
ভালোবাসার রঙ ছবির দৃশ্যে বাপ্পি ও মাহী
৫ অক্টোবর ঢাকাসহ দেশের ৫০টি প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাচ্ছে ডিজিটাল প্রযুক্তিতে নির্মিত চলচ্চিত্র ভালোবাসার রঙ। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন শাহীন-সুমন। এ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার এহতেশাম বলেন, ‘ভালোবাসার রঙ ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে সংযোজন করা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির ছবি প্রদর্শনের প্রয়োজনীয় যন্ত্রপাতি। ডিজিটাল ছবি প্রদর্শনের জন্য এরই মধ্যে ঢাকাসহ দেশের ২০টি প্রেক্ষাগৃহকে সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। ৫ অক্টোবরের মধ্যে বাকি ৩০টি প্রেক্ষাগৃহও প্রস্তুত করা হবে। সব কটি প্রেক্ষাগৃহে এখন থেকে ৩৫ মিমি প্রযুক্তির পাশাপাশি ডিজিটাল প্রযুক্তিতে নির্মিত ছবির প্রদর্শনী করা যাবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির প্রধান দুই অভিনয়শিল্পী বাপ্পি ও মাহী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির প্রধান দুই অভিনয়শিল্পী বাপ্পি ও মাহী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
৫০টি প্রেক্ষাগৃহে - প্রথম আলো
ছবিটা কি দেখেছেন আপনি? কেমন হয়েছে? http://fxbangla.blogspot.com/2013/07/blog-post_12.html
ReplyDelete