
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে আজ রোববার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়েছে। এখন ভোট গণনা চলছে। ১০২টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রের বেসরকারি ফল পাওয়া গেছে। এই উপনির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি ২৮ হাজার ৬৮১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। মোরগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ পেয়েছেন ১১ হাজার ৭৫০ ভোট। সিপিবির মনোনীত প্রার্থী আসাদুল্লাহ বাদল ৭১০ ভোট পেয়েছেন। তিনি কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
গাজীপুর-৪ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোরশেদ জানান, সারা দিনে শতকরা ৩৫ থেকে ৪০ ভাগ ভোট পড়েছে বলে তিনি আশা করছেন। আজ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই উপনির্বাচনে কম ভোট পড়া প্রসঙ্গে তিনি বলেন, উপনির্বাচনে সর্বনিম্ন ২৬ শতাংশ ভোট পড়ার রেকর্ড আছে।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি ২৮ হাজার ৬৮১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। মোরগ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ পেয়েছেন ১১ হাজার ৭৫০ ভোট। সিপিবির মনোনীত প্রার্থী আসাদুল্লাহ বাদল ৭১০ ভোট পেয়েছেন। তিনি কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করেছেন।
গাজীপুর-৪ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোরশেদ জানান, সারা দিনে শতকরা ৩৫ থেকে ৪০ ভাগ ভোট পড়েছে বলে তিনি আশা করছেন। আজ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই উপনির্বাচনে কম ভোট পড়া প্রসঙ্গে তিনি বলেন, উপনির্বাচনে সর্বনিম্ন ২৬ শতাংশ ভোট পড়ার রেকর্ড আছে।
রিমির নৌকা এগিয়ে - প্রথম আলো
No comments:
Post a Comment