
গুগলের ‘প্রযুক্তি চশমা’ চমকের পর পরবর্তী চমক হতে পারে গুগলের হাতঘড়ি। ২ অক্টোবর যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আধুনিক প্রযুক্তির একটি হাতঘড়ির পেটেন্টের আবেদন করেছে গুগল। খবর প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের।
গুগলের পেটেন্ট আবেদন অনুসারে, গুগল হাতঘড়িটিতে থাকবে সময় দেখার সুবিধার পাশাপাশি আলাদা আরেকটি টাচস্ক্রিন পর্দা, যা ঘড়ির ঢাকনার পাশাপাশি আলাদা ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে। এ ডিসপ্লের সাহায্যে দিক নির্ণয় করা, কোনো তথ্য অনুসন্ধান করা, ই-মেইল-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, কোনো প্রযুক্তির পেটেন্ট করা হলেও অনেক ক্ষেত্রে তা পণ্য হিসেবে তৈরি করে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তবে মানুষের পরিধেয় প্রযুক্তিপণ্যের বিষয়ে গুগল ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে এবং প্রযুক্তি চশমার মতো পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে।
এ বছরের ৪ এপ্রিল বুধবার গুগল আনুষ্ঠানিকভাবে একটি ভিডিওর মাধ্যমে তাদের এ প্রযুক্তি চশমা বা গ্লাস আনার তথ্য দিয়েছে। গুগলের তৈরি এ চশমা খুবই পাতলা, যা কপালের ওপর লাগিয়ে রাখতে হয়। এর ডান কোনায় বসানো রয়েছে ছোট আরও একটি গ্লাস, যার মাধ্যমে ব্যবহারকারীর কাছে তথ্য পৌঁছায়। ব্যবহারকারী তাঁর চোখের সামনে ফুটে ওঠা অ্যাপ্লিকেশন কণ্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ছবি তোলা, ভিডিও করা, আবহাওয়ার তথ্য জানার মতো কাজগুলো করতে পারেন। প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, স্মার্টফোন ও ট্যাবলেটে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেভাবে ব্যবহূত হয়, গুগল হাতঘড়িতেও একই প্রযুক্তি ব্যবহূত হবে।
এদিকে ‘নিউইয়র্ক টাইমস’ জানিয়েছে, অ্যাপল, নাইকি, সনির মতো প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানগুলোও স্মার্ট হাতঘড়ি তৈরির কাজে হাত দিয়েছে। বর্তমানে নতুন প্রযুক্তির নিজস্ব ব্র্যান্ডের হাতঘড়ি বাজারে আনতে জি-শক, অ্যাপল, সনি, পেবল, নাইকির মতো এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান কাজ করছে।
প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, হাতঘড়ি তৈরির প্রতিযোগিতায় এবার নতুন প্রযুক্তি নিয়ে গুগল যোগ দিতে পারে।
গুগলের পেটেন্ট আবেদন অনুসারে, গুগল হাতঘড়িটিতে থাকবে সময় দেখার সুবিধার পাশাপাশি আলাদা আরেকটি টাচস্ক্রিন পর্দা, যা ঘড়ির ঢাকনার পাশাপাশি আলাদা ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে। এ ডিসপ্লের সাহায্যে দিক নির্ণয় করা, কোনো তথ্য অনুসন্ধান করা, ই-মেইল-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, কোনো প্রযুক্তির পেটেন্ট করা হলেও অনেক ক্ষেত্রে তা পণ্য হিসেবে তৈরি করে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। তবে মানুষের পরিধেয় প্রযুক্তিপণ্যের বিষয়ে গুগল ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে এবং প্রযুক্তি চশমার মতো পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে।
এ বছরের ৪ এপ্রিল বুধবার গুগল আনুষ্ঠানিকভাবে একটি ভিডিওর মাধ্যমে তাদের এ প্রযুক্তি চশমা বা গ্লাস আনার তথ্য দিয়েছে। গুগলের তৈরি এ চশমা খুবই পাতলা, যা কপালের ওপর লাগিয়ে রাখতে হয়। এর ডান কোনায় বসানো রয়েছে ছোট আরও একটি গ্লাস, যার মাধ্যমে ব্যবহারকারীর কাছে তথ্য পৌঁছায়। ব্যবহারকারী তাঁর চোখের সামনে ফুটে ওঠা অ্যাপ্লিকেশন কণ্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ছবি তোলা, ভিডিও করা, আবহাওয়ার তথ্য জানার মতো কাজগুলো করতে পারেন। প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, স্মার্টফোন ও ট্যাবলেটে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেভাবে ব্যবহূত হয়, গুগল হাতঘড়িতেও একই প্রযুক্তি ব্যবহূত হবে।
এদিকে ‘নিউইয়র্ক টাইমস’ জানিয়েছে, অ্যাপল, নাইকি, সনির মতো প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানগুলোও স্মার্ট হাতঘড়ি তৈরির কাজে হাত দিয়েছে। বর্তমানে নতুন প্রযুক্তির নিজস্ব ব্র্যান্ডের হাতঘড়ি বাজারে আনতে জি-শক, অ্যাপল, সনি, পেবল, নাইকির মতো এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান কাজ করছে।
প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, হাতঘড়ি তৈরির প্রতিযোগিতায় এবার নতুন প্রযুক্তি নিয়ে গুগল যোগ দিতে পারে।
গুগল হাতঘড়ি!
No comments:
Post a Comment