TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Sunday, September 30, 2012

ওবামা জিতলে নগ্ন হবেন ম্যাডোনা!


ম্যাডোনা
ম্যাডোনা
এতকাল ভারতের পুনম পাণ্ডে, শার্লিন চোপড়া আর সানি লিওনের নানান মুখরোচক খবরেই উত্তপ্ত ছিল বিনোদন জগতের হাওয়া। এবারে পপ কুইন ম্যাডোনার সাম্প্রতিক এক ‘বাণী’ ঝড় তুলেছে সে হাওয়ার শরীরে।
নিউ ইয়র্কের ইয়াংকি স্টেডিয়ামে আয়োজিত এক সংগীতানুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থনে ম্যাডোনা জানিয়েছিলেন, ‘আপনারা সবাই ওবামাকে ভোট দেবেন, ঠিক আছে? ভালো কিংবা মন্দ যে জন্যই হোক।’ 
অনুষ্ঠানের এক পর্যায়ে ইয়াংকি স্টেডিয়ামে জড়ো হওয়া হাজারো ভক্তের সামনে ম্যাডোনা তাঁর পোশাক অনাবৃত করে পিঠে ‘ওবামা’ আঁকা উলকিটিও দেখিয়েছিলেন উপস্থিত ভক্ত-শ্রোতাদের। 
স্বল্প পরিচ্ছদে আবৃত ‘ম্যাটেরিয়াল গার্ল’ খ্যাত জনপ্রিয় এ পপ তারকা সেসময় মঞ্চের সামনে থাকা হাজারো দর্শক-শ্রোতাদের উদ্দেশে বলে ওঠেন- ওবামা জিতলে শরীরের এ স্বল্পতম শেষ পরিচ্ছদটুকুও তিনি আর রাখবেন না! সবার সামনে রীতিমত ঘোষণা দিয়েই বিষয়টি জানিয়েছেন ম্যাডোনা।
প্রসঙ্গত, এ অনুষ্ঠানেই ওবামাকে ‘ব্ল্যাক মুসলিম আখ্যা দিয়ে তাঁর পক্ষে প্রচারণায় ওবামার জন্য ভোট চেয়েছিলেন ৫৪ বছর বয়সী জনপ্রিয় এ সংগীত তারকা। অবশ্য পরে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে ম্যাডোনা এর ব্যাখ্যায় জানিয়েছিলেন যে, তিনি নাকি বিষয়টি খানিক দুষ্টুমি করেই বলেছিলেন। কিন্তু ওবামা জিতলে তিনি নগ্ন হবেন, ম্যাডোনা তাঁর এ ঘোষণা সম্পর্কে এমন কোন ব্যাখ্যা এখনও পর্যন্ত দেননি। ‘আ প্রমিস ইজ আ প্রমিস। অবশ্য এর সবটুকুই নির্ভর করছে ওবামার জয়ের ওপরে। এরপরই না ম্যাডোনার প্রতিজ্ঞা পূরণের বিষয়টি আসবে! পিটিআই।



ওবামা জিতলে নগ্ন হবেন ম্যাডোনা! - প্রথম আলো

No comments:

Post a Comment