
টেলিটকের নতুন থ্রিজি সুবিধার সিম কিনেছেন শিক্ষার্থী নাজমুল হাসান। থ্রিজিতে কী ধরনের সুবিধা পাচ্ছেন? নাজমুল বলেন, `থ্রিজি প্রযুক্তির স্মার্টফোন ব্যবহার করে আমি দ্রুত ইন্টারনেট ব্রাউজ করতে পারছি। অবিশ্বাস্য দ্রুত। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়াইম্যাক্স সেবাকে পেছনে ফেলবে টেলিটকের থ্রিজি।'
আরেক থ্রিজি ব্যবহারকারী মারুফ হোসেন বললেন ভিন্ন কথা। তঁার অভিযোগ, থ্রিজিতে সংযোগ করতে গেলে অনেক সমস্যা পোহাতে হয়। সংযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।'
থ্রিজি চালুর আনুষ্ঠানিক ঘোষণার পর এক সপ্তাহ পার হয়েছে। কতগুলো নতুন থ্রিজি সুবিধার সিম বিক্রি হয়েছে? প্রশ্ন ছিল টেলিটকের বিপণন বিভাগের কর্মকর্তা মো. সামসুজ্জোহার কাছে। টেলিটকের এ কর্মকর্তা জানান, টেলিটকের থ্রিজি সিম নিয়ে মানুষের আগ্রহ ব্যাপক। নতুন সিম বিক্রির পরিমাণ পঁাচ হাজার ছাড়িয়েছে। থ্রিজি সুবিধার নতুন সিম ছাড়াও টেলিটকের পুরোনো সিমে থ্রিজি ব্যবহার করা যাবে। টেলিটকের পক্ষ থেকে মেসেজ পাঠিয়ে গ্রাহককে টেলিটকের থ্রিজি সুবিধার আওতায় আনার জন্য আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি শিগগিরই থ্রিজি সুবিধার ডোঙ্গল বাজারে আনবে টেলিটক।
দীর্ঘদিন ধরে মানুষের মনে প্রশ্ন ছিল, বিশ্বে যেখানে ৪জি আর ৫জি নিয়ে কাজ চলছে, সেখানে কবে আমাদের দেশে আসবে থ্রিজি বা তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক সুবিধা?
....
হাতের নাগালে থ্রিজি - প্রথম আলো
No comments:
Post a Comment