
ল্যাপটপ নাকি ট্যাবলেট? এ নিয়ে যারা দ্বিধায় ভোগেন তাদের কথা মাথায় রেখেই চীনের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো ইয়োগা’ নামের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ‘একটি পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে।
লেনেভোর এ পণ্যটি একাধারে ল্যাপটপ ও ট্যাবলেট। এর কিবোর্ডকে স্ট্যান্ড হিসেবে পেছন দিকে ভাঁজ করে ডিভাইসটিকে টেবিল ক্যালেন্ডার আকারে দাঁড় করিয়ে রাখা যায়। আবার পুরোপুরি ঘুরিয়ে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যায়। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, গতকাল ৯ অক্টোবর মঙ্গলবার নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে ‘ইয়োগা’ নামের এ ট্যাবলেটের ঘোষণা দিয়েছে লেনেভো।
লেনোভো কর্তৃপক্ষ জানিয়েছে, কিবোর্ড ছাড়াও টাচস্ক্রিন সুবিধার ‘ইয়োগা’কে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে। ১৩ ইঞ্চি ও ১১ ইঞ্চি মাপের মোট দুটি সংস্করণের ‘ইয়োগা’ ল্যাপটপের ঘোষণা দিয়েছে লেনোভো। এ ছাড়াও নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে উইন্ডোজের আরটি সংস্করণনির্ভর ‘আইডিয়া ট্যাব লিনাক্স ট্যাবলেট’ এবং ‘থিংকপ্যাড টুইস্ট’ নামে সহজেই ভাঁজ করা যায় এমন একটি ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ইয়োগা ১৩.৩ ইঞ্চি মাপের মডেলটিতে থাকবে ইনটেলের কোর আই৫ বা কোর আই ৭ প্রসেসর, ৮ গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট সলিড-স্টেট ড্রাইভ সুবিধা। ৩.৪ পাউন্ড ওজন ও ০.৬৭ ইঞ্চি পুরুত্বের এ পণ্যটির দাম হবে ১ হাজার ৯৯ ডলার।
এদিকে ১১.৬ ইঞ্চি মাপের ‘ইয়োগা’তে থাকবে এএমডির তৈরি প্রসেসর। ২.৩ পাউন্ড ওজনের ০.৬১ ইঞ্চি পুরুত্বের এ পণ্যটিতে ২ গিগাবাইট র্যাম সুবিধা থাকবে। দাম হবে ৭৯৯ ডলার।
চলতি বছরেই লেনোভোর নতুন মডেলের ট্যাবলেট ও ল্যাপটপের হাইব্রিডগুলো বাজারে পাওয়া যাবে।
লেনেভোর এ পণ্যটি একাধারে ল্যাপটপ ও ট্যাবলেট। এর কিবোর্ডকে স্ট্যান্ড হিসেবে পেছন দিকে ভাঁজ করে ডিভাইসটিকে টেবিল ক্যালেন্ডার আকারে দাঁড় করিয়ে রাখা যায়। আবার পুরোপুরি ঘুরিয়ে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যায়। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, গতকাল ৯ অক্টোবর মঙ্গলবার নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে ‘ইয়োগা’ নামের এ ট্যাবলেটের ঘোষণা দিয়েছে লেনেভো।
লেনোভো কর্তৃপক্ষ জানিয়েছে, কিবোর্ড ছাড়াও টাচস্ক্রিন সুবিধার ‘ইয়োগা’কে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে। ১৩ ইঞ্চি ও ১১ ইঞ্চি মাপের মোট দুটি সংস্করণের ‘ইয়োগা’ ল্যাপটপের ঘোষণা দিয়েছে লেনোভো। এ ছাড়াও নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে উইন্ডোজের আরটি সংস্করণনির্ভর ‘আইডিয়া ট্যাব লিনাক্স ট্যাবলেট’ এবং ‘থিংকপ্যাড টুইস্ট’ নামে সহজেই ভাঁজ করা যায় এমন একটি ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ইয়োগা ১৩.৩ ইঞ্চি মাপের মডেলটিতে থাকবে ইনটেলের কোর আই৫ বা কোর আই ৭ প্রসেসর, ৮ গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট সলিড-স্টেট ড্রাইভ সুবিধা। ৩.৪ পাউন্ড ওজন ও ০.৬৭ ইঞ্চি পুরুত্বের এ পণ্যটির দাম হবে ১ হাজার ৯৯ ডলার।
এদিকে ১১.৬ ইঞ্চি মাপের ‘ইয়োগা’তে থাকবে এএমডির তৈরি প্রসেসর। ২.৩ পাউন্ড ওজনের ০.৬১ ইঞ্চি পুরুত্বের এ পণ্যটিতে ২ গিগাবাইট র্যাম সুবিধা থাকবে। দাম হবে ৭৯৯ ডলার।
চলতি বছরেই লেনোভোর নতুন মডেলের ট্যাবলেট ও ল্যাপটপের হাইব্রিডগুলো বাজারে পাওয়া যাবে।
লেনোভোর ইয়োগা ল্যাপটপ-ট্যাব - প্রথম আলো
No comments:
Post a Comment