TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Friday, September 28, 2012

মঙ্গলে নদীর রেখা!



এখান দিয়েই কোনো একসময় বয়ে যেত মঙ্গলের ছোটো নদী। কিউরিওসিটির ক্যামেরায় তোলা ছবি
ছবি রয়টার্স

কিউরিওসিটির তোলা মঙ্গলের পাথরের সঙ্গে পৃথিবীর পাথরের তুলনা। ২ সেপ্টেম্বর মঙ্গলগ্রহের পাথরের ছবি তুলেছে কিউরিওসিটি
ছবি রয়টার্স

মঙ্গলগ্রহের গোলবার্ন স্কাউর নামে একটি এলাকার পাথরের ছবি তুলেছে কিউরিওসিটি
ছবি রয়টার্স

কিউরিওসিটির গ্লেনেগ্লে যাওয়ারর পথ। এ পথে উত্সাহব্যঞ্জক অনেক বিষয় পরীক্ষা করবে কিউরিওসিটি
ছবি রয়টার্স

মঙ্গলগ্রহে পানিপ্রবাহের ফলে ক্ষয়ে যাওয়া ভূপৃষ্ঠ
ছবি রয়টার্স
1 2 3 4 5
কয়েক হাজার কোটি বছর আগের কোনো একসময় মঙ্গল গ্রহের পাহাড়ি এলাকায় পাথরের কোল ঘেঁষে বয়ে চলত খরস্রোতা নদী। দীর্ঘদিন বয়ে যাওয়া সে নদীর পানিতে ক্ষয়ে যেত বেলে পাথর, জমত নুড়ি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো কিউরিওসিটি রোবট মঙ্গলে পানিপ্রবাহের সেই প্রমাণ পেয়েছে। গতকাল বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গবেষকেরা দীর্ঘদিন ধরেই মঙ্গলগ্রহের ভূপৃষ্ঠে পানির প্রবাহ ছিল বলে ধারণা করছিলেন। কিউরিওসিটি সম্প্রতি মঙ্গলগ্রহের প্রাচীন নুড়ি ও বালি দিয়ে গঠিত পাথরের ছবি পাঠিয়েছে। এ পাথরের আকার ও পাথরের সঙ্গে লেগে থাকা নুড়ির গঠন দেখে ধারণা করা হচ্ছে, তা পানি প্রবাহের ফলে ক্ষয় হয়েছে। নাসার গবেষকেরা জানান, কিউরিওসিটির পাঠানো ছবি দেখে ধারণা করা হচ্ছে, মঙ্গলের প্রাচীন কয়েকটি নদীর সংযোগস্থলের সন্ধান পেয়েছে কিউরিওসিটি।
গবেষকরা আরও জানিয়েছেন, ১০-১৫ সেন্টিমিটার পুরু একটি পাথর মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে উঠিয়ে পরীক্ষা করেছে কিউরিওসিটি। কানাডার একটি লেকের নাম অনুসারে গবেষকরা এ পাথরটির নাম দিয়েছেন ‘হোটা’। গবেষকেরা হোটা নামের পাথরটির গায়ে লেগে থাকা কাঁকর বিশ্লেষণ করে পানি প্রবাহের গতি ও নদীর উত্সবিষয়ক তথ্য বের করার চেষ্টা চালাবেন। এ ছাড়া গবেষকেরা মঙ্গলে পানি ও পরিবেশের ধরন বিশ্লেষণ করার চেষ্টাও করবেন।
ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলনে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষকরা জানিয়েছেন, কিউরিওসিটির খোঁজ পাওয়া প্রাচীন এ বেলে পাথর কয়েক শ কোটি বছর আগের। এখানে দীর্ঘদিন আগে নদী ছিল। নদীর স্রোতে এখানে নুড়ি জমেছে।
কৃত্রিম উপগ্রহ থেকে তোলা মঙ্গলের ছবি বিশ্লেষণ করে গবেষকেরা মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে পানির অস্তিত্বের ধারণা করতেন। তবে গেইল কার্টারে কিউরিওসিটির অবতরণের পর এ ধারণা নিয়ে নাড়াচাড়া করার সুযোগ মিলেছে। কিউরিওসিটির তোলা ছবি বিশ্লেষণ করে মঙ্গলের নুড়ি পাথর বিশ্লেষণ করার সুযোগ পেয়েছেন গবেষকরা।
কিউরিওসিটির এখনকার গন্তব্য হচ্ছে গ্লেনেগ্ল। গবেষকরা ধারণা করছেন, গ্লেনেগ্লের পাথর বিশ্লেষণ করে তাঁরা আশানুরূপ ফল পাবেন। মঙ্গল গ্রহে অণুজীবের সন্ধান করছে কিউরিওসিটি।

মঙ্গলে নদীর রেখা! - প্রথম আলো

No comments:

Post a Comment