
শাহরুখ খান ও প্রিয়াংকা চোপড়া
খুব বেশি দিন হয়নি যখন শাহরুখ খান ও প্রিয়াংকা চোপড়ার ঘনিষ্ঠতার খবরে তোলপাড় উঠেছিল বলিউডপাড়ায়। অবশ্য শাহরুখপত্নী গৌরী খানের কঠোর অবস্থানের কারণে নিজেদের সম্পর্কে দেয়াল তুলতে বাধ্য হয়েছিলেন শাহরুখ-প্রিয়াংকা। কিন্তু সম্প্রতি এক খবরে জি-নিউজ দাবি করেছে, আবারও সেই দেয়াল ভেঙে কাছাকাছি এসেছেন তাঁরা। শুধু তা-ই নয়, বিষয়টি গোপন করারও সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলিউডের এই দুই তারকা।
অনেক দিন থেকেই নিজের প্রথম অডিও অ্যালবামের কাজ করছেন প্রিয়াংকা। অ্যালবামটি মুক্তি পাবে এ বছরের ডিসেম্বরে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সেই অ্যালবামের একটি গান ‘ইন মাই সিটি’। এই গানের মাধ্যমেই সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন প্রিয়াংকা। এরই মধ্যে আইটিউনসের সেরা ১০০ গানের তালিকায় নাম লিখিয়েছে ‘ইন মাই সিটি’।
এ জন্য প্রিয়াংকাকে শুভকামনা জানিয়ে শাহরুখ এক টুইটার বার্তায় লেখেন, ‘আশা করছি তোমার প্রথম অডিও অ্যালবাম অনেক ভালো করবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। অ্যালবামটি কেনার সময় আমি ছাড় পাব তো!’ এর জবাবে পালটা টুইটে শাহরুখকে ধন্যবাদ জানান প্রিয়াংকা।
বন্ধু ও সহকর্মী হিসেবে শাহরুখ এবং প্রিয়াংকা টুইটারে শুভেচ্ছা বার্তা বিনময় করতেই পারেন। কিন্তু যে বিষয়টি সবার ভেতর খটকা তৈরি করেছে সেটা হলো, টুইটারে এই বার্তা চালাচালির কিছুক্ষণ পরই নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে বার্তাগুলো মুছে ফেলেন শাহরুখ এবং প্রিয়াংকা। এই লুকোচুরির কারণে আবারও তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে নানা গল্প ডালপালা মেলতে শুরু করেছে বলিউডপাড়ায়।
অনেক দিন থেকেই নিজের প্রথম অডিও অ্যালবামের কাজ করছেন প্রিয়াংকা। অ্যালবামটি মুক্তি পাবে এ বছরের ডিসেম্বরে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সেই অ্যালবামের একটি গান ‘ইন মাই সিটি’। এই গানের মাধ্যমেই সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন প্রিয়াংকা। এরই মধ্যে আইটিউনসের সেরা ১০০ গানের তালিকায় নাম লিখিয়েছে ‘ইন মাই সিটি’।
এ জন্য প্রিয়াংকাকে শুভকামনা জানিয়ে শাহরুখ এক টুইটার বার্তায় লেখেন, ‘আশা করছি তোমার প্রথম অডিও অ্যালবাম অনেক ভালো করবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। অ্যালবামটি কেনার সময় আমি ছাড় পাব তো!’ এর জবাবে পালটা টুইটে শাহরুখকে ধন্যবাদ জানান প্রিয়াংকা।
বন্ধু ও সহকর্মী হিসেবে শাহরুখ এবং প্রিয়াংকা টুইটারে শুভেচ্ছা বার্তা বিনময় করতেই পারেন। কিন্তু যে বিষয়টি সবার ভেতর খটকা তৈরি করেছে সেটা হলো, টুইটারে এই বার্তা চালাচালির কিছুক্ষণ পরই নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে বার্তাগুলো মুছে ফেলেন শাহরুখ এবং প্রিয়াংকা। এই লুকোচুরির কারণে আবারও তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে নানা গল্প ডালপালা মেলতে শুরু করেছে বলিউডপাড়ায়।
শাহরুখ-প্রিয়াংকার লুকোচুরি! - প্রথম আলো
No comments:
Post a Comment