TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Wednesday, September 12, 2012

মামলা ঘাড়ে `আইফোন ৫'



প্রায় দুই বছরের বেশি সময় ধরে অ্যাপলের `আইফোন ৫' আসছে-এমন গুজব চলছে। অবশ্য প্রযুক্তিবিশ্লেষকদের ধারণা, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসের ১২ সেপ্টেম্বরেই হয়তো অ্যাপল ঘোষণা দিতে পারে আইফোনের নতুন সংস্করণ।
কিন্তু বাজারে আসার আগেই পেটেন্ট ভঙ্গের অভিযোগে আইফোনের নির্মাতা অ্যাপলের বিরুদ্ধে নতুন স্মার্টফোনটি নিয়ে মামলা হয়েছে। অ্যাপলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান তাইওয়ানের ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনে যুক্তরাষ্ট্রের বাজারে নতুন আইফোন বিক্রিতে আগেভাগেই নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছে। খবরে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
এইচটিসির অভিযোগ, অ্যাপলের `নিউ আইপ্যাড' ও নতুন যে আইফোন বাজারে আসবে, তাতে এইচটিসির দুটি পেটেন্ট লঙ্ঘন করা হচ্ছে। 
উলে্লখ্য, এইচটিসি ও অ্যাপলের মধ্যে পেটেন্ট নিয়ে দুই বছরেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি এইচটিসির করা এ মামলায় প্রতিষ্ঠানটি জিতলে অ্যাপলের কাছ থেকে বড় ধরনের ক্ষতিপূরণ পাবে। পাশাপাশি নতুন আইফোন বিক্রি করতে হলে এইচটিসির সঙ্গে সমঝোতাও করতে হবে।
চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক ও বড় আকারের ফাইল স্থানান্তর প্রযুক্তি-সংক্রান্ত পেটেন্ট এইচটিসি হস্তগত করেছে এডিসি টেলিকমিউনিকেশন নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে। এইচটিসি তাদের থান্ডারবোল্ট নামের স্মার্টফোনে এলটিই প্রযুক্তি যুক্ত করেছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের আদালতে পেটেন্ট-সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাংয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন আইফোনে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক (এলটিই) ব্যবহার করা হলে তারা মামলা করবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা চাইবে। স্যামসাং ছাড়াও চীনের একটি মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের নতুন আইফোনের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়ে রেখেছে।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপল যদি নতুন আইফোনে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক যুক্ত না করে, তবে প্রতিষ্ঠানটি স্যামসাংয়ের চেয়ে পিছিয়ে পড়বে। এদিকে যে প্রযুক্তিটি নিয়ে স্যামসাং ও এইচটিসি মামলা করবে, ওই প্রযুক্তিটি আইফোনে থাকছে বলেই ধারণা করছেন প্রযুক্তিবিশ্লেষকেরা।
অ্যাপল মূলত চীনে অবস্থিত কারখানায় আইফোন ও আইপ্যাড তৈরি করে এবং পরে তা যুক্তরাষ্ট্র ও অন্যান্য বাজারে বিক্রি করে।
১২ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অ্যাপল। এ অনুষ্ঠানেই অ্যাপলের নতুন পণ্যের ঘোষণা দেবেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, ১২ সেপ্টেম্বর `আইফোন ৫', নতুন আইপড টাচ ও আইম্যাকের ঘোষণা দিতে পারেন টিম কুক।
হালকা-পাতলা নতুন আইফোনের সঙ্গে নতুন ডক কানেক্টর, এয়ারফোনসহ নতুন বেশ কিছু যন্ত্রাংশ থাকতে পারে। এ ছাড়া আইফোনের স্ক্রিন তুলনামূলকভাবে বড় হতে পারে। থাকতে পারে দ্রুতগতির প্রসেসর, র্যাম ও নতুন সফটওয়্যার।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে নতুন আইফোনের বিক্রিতে এইচটিসি, স্যামসাংয়ের মামলা বাধার সঙ্গে নকিয়া, এলজিসহ অ্যান্ডড্রয়েডচালিত নতুন স্মার্টফোনগুলোর বাধাও পেরোতে হবে আইফোন ৫কে। থাকতে হবে ভোক্তাদের জন্য নতুন কোনো চমক।


মামলা ঘাড়ে আসছে `আইফোন ৫' - প্রথম আলো

No comments:

Post a Comment