TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Monday, October 1, 2012

বিয়ে করলেন রানি



যশরাজ ফিল্মস সেটে বলিউডের অভিনেত্রী রানি মুখার্জিকে সবাই ‘ভাবি’ বলেই ডাকেন। তবে যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে গোপনে বিয়ের খবরকে আবারও স্রেফ গুজব বলে উড়িয়ে দিলেন রানি।
‘আমি জানি না, আমার অগোচরে মানুষ আমায় কী বলে ডাকে। এ জন্য এ বিষয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না। তবে সবাইকে সাফ জানিয়ে দিতে চাই, আমার বিয়ে হয়নি।’ সম্প্রতি নিজের বিয়ে নিয়ে এমনই প্রতিক্রিয়া জানিয়েছেন রানি।
এখন পর্যন্ত বেশ কয়েকবার রানি ও তাঁর প্রেমিক আদিত্য চোপড়ার বিয়ের গুজবে সরগরম হয়েছে বলিউডপাড়া। সম্প্রতি আবারও এমন গুজব ডালপালা মেলায় যারপরনাই বিরক্ত রানি। তিনি বলেন, ‘চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে এ ধরনের গুজব ছড়ানোয় মত্ত রয়েছে গুটিকয়েক অসাধু মানুষ।’ এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ ব্যুরো। 
রানি আরও বলেন, ‘আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার অভিভাবকদের কাছে তাঁদের মেয়ের বিয়ে অনেক গুরুত্বপূর্ণ ও গর্বের বিষয়। আমার বিয়ে নিয়ে মিথ্যাচার কিংবা গোপনীয়তার কোনো প্রশ্নই ওঠে না। অনেক দিন থেকে আমার বিয়ে নিয়ে কল্পনাপ্রসূত নানা গল্প ফাঁদা হচ্ছে। এতে আমি ও আমার পরিবার হেয়প্রতিপন্ন হচ্ছি।’
বিয়ে সম্পর্কে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে রানি বলেন, ‘বিয়ে অনেক পবিত্র একটি বিষয়। প্রেম-ভালোবাসা নিয়ে অনেকে লুকোচুরি করার চেষ্টা করতে পারেন। কিন্তু বিয়ে কখনোই গোপন রাখা যায় না। বিয়ের সিদ্ধান্ত নিলে আমি নিজেই সবাইকে সেই খবর দেব।’


বিয়ের গুজব অস্বীকার করলেন রানি - প্রথম আলো

No comments:

Post a Comment