TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Sunday, October 6, 2013

প্রযুক্তি উদ্যোক্তাদের বিচিত্র যত শখ!

শখ করে মানুষ কতো কিছু করে। কেউ ঘুড়ি ওড়ান কিংবা পায়রা, কেউবা ছোটেন রোমাঞ্চের পেছনে। প্রযুক্তি উদ্যোক্তাদেরও রয়েছে আজব সব শখ। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানরা যে কেবল প্রযুক্তি নিয়েই ব্যস্ত থাকেন তা নয়, তাঁদেরও রয়েছে বিচিত্র সব শখ। এমনই একজন বিচিত্র শখের মানুষ ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন। তাঁর শখ হচ্ছে বড় বড় নৌকা বা ইয়ট সংগ্রহ করা। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে একটি দ্বীপও কিনেছেন তিনি। তাঁর সংগ্রহে রয়েছে বেশ কয়েকটি বড় বড় ইয়ট। ১৮০ ফুট দৈর্ঘ্যের ‘সায়োনারা’ নামের একটি রেসিং ইয়ট নিয়ে তাঁকে অনেক সময় প্রতিযোগিতায় নামতেও দেখা গেছে। আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের শখ প্রাচীন ঘড়িতে। তিনি একটি প্রাচীন ঘড়ি পুনর্নিমাণ করছেন। ২০০ ফুট উচ্চতার এ ঘড়িতে সেকেন্ড, মিনিট, ঘণ্টার পাশাপাশি দিন, মাস, বছর ও সহস্রাব্দের হিসেবও থাকবে। ঘড়িটি তৈরি করতে খরচ হবে প্রায় চার কোটি ২০ লাখ ডলার। প্রযুক্তি উদ্যোক্তা জেফ বেজোস তাঁর এ শখের ঘড়িটিকে ১০ হাজার বছরেরও বেশি সময় টিকিয়ে রাখার পরিকল্পনা করেছেন। ঘড়িটির নামও হবে তাই ‘দ্য ১০,০০০ ইয়ার ক্লক’। পশ্চিম টেক্সাসের পাহাড়ি অঞ্চলে ঘড়িটি নির্মাণের পরিকল্পনা করেছেন বেজোস। মারিসা মেয়ার শখ ব্যালে নাচএওএল ডটকমের প্রধান নির্বাহী টিম আর্মস্ট্রংয়ের শখ ফুটবল খেলা। ইউনাইটেড ফুটবল লিগের প্রতিষ্ঠাতা তিনি। শিশুদের নিয়ে গড়া একটি ফুটবল টিমে শখের প্রশিক্ষক হিসেবেও দেখা যায় এই উদ্যোক্তাকে। গোড্যাডি নামের ডোমেইন নিবন্ধন সংক্রান্ত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব পারসান্সের একটি দুর্ধর্ষ শখ হাতি শিকার করা। তাঁর এ শখ নিয়ে অনেক সময়ই নানা খবর হতে হয় তাঁকে। সিসকো সিস্টেমের সহ-প্রতিষ্ঠাতা স্যান্ডি লার্নারের শখ ঘোড়দৌড়ের। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ৮০০ একরের ফার্ম হাউজ তৈরি করেছেন তিনি। সাইকেল চালান টিম কুক অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের গাড়ির প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে। গাড়ির খুঁটি-নাটি খুঁত বের করা তার শখ। এ ছাড়াও তিনি নতুন নতুন স্মার্টফোন সংগ্রহ করতে ভালোবাসেন। নতুন কোনো স্মার্টফোন বাজারে এলে সর্বপ্রথম ক্রেতা হিসেবে নিজেকে দেখতে চান তিনি। অনেক ক্ষেত্রে স্মার্টফোন সংগ্রহের জন্য সবার আগে ক্রেতার সারিতে দাঁড়াতে দেখা গেছে তাঁকে। তাঁর এ শখটির কথা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো জানতে পেরেছে বলে আগেভাগেই প্রথম স্মার্টফোনটি হাতে পান তিনি। ‘জকডক’ নামের স্বাস্থ্যবিষয়ক একটি সাইটের প্রতিষ্ঠাতা নিক গানজুর শখ হচ্ছে পার্কে বসে গিটার বাজানো। ক্লাউড শেয়ারিং প্রতিষ্ঠান ‘বক্স’-এর প্রধান নির্বাহী অ্যারন লেভির শখ হচ্ছে জাদু দেখানো। ‘লট১৮’ নামের সাইটটির উদ্যোক্তা ফিলিপ জেমসের শখ হচ্ছে পর্বতারোহণ ও বাইকিং। গেমিং কোম্পানি আরকাডিয়ামের প্রধান নির্বাহী কেনি রোজেনব্ল্যাটের শখ বাগান করা। তিনি একটি বিশাল সবজি বাগান করেছেন। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ শখের বশেই ফেসবুক তৈরি করেছিলেন। এখন তাঁর শখ সম্পর্কে ফেসবুকের পাতায় লিখে রেখেছেন মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে অবাধ তথ্যপ্রবাহ নিয়ে কাজ করা। যদিও জাকারবার্গ এখন নিরামিষভোজী আগে তিনি নিজের শিকার করা পশুর মাংস খেতেন । তিনি শখ করে মাঝে-মধ্যে কোট-টাই পরেন। গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের শখ হচ্ছে কাইট বোর্ডিং করা। আকাশে ঘুড়ি উড়িয়ে দিয়ে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে সমুদ্রে ছুটে বেড়াতে ভালোবাসেন তিনি। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক স্বাস্থ্যসচেতন একজন ব্যক্তি। তিনি নিয়মিত হাঁটাহাঁটি করেন এবং সাইকেল চালাতে ভালোবাসেন। ‘হাইকিং’ তাঁর শখ। ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ারের শখ ব্যালে নাচের। ধ্রুপদী ব্যালে নাচে পারদর্শী তিনি। এ ছাড়াও হাতঘড়ি ও ব্যাগ সংগ্রহেও তাঁর আগ্রহ রয়েছে।

No comments:

Post a Comment