পর্যটকদের থাকার জন্য নতুন একটি হোটেলের নকশা করেছেন অস্ট্রিয়ার নকশাবিদেরা। পর্যটন-ব্যবসার কথা মাথায় রেখে অস্ট্রিয়ায় তৈরি হচ্ছে মোবাইল হোটেল বা স্থানান্তরযোগ্য সুদৃশ্য হোটেল। অস্ট্রিয়ার প্রতিষ্ঠান স্টুডিও ডাব্লিউজি৩ ‘হাইপারকিউবাস’ নামের স্থানান্তরযোগ্য ক্ষুদ্র এই হোটেল তৈরি করেছে। অল্প পরিসরে, সহজলভ্য উপকরণ ব্যবহার করে তৈরি এই হোটেল দুজনের থাকার উপযোগী। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।
স্টুডিও ডাব্লিউজি৩ জানিয়েছে, হাইপারকিউবাস হোটেলটি যেকোনো ফাঁকা স্থানেই বসানো যায়। এতে দুজনের উপযোগী বিছানা ও বাথরুমের ব্যবস্থা আছে। তবে রান্নার জন্য আলাদা কোনো স্থান এ হোটেলে নেই। অস্ট্রিয়ার স্টেইরিয়ায় অবস্থিত এ মোবাইল হোটেলটির ভেতরে রয়েছে আধুনিক সাজসজ্জা।
স্টুডিও ডাব্লিউজি৩-এর নকশাবিদেরা জানিয়েছেন, এ ধরনের নকশার মোবাইল হোটেল পর্যটকদের বেশি আকর্ষণ করতে পারে। এ হোটেলটির ভেতরে তিনটি অংশ রয়েছে। বসার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এর পাশে কাচ দিয়ে ঘেরা বাথরুম। আর ওপরে শয়ন করার ও প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আলাদাভাবে একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে।
যেসব পর্যটক স্বল্প সময়ের জন্য হোটেলের খোঁজ করেন, তাঁদের জন্য মোবাইল হোটেল হতে পারে আদর্শ ব্যবস্থা। নির্মাতারা জানিয়েছেন, এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠান উপলক্ষেও এ ধরনের মোবাইল হোটেল তৈরি করা যেতে পারে।
স্টুডিও ডাব্লিউজি৩ জানিয়েছে, হাইপারকিউবাস হোটেলটি যেকোনো ফাঁকা স্থানেই বসানো যায়। এতে দুজনের উপযোগী বিছানা ও বাথরুমের ব্যবস্থা আছে। তবে রান্নার জন্য আলাদা কোনো স্থান এ হোটেলে নেই। অস্ট্রিয়ার স্টেইরিয়ায় অবস্থিত এ মোবাইল হোটেলটির ভেতরে রয়েছে আধুনিক সাজসজ্জা।
স্টুডিও ডাব্লিউজি৩-এর নকশাবিদেরা জানিয়েছেন, এ ধরনের নকশার মোবাইল হোটেল পর্যটকদের বেশি আকর্ষণ করতে পারে। এ হোটেলটির ভেতরে তিনটি অংশ রয়েছে। বসার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এর পাশে কাচ দিয়ে ঘেরা বাথরুম। আর ওপরে শয়ন করার ও প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আলাদাভাবে একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে।
যেসব পর্যটক স্বল্প সময়ের জন্য হোটেলের খোঁজ করেন, তাঁদের জন্য মোবাইল হোটেল হতে পারে আদর্শ ব্যবস্থা। নির্মাতারা জানিয়েছেন, এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠান উপলক্ষেও এ ধরনের মোবাইল হোটেল তৈরি করা যেতে পারে।
No comments:
Post a Comment