
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর একটি হাইব্রিড কম্পিউটার বাজারে আনছে এসার। ‘আইকনিয়া ডব্লিউ ৭০০’ নামের এ কম্পিউটারটি একাধারে ডেস্কটপ ও ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইম ম্যাগাজিন’।
চলতি বছরের ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। এ অপারেটিং সিস্টেমনির্ভর বেশ কিছু নতুন মডেলের ট্যাবলেট, ল্যাপটপ, ল্যাপটপ-ট্যাবলেট হাইব্রিড পণ্য বাজারে পাওয়া যাবে। এ প্রসঙ্গে এসার জানিয়েছে, ডেস্কটপ ও ট্যাবলেটের হাইব্রিড নিয়ে উইন্ডোজনির্ভর পণ্যের বাজারে আসছে তারা।
‘আইকনিয়া ডব্লিউ ৭০০’ নামের ১১.৬ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এ হাইব্রিড কম্পিউটারটির সঙ্গে থাকবে একটি ডকিং স্টেশন, যার মাধ্যমে ট্যাবলেটটিকে বিভিন্ন কোণে ঘোরানো যাবে। এ স্টেশনের সঙ্গে তিনটি ও ট্যাবলেটের সঙ্গে একটি ইউএসবি ৩.০ পোর্ট থাকবে। ট্যাবলেটটির সঙ্গে থাকবে মাইক্রো-এইচডিএমআই স্লট, যার মাধ্যমে আলাদা মনিটর যুক্ত করা যাবে। এ ছাড়া ট্যাবলেটটি ব্লুটুথ কিবোর্ড সমর্থন করবে।
উল্লেখ্য, এসার ছাড়াও ডকিং পদ্ধতির ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে ডেল ও এইচপি। ডেলের ‘ল্যাটিচুড ১০’ ও এইচপির ‘এলিটপ্যাড ৯০০’ ট্যাবলেটে ডকিং সিস্টেম থাকবে।
ইনটেল কোর আই৩ প্রসেসরযুক্ত ৬৪ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার এ হাইব্রিড ট্যাবলেটটির র্যাম হবে ৪ গিগাবাইট। পেছনে ও সামনে উভয় দিকেই থাকবে ক্যামেরার সুবিধা। পেছনের ক্যামেরাটি হবে ৫ মেগাপিক্সেলের।
এসার জানিয়েছে, তথ্য ধারণক্ষমতার ওপর ভিত্তি করে এই হাইব্রিড ট্যাবলেটের দাম নির্ধারিত হবে। ৬৪ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার ‘আইকনিয়া ডব্লিউ ৭০০’ মডেলের দাম হবে ৮০০ ডলার, ১২৮ গিগাবাইট মডেলটির দাম হবে ৯০০ ডলার এবং ইনটেলের কোরআই৫ প্রসেসরযুক্ত ৬৪ গিগাবাইট মডেলটির দাম হবে এক হাজার ডলার।
চলতি বছরের ২৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে মাইক্রোসফটের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। এ অপারেটিং সিস্টেমনির্ভর বেশ কিছু নতুন মডেলের ট্যাবলেট, ল্যাপটপ, ল্যাপটপ-ট্যাবলেট হাইব্রিড পণ্য বাজারে পাওয়া যাবে। এ প্রসঙ্গে এসার জানিয়েছে, ডেস্কটপ ও ট্যাবলেটের হাইব্রিড নিয়ে উইন্ডোজনির্ভর পণ্যের বাজারে আসছে তারা।
‘আইকনিয়া ডব্লিউ ৭০০’ নামের ১১.৬ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এ হাইব্রিড কম্পিউটারটির সঙ্গে থাকবে একটি ডকিং স্টেশন, যার মাধ্যমে ট্যাবলেটটিকে বিভিন্ন কোণে ঘোরানো যাবে। এ স্টেশনের সঙ্গে তিনটি ও ট্যাবলেটের সঙ্গে একটি ইউএসবি ৩.০ পোর্ট থাকবে। ট্যাবলেটটির সঙ্গে থাকবে মাইক্রো-এইচডিএমআই স্লট, যার মাধ্যমে আলাদা মনিটর যুক্ত করা যাবে। এ ছাড়া ট্যাবলেটটি ব্লুটুথ কিবোর্ড সমর্থন করবে।
উল্লেখ্য, এসার ছাড়াও ডকিং পদ্ধতির ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে ডেল ও এইচপি। ডেলের ‘ল্যাটিচুড ১০’ ও এইচপির ‘এলিটপ্যাড ৯০০’ ট্যাবলেটে ডকিং সিস্টেম থাকবে।
ইনটেল কোর আই৩ প্রসেসরযুক্ত ৬৪ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার এ হাইব্রিড ট্যাবলেটটির র্যাম হবে ৪ গিগাবাইট। পেছনে ও সামনে উভয় দিকেই থাকবে ক্যামেরার সুবিধা। পেছনের ক্যামেরাটি হবে ৫ মেগাপিক্সেলের।
এসার জানিয়েছে, তথ্য ধারণক্ষমতার ওপর ভিত্তি করে এই হাইব্রিড ট্যাবলেটের দাম নির্ধারিত হবে। ৬৪ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার ‘আইকনিয়া ডব্লিউ ৭০০’ মডেলের দাম হবে ৮০০ ডলার, ১২৮ গিগাবাইট মডেলটির দাম হবে ৯০০ ডলার এবং ইনটেলের কোরআই৫ প্রসেসরযুক্ত ৬৪ গিগাবাইট মডেলটির দাম হবে এক হাজার ডলার।
আইকনিয়া একই অঙ্গে দুই রূপ! - প্রথম আলো
No comments:
Post a Comment