
সাইফ আলী খান ও কারিনা কাপুর
সম্প্রতি এক সাক্ষাত্কারে নিজেকে ‘বিবাহিত’ দাবি করে সবাইকে হতবাক করে দিয়েছেন বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর। তিনি জানিয়েছেন, অনেক আগেই প্রেমিক সাইফ আলী খানকে স্বামী হিসেবে হূদয়ে ঠাঁই দিয়েছেন। এখন শুধু তাঁদের বিয়ের বৈধতা সম্পন্ন করতে হবে কাগজে-কলমে; সেটি খুব তাড়াতাড়িই হবে। শুধু তা-ই নয়, কারিনা জানিয়েছেন, বিয়ের পর অবকাশযাপনে গেলে সেটা হবে তাঁদের ২৫০তম ‘মধুচন্দ্রিমা’।
এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘সাইফ আর আমি মিলে একটি বাড়ি কিনেছি। এ বাড়িতে পাঁচ বছর ধরে আমরা একত্রে বসবাস করছি। এখন পর্যন্ত বহুবার আমরা অবকাশযাপনে গিয়েছি। আসছে ডিসেম্বরে যদি আমরা অবকাশযাপনে যাই, তবে তা হবে আমাদের ২৫০তম অবকাশযাপন। একে আমাদের ২৫০তম মধুচন্দ্রিমাও বলা যেতে পারে।’ সম্প্রতি এক খবরে এ তথ্য প্রকাশ করেছে জিনিউজ ব্যুরো।
সাইফ-কারিনার বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বলিউডপাড়ায় জল্পনা-কল্পনা চলছে। সাইফের মা শর্মিলা ঠাকুর ছেলের বিয়ের খবর নিশ্চিত করলেও বিয়ের দিনক্ষণ সম্পর্কে এখন পর্যন্ত খোলসা করে কিছু জানাননি সাইফ কিংবা কারিনা।
সর্বশেষ জানা গেছে, আদালতের মাধ্যমে বিয়ের পাট চুকাবেন সাইফ-কারিনা। ১২ সেপ্টেম্বর আদালতে তাঁরা এ জন্য আবেদনও করেছেন। মুম্বাইয়ের বান্দ্রায় বিয়ের একটি নিবন্ধন কার্যালয়ে গিয়ে তাঁরা এই আবেদন করেন। আইন অনুযায়ী, আবেদনের ৩০ দিন পর কারিনাকে বিয়ে করতে পারবেন সাইফ। এই হিসাবে ১১ থেকে ১৭ অক্টোবরের মধ্যে এই জুটি গাঁটছড়া বাঁধতে পারেন।
এদিকে বিয়ে উপলক্ষে পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর দাওয়াত-ই-ওয়ালিমা অনুষ্ঠানের আয়োজন করেছেন ১৮ অক্টোবর। এরই মধ্যে অনেকের কাছে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র পাঠানোও হয়েছে। পতৌদিদের পারিবারিক ঐতিহ্য অনুযায়ী, নববিবাহিত দম্পতির সম্মানে বিয়ের এক দিন পর ভোজের আয়োজন করা হয় দাওয়াত-ই-ওয়ালিমা অনুষ্ঠানে।
এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘সাইফ আর আমি মিলে একটি বাড়ি কিনেছি। এ বাড়িতে পাঁচ বছর ধরে আমরা একত্রে বসবাস করছি। এখন পর্যন্ত বহুবার আমরা অবকাশযাপনে গিয়েছি। আসছে ডিসেম্বরে যদি আমরা অবকাশযাপনে যাই, তবে তা হবে আমাদের ২৫০তম অবকাশযাপন। একে আমাদের ২৫০তম মধুচন্দ্রিমাও বলা যেতে পারে।’ সম্প্রতি এক খবরে এ তথ্য প্রকাশ করেছে জিনিউজ ব্যুরো।
সাইফ-কারিনার বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বলিউডপাড়ায় জল্পনা-কল্পনা চলছে। সাইফের মা শর্মিলা ঠাকুর ছেলের বিয়ের খবর নিশ্চিত করলেও বিয়ের দিনক্ষণ সম্পর্কে এখন পর্যন্ত খোলসা করে কিছু জানাননি সাইফ কিংবা কারিনা।
সর্বশেষ জানা গেছে, আদালতের মাধ্যমে বিয়ের পাট চুকাবেন সাইফ-কারিনা। ১২ সেপ্টেম্বর আদালতে তাঁরা এ জন্য আবেদনও করেছেন। মুম্বাইয়ের বান্দ্রায় বিয়ের একটি নিবন্ধন কার্যালয়ে গিয়ে তাঁরা এই আবেদন করেন। আইন অনুযায়ী, আবেদনের ৩০ দিন পর কারিনাকে বিয়ে করতে পারবেন সাইফ। এই হিসাবে ১১ থেকে ১৭ অক্টোবরের মধ্যে এই জুটি গাঁটছড়া বাঁধতে পারেন।
এদিকে বিয়ে উপলক্ষে পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর দাওয়াত-ই-ওয়ালিমা অনুষ্ঠানের আয়োজন করেছেন ১৮ অক্টোবর। এরই মধ্যে অনেকের কাছে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র পাঠানোও হয়েছে। পতৌদিদের পারিবারিক ঐতিহ্য অনুযায়ী, নববিবাহিত দম্পতির সম্মানে বিয়ের এক দিন পর ভোজের আয়োজন করা হয় দাওয়াত-ই-ওয়ালিমা অনুষ্ঠানে।
সাইফ-কারিনার ২৫০তম ‘মধুচন্দ্রিমা’! - প্রথম আলো
No comments:
Post a Comment