TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Sunday, October 7, 2012

ভাস্কর্যের নাম ‘থ্যাংকস, স্টিভ!’



স্টিভ জবসের ভাস্কর্য
স্টিভ জবসের ভাস্কর্য
প্রযুক্তি পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা প্রয়াত স্টিভ জবস-এর একটি ভাস্কর্য উন্মোচিত হয়েছে ইউক্রেনের ওডেশা শহরে। দুই মিটার উচ্চতার ‘হাত’সদৃশ স্টিভ জবসের ইস্পাতের মূর্তিটির মাঝামাঝি স্থানে একটি ফাঁকা স্থানে রয়েছে অ্যাপলের ট্রেডমার্ক লোগোটি। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।
ওডিশার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, স্টিভ জবসকে নিয়ে তৈরি বিশ্বের দ্বিতীয় ভাস্কর্য এটি। ২০০ কেজি ওজনের এ ভাস্কর্যটির নাম দেওয়া হয়েছে ‘থ্যাংকস, স্টিভ!’। এ ভাস্কর্যটি নির্মাণ করছেন ইউক্রেনের ভাস্কর কিরিল মাকসিমেঙ্কো।
ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে মাকসিমেঙ্কো বলেন, মানুষের সঙ্গে কথা বলার সময় স্টিভের বিশেষ একটি ভঙ্গি এ ভাস্কর্যে ফুটে উঠেছে। তাঁর হাতের তালুর একটি ভঙ্গি ফুটিয়ে তুলতে গাড়ির বাতিল যন্ত্রাংশ ও ধাতু ব্যবহার করে তৈরি করা হয়েছে। এ ভাস্কর্যটিতে রাতের বেলা নিয়মিত নীল ও সাদা আলোকসজ্জা করা হবে।’
৫ অক্টোবর স্টিভ জবসের প্রথম মৃত্যুবার্ষিকীতে এ ভাস্কর্যটি উন্মোচিত হয়েছে। অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১১ সালের ৫ অক্টোবর স্টিভ জবস মারা যান। তাঁর মৃত্যুর পর হাঙ্গেরির বুদাপেস্টে স্টিভ জবসের একটি ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এ ছাড়া ব্রাজিলের জুন্দাই শহরে একটি রাস্তার নামকরণও করা হয়েছে প্রয়াত স্টিভ জবসের নামানুসারে।


ভাস্কর্যের নাম ‘থ্যাংকস, স্টিভ!’ - প্রথম আলো

No comments:

Post a Comment