
জন গর্ডন ও সিনইয়া ইয়ামানাকা
স্টেম সেল গবেষণায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে চলতি বছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যের গবেষক স্যার জন গর্ডন ও জাপানের গবেষক সিনইয়া ইয়ামানাকা। আজ সোমবার এক খবরে জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যের স্যার জন গর্ডন এবং জাপানের গবেষক সিনইয়া ইয়ামানাকা এমন একটি পদ্ধতি নিয়ে কাজ করেছেন যে পদ্ধতিতে পূর্ণবয়স্ক কোষ থেকে প্রাথমিক স্টেম সেল তৈরি করা সম্ভব হয়েছে এবং এই প্রাথমিক স্টেম সেল বা কোষ থেকে পরবর্তীতে যে কোনো ধরনের টিস্যু বা কলা তৈরি করা সম্ভব।
১৯০১ সালে চিকিৎসাশাস্ত্রে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন এমিল ভন বোরহিং। বোরহিং মূলত ডিপথেরিয়া রোগের চিকিৎসায় সেরাম থেরাপি আবিষ্কারের জন্য এ পুরস্কারটি পেয়েছিলেন।
১৯০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ১০২ বারে মোট ১৯৯ জনকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। ২০১১ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ব্রুস বাটলার, ফ্রান্সের জুলস হফম্যান ও কানাডার রালফ স্টেইনম্যান।
প্রসঙ্গত, চিকিৎসাক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেয়া হয় স্টকহোমের ক্যারোলিনাস্কা ইনস্টিটিউট থেকে।
যুক্তরাজ্যের স্যার জন গর্ডন এবং জাপানের গবেষক সিনইয়া ইয়ামানাকা এমন একটি পদ্ধতি নিয়ে কাজ করেছেন যে পদ্ধতিতে পূর্ণবয়স্ক কোষ থেকে প্রাথমিক স্টেম সেল তৈরি করা সম্ভব হয়েছে এবং এই প্রাথমিক স্টেম সেল বা কোষ থেকে পরবর্তীতে যে কোনো ধরনের টিস্যু বা কলা তৈরি করা সম্ভব।
১৯০১ সালে চিকিৎসাশাস্ত্রে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন এমিল ভন বোরহিং। বোরহিং মূলত ডিপথেরিয়া রোগের চিকিৎসায় সেরাম থেরাপি আবিষ্কারের জন্য এ পুরস্কারটি পেয়েছিলেন।
১৯০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ১০২ বারে মোট ১৯৯ জনকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। ২০১১ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ব্রুস বাটলার, ফ্রান্সের জুলস হফম্যান ও কানাডার রালফ স্টেইনম্যান।
প্রসঙ্গত, চিকিৎসাক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেয়া হয় স্টকহোমের ক্যারোলিনাস্কা ইনস্টিটিউট থেকে।
চিকিৎসায় নোবেল পেলেন স্যার গর্ডন ও ইয়ামানাকা - প্রথম আলো
No comments:
Post a Comment