TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Monday, September 17, 2012

অবশেষে বহু প্রতীক্ষার সেই ‘আইফোন ৫’(ভিডিও)



1 2 3 4 5
দীর্ঘ ২ বছর ধরে চলে আসা বিভিন্ন গুজব আর সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে হালকা-পাতলা গড়নের ও ফোরজি প্রযুক্তির ‘আইফোন ৫’ ঘোষণা দিয়েছে অ্যাপল।
অনুষ্ঠানে অ্যাপলের ভাষ্য, লম্বা, পাতলা, হালকা ওজন আর উজ্জ্বল চেহারা নিয়ে ২১ সেপ্টেম্বর থেকে বাজারে আসবে প্রতীক্ষিত ‘আইফোন ৫’। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০১১ সালের ৫ অক্টোবর অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবস মারা যাওয়ার পর প্রথমবারের মত আইফোনের নতুন সংস্করণ বাজারে আনার ঘোষণা দিল অ্যাপল। 
সারা বিশ্ব তাকিয়ে ছিল অ্যাপলের চমকের জন্য। ১২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে কালবিলম্ব না করে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক আইফোন ৫-এর মোড়ক উন্মোচন করে সবাইকে ‘চমক’ দেন। তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন- আইফোন ৫ আশানুরূপ চমক দিতে পারেনি।
মোড়ক উন্মোচনের পর আইফোন ৫ এর পরিচয় করিয়ে দেন অ্যাপলের বিপণন বিভাগের কর্তা ফিল শিলার। শিলার জানান, ‘অ্যাপলের তৈরি আইফোন ৫-ই সবার সেরা। কাচ ও অ্যালুমিনিয়ামের কাঠামোয় তৈরি আইফোন ৫ এর রেটিনা ডিসপ্লের মাপ ৪ ইঞ্চি। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক যুক্ত হওয়ায় এতে দ্রুত কাজ করা সম্ভব হবে।’ 
প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, আইফোনের পুরোনো সংস্করণ আইফোন ৪এস এর দামের সঙ্গে নতুন আইফোনের দামের কোনো পার্থক্য নেই। ১৬ গিগাবাইট মডেলের আইফোন ৫ এর দাম পড়বে যুক্তরাষ্ট্রের টেলিকম সেবা দাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে ১৯৯ ডলার। তবে পার্থক্য গড়ে দিয়েছে নতুন আইফোনের নকশা।
১৪ সেপ্টেম্বর থেকে নতুন আইফোনের প্রিঅর্ডার শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, হংকং ও সিঙ্গাপুরের বাজারে পাওয়া যাবে আইফোন ৫। ২৮ সেপ্টেম্বর আরও ২০ টি দেশে বিক্রি শুরু হবে নতুন এই স্মার্টফোনটির।
নতুন আইফোন বাজারে আনায় পুরোনো থ্রিজি মডেলের আইফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে অ্যাপল।
১১২ গ্রাম ওজন আর ৭.৬৬ মিলিমিটার পুরুত্বের আইফোন ৫ এ ব্যবহূত হয়েছে ডুয়াল কোরের নতুন কর্টেক্স এ৬ প্রসেসর ও এআরএমের তৈরি এ-১৫ চিপসেট। অ্যাপলের দাবি, নতুন প্রসেসর ও চিপসেট আইফোন ৫ এর প্রসেসিং ক্ষমতা আইফোন ৪এসের চেয়ে দ্বিগুণ করেছে। আইফোন ৫-এ আট মেগাপিক্সেল হাইডেফিনেশন ক্যামেরা যুক্ত হয়েছে, যার সুবিধা হচ্ছে, এতে অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যাবে। এর সিরি সফটওয়্যার ব্যবহার করে মুখে বলে ফেসবুক স্ট্যাটাস দেওয়া যাবে। আইফোন ৪ এস এর তুলনায় ১৮ শতাংশ পাতলা ২০ শতাংশ হালকা হয়েছে আইফোন ৫। এতে আরও যুক্ত হয়েছে ৯ পিনের ডক কানেক্টর, যার নাম দেওয়া হয়েছে- ‘লাইটিং’। পুরোনো ৩০ পিনের ডক কানেক্টরের চেয়ে ৮০ শতাংশ ছোটো এটি। ন্যানো সিমকার্ড আইফোন ৫-এ ব্যবহূত হবে । 
নতুন আইফোনটির পাশাপাশি সানফ্রান্সিসকোর অনুষ্ঠানে নতুন আইপড টাচ ও আইপড ন্যানোও বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। সপ্তম প্রজন্মের মিউজিক প্লেয়ার আইপড ন্যানোর এবারের নকশা হয়েছে আয়তাকার। আড়াই ইঞ্চি মাপের টাচ স্ক্রিন যুক্ত মাল্টি টাচ প্রযুক্তির মিউজিক প্লেয়ারে থাকছে ব্লুটুথ সুবিধা। এর ব্যাটারি চলবে ৩০ ঘণ্টা টানা। 
আইপড টাচে যুক্ত হয়েছে ৪ ইঞ্চি মাপের রেটিনা ডিসপ্লে এবং ৫ মেগাপিক্সেলের আইসাইট ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ প্রযুক্তি। এতে আরও যুক্ত হয়েছে সিরি, আইওএস ৬ অপারেটিং সিস্টেম, আইক্লাউড, আইমেসেজ, ফেসটাইম, মেইল ও গেম সেন্টার সুবিধা। আইপড টাচে ৪০ ঘণ্টা টানা গান শোনা যাবে, ভিডিও দেখা যাবে আট ঘণ্টা। 
আইফোন ৫ ঘোষণা দেওয়ার পরপরই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো, প্রযুক্তি ব্লগ ও সংবাদমাধ্যমগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল স্টিভ জবস ছাড়া প্রথমবারের মত আইফোন ৫ এর ঘোষণা দেওয়ার বিষয়টি। এদিকে নতুন পণ্য ঘোষণা দেওয়ার দিনে অ্যাপলের শেয়ারের দাম ১.৪ শতাংশ বেড়ে ৬৬৯.৭৯ ডলারে পৌঁছায়।
প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, চলতি মাসেই ১ কোটি আইফোন ৫ বিক্রির রেকর্ড গড়তে পারে অ্যাপল।
প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, ফোরজি প্রযুক্তির আইফোন ৫ বাজারে আনায় স্যামসাং ও অ্যাপলের মধ্যকার দ্বন্দ্ব নতুন মাত্রা পাবে। ইতিমধ্যে তাইওয়ানের এইচটিসি আইফোন ৫ বাজারে আনায় অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট ভঙ্গের অভিযোগে মামলা করেছে। এদিকে আরেক প্রতিদ্বন্দ্বী স্যামসাংও অ্যাপলের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

No comments:

Post a Comment