
স্টিভ জবসের ভাস্কর্য
প্রযুক্তি পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা প্রয়াত স্টিভ জবস-এর একটি ভাস্কর্য উন্মোচিত হয়েছে ইউক্রেনের ওডেশা শহরে। দুই মিটার উচ্চতার ‘হাত’সদৃশ স্টিভ জবসের ইস্পাতের মূর্তিটির মাঝামাঝি স্থানে একটি ফাঁকা স্থানে রয়েছে অ্যাপলের ট্রেডমার্ক লোগোটি। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।
ওডিশার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, স্টিভ জবসকে নিয়ে তৈরি বিশ্বের দ্বিতীয় ভাস্কর্য এটি। ২০০ কেজি ওজনের এ ভাস্কর্যটির নাম দেওয়া হয়েছে ‘থ্যাংকস, স্টিভ!’। এ ভাস্কর্যটি নির্মাণ করছেন ইউক্রেনের ভাস্কর কিরিল মাকসিমেঙ্কো।
ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে মাকসিমেঙ্কো বলেন, মানুষের সঙ্গে কথা বলার সময় স্টিভের বিশেষ একটি ভঙ্গি এ ভাস্কর্যে ফুটে উঠেছে। তাঁর হাতের তালুর একটি ভঙ্গি ফুটিয়ে তুলতে গাড়ির বাতিল যন্ত্রাংশ ও ধাতু ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ ভাস্কর্যটিতে রাতের বেলা নিয়মিত নীল ও সাদা আলোকসজ্জা করা হবে।’
৫ অক্টোবর স্টিভ জবসের প্রথম মৃত্যুবার্ষিকীতে এ ভাস্কর্যটি উন্মোচিত হয়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ৫ অক্টোবর স্টিভ জবস মারা যান। তাঁর মৃত্যুর পর হাঙ্গেরির বুদাপেস্টে স্টিভ জবসের একটি ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এ ছাড়া ব্রাজিলের জুন্দাই শহরে একটি রাস্তার নামকরণও করা হয়েছে প্রয়াত স্টিভ জবসের নামানুসারে।
ওডিশার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, স্টিভ জবসকে নিয়ে তৈরি বিশ্বের দ্বিতীয় ভাস্কর্য এটি। ২০০ কেজি ওজনের এ ভাস্কর্যটির নাম দেওয়া হয়েছে ‘থ্যাংকস, স্টিভ!’। এ ভাস্কর্যটি নির্মাণ করছেন ইউক্রেনের ভাস্কর কিরিল মাকসিমেঙ্কো।
ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে মাকসিমেঙ্কো বলেন, মানুষের সঙ্গে কথা বলার সময় স্টিভের বিশেষ একটি ভঙ্গি এ ভাস্কর্যে ফুটে উঠেছে। তাঁর হাতের তালুর একটি ভঙ্গি ফুটিয়ে তুলতে গাড়ির বাতিল যন্ত্রাংশ ও ধাতু ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ ভাস্কর্যটিতে রাতের বেলা নিয়মিত নীল ও সাদা আলোকসজ্জা করা হবে।’
৫ অক্টোবর স্টিভ জবসের প্রথম মৃত্যুবার্ষিকীতে এ ভাস্কর্যটি উন্মোচিত হয়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ৫ অক্টোবর স্টিভ জবস মারা যান। তাঁর মৃত্যুর পর হাঙ্গেরির বুদাপেস্টে স্টিভ জবসের একটি ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এ ছাড়া ব্রাজিলের জুন্দাই শহরে একটি রাস্তার নামকরণও করা হয়েছে প্রয়াত স্টিভ জবসের নামানুসারে।
ভাস্কর্যের নাম ‘থ্যাংকস, স্টিভ!’ - প্রথম আলো
No comments:
Post a Comment