TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Sunday, October 7, 2012

রাজধানীতে ল্যাপটপ বিস্ফোরণে মৃত্যু!


রাজধানীতে মিরপুরের কাজীপাড়ায় ল্যাপটপ বিস্ফোরণে আহমেদ শওকত মাসুদ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টায় তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটি নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। আগুনে মাসুদের সারা শরীর পুড়ে যায়।
আহমেদ শওকত মাসুদের প্রতিবেশী ও তাঁর মামাতো ভাই কাজী জিয়াউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাতে ৮১১ পশ্চিম কাজীপড়ার বাসার দোতলায় নিজের শয়নকক্ষে ল্যাপটপ চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন মাসুদ। সকাল সাড়ে সাতটার দিকে ল্যাপটপটি বিস্ফোরিত হলে ওই কক্ষে আগুন ধরে যায়। এ সময় মাসুদ ঘুমিয়ে ছিলেন। আগুনে তাঁর সারা শরীর ঝলসে যায়। 
কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসে। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে মাসুদকে বের করা হয়। এরপর স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা না পেয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটি নেওয়া হয়। দুপুর পৌনে ১২টায় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে উপস্থিত মিরপুর থানার উপপরিদর্শক মল্লিক ফারুকুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হতে পারে।
প্রাথমিকভাবে জানা গেছে, মাসুদ বিবাহিত। ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। মাসুদের বাবার নাম বদরউদ্দিন আহমেদ। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

রাজধানীতে ল্যাপটপ বিস্ফোরণে মৃত্যু! - প্রথম আলো

No comments:

Post a Comment