TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Monday, September 17, 2012

টিম কুকের `খাঁটি রত্ন' (ভিডিও)




1 2
অ্যাপলের প্রধান নির্বাহী'র চোখে এখন `খাঁটি রত্ন' একটিই। তার নাম-`আইফোন ৫'। 
১২ সেপ্টেম্বর `আইফোন ৫'-এর ঘোষণা দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে আইফোন ৫ এর ঘোষণা প্রসঙ্গে টিম কুক বলেছেন `আইফোনের ইতিহাসের এটি সবচে বড় ঘটনা; আর নতুন আইফোন হচ্ছে খঁাটি এক রত্ন।' খবর এনডিটিভির।
অ্যাপলের বিপণন বিভাগের প্রধান ফিল শিলার জানিয়েছেন, আইফোন ৫ তৈরির সঙ্গে যুক্ত সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রকৌশলীদের অসম্ভব সব পরীক্ষার মধ্য দিয়ে সময় পার করতে হয়েছে।
নতুন আইফোনটিকে পরিচিত করার জন্য ১২ সেপ্টেম্বর মঞ্চে উঠে ফিল শিলার বলেন, বিশ্বের সবচে পাতলা মুঠোফোন, আইফোন পাঁচের ওজন মাত্র ১১২ গ্রাম। আইফোন ৫ এর আগের সংস্করণ আইফোন৪ এসের তুলনায় এটি ২০ শতাংশ হালকা। অ্যালুমিনিয়ামের কাঠামোর ওপর বসানো রেটিনা ডিসপ্লেযুক্ত এ পণ্যটি সহজেই মুঠোবন্দী করা যাবে এবং বৃদ্ধাঙ্গুলি দিয়েই চালানো যাবে বিভিন্ন অ্যাপ্লিকেশন। অ্যাপলের এফোনটি চতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্ক সমর্থন করবে।
ফিলার আরও জানিয়েছেন, এমনভাবে আইফোন পঁাচের নকশা করা হয়েছে যাতে ব্যবহারকারীর হাতে সহজেই তা এটে যায়। রেটিনা ডিসপ্লের সাহায্যে যাই করা হোক না কেনো তা সুন্দরভাবে ফুটে উঠবে। অ্যাপলের নতুন এ৬ প্রসেসরের কারণে গ্রাফিকসের মান হবে উন্নত। ৮ ঘণ্টার টানা ব্যাটারিতে চার্জ থাকবে। ক্যামেরায় হাইডেফিনেশন ছবি তোলা যাবে। 
আইফোনের সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাপলের নতুন ম্যাপ সেবা। ভারচুয়াল সঙ্গী হিসেবে সিরির সঙ্গে কথা বলেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে। 
অবশ্য প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, অ্যাপলের প্রধান নির্বাহী `খাঁটি রত্ন' কতটুকু খাঁটি তা বাজারের ক্রেতারাই নির্ধারণ করবেন।


No comments:

Post a Comment