TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Friday, August 10, 2012

কাঠের তৈরি কম্পিউটার!

http://prothom-alo.com/detail/news/280829
কম্পিউটার থেকে কার্বনের নিঃসরণ কমানোর লক্ষ্যে পরিবেশবান্ধব কম্পিউটার তৈরি করছে আয়ারল্যান্ডের প্রতিষ্ঠান মাইক্রোপ্রো। ‘আইএমইকো পিসি’ নামের পরিবেশবান্ধব এই টাচস্ক্রিন কম্পিউটার কাঠের তৈরি। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।
নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোপ্রোর দাবি, এই কম্পিউটারটির ৯৮ শতাংশ রিসাইকেল করা যায়। কম্পিউটারটিতে কাঠের তৈরি কাঠামোর সঙ্গে টাচস্ক্রিন যুক্ত করা হয়েছে। কম্পিউটারের ফ্যানের পরিবর্তে কপার পাইপের বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে, এর ফলে এতে শব্দ হয় না। এটি সাধারণ কম্পিউটারের তুলনায় ৭০ শতাংশ কম কার্বন নিঃসরণ করে।
জার্মান বিজ্ঞানী আলেকজান্ডার স্লসারের নকশা করা এই কম্পিউটার ইউরোপিয়ান ইউনিয়ন ইকোলেবেল ‘ফ্লাওয়ার’ পুরস্কার জিতেছে।
আলেকজান্ডার স্লসার পরিবেশবান্ধব এ কম্পিউটার প্রসঙ্গে জানিয়েছেন, টাচস্ক্রিনের এই কম্পিউটারটি খুব কম শক্তিতে চলে। আইএমইকো পিসির পর কাঠের তৈরি ল্যাপটপ তৈরি করার ঘোষণাও দিয়েছেন তিনি।

No comments:

Post a Comment