TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Sunday, September 30, 2012

বিয়ে করছেন জ্যানেট জ্যাকসন



জ্যানেট জ্যাকসন ও উইসাম আল মানা
জ্যানেট জ্যাকসন ও উইসাম আল মানা
এরই মধ্যে প্রেমিক উইসাম আল মানার সঙ্গে বাগদান সেরে নিয়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জ্যানেট জ্যাকসন। সম্প্রতি এক খবরে ‘ন্যাশনাল এনকুইরার’ ম্যাগাজিন জানিয়েছে, আগামী বছর জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন এই জুটি।
ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ২০০৯ সালে ধনাঢ্য ব্যবসায়ী উইসামের সঙ্গে জ্যানেটের প্রথম সাক্ষাত্ হয় মধ্যপ্রাচ্যে। পরের বছর প্রেমের সম্পর্কে জড়ান তাঁরা। এরপর বাগদানের কাজটিও সেরে ফেলেন এই জুটি। বাকি ছিল বিয়ে। প্রেমের সম্পর্ককে স্থায়ী রূপ দিতে সামনের বছর কাতারের রাজধানী দোহায় গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন তাঁরা। তবে বিয়ের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। 
সূত্রটি আরও জানায়, ৪৬ বছর বয়সী জ্যানেটকে ঘটা করেই ঘরে তুলতে চান তাঁর চেয়ে বয়সে ১০ বছরের ছোট উইসাম। তিনি চাইছেন, শতাব্দীর অন্যতম আলোচিত হিসেবে যেন বিবেচিত হয় তাঁদের বিয়ে।


বিয়ে করছেন জ্যানেট জ্যাকসন - প্রথম আলো

No comments:

Post a Comment