TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Friday, September 28, 2012

সালমানের এক ছবিতে দশ নায়িকা!


সালমান খান
সালমান খান
একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে বলিউডে নিত্যনতুন সব রেকর্ড গড়ে চলেছেন সালমান খান। তাঁর ছবি আর চমক যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। সালমান অভিনীত নতুন চলচ্চিত্র ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ও এর ব্যতিক্রম নয়। এই চলচ্চিত্রের অন্যতম চমক হলো, বলিউডের প্রথম সারির ১০ জন অভিনেত্রীকে দেখা যাবে এতে। এরই মধ্যে সালমানকে এই ১০ জন অভিনেত্রী নির্বাচনের দায়িত্ব দিয়েছেন পরিচালক আনিস বাজমি।
২০০৫ সালে মুক্তি পাওয়া ‘নো এন্ট্রি’ চলচ্চিত্রের এই সিক্যুয়েলে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন সালমান। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জড়ুয়া’ চলচ্চিত্রের পর এই প্রথম দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। এ ছাড়া এটাই হবে সালমানের প্রথম সিক্যুয়েলে অভিনয়। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। 
এরই মধ্যে সম্ভাব্য অভিনেত্রীদের নামের তালিকা প্রস্তুত করেছেন পরিচালক আনিস বাজমি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত একজন অভিনেত্রীকেও চূড়ান্ত করতে পারিনি আমরা। এটা সালমান খানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ছবি। বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রীরাই আমাদের পছন্দের তালিকায় এগিয়ে আছেন। নায়িকা নির্বাচনে সালমান খান চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পর আমরা আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাব নির্বাচিত অভিনেত্রীদের কাছে।’

সালমানের এক ছবিতে দশ নায়িকা! - প্রথম আলো

No comments:

Post a Comment