TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Monday, August 20, 2012

সালমান-ক্যাটরিনার সিক্যুয়েল নয়! (ভিডিও)



সালমান ও ক্যাটরিনা এখন বেশ কাছাকাছি এসেছেন। ক্যাটরিনার সিঁথিতে সিঁদুর দেখে অনেকেই নানা মন্তব্য করেছেন দুজনকে নিয়ে। দুই ভুবনের এ দুই বাসিন্দাকে অবশ্য কাছে এনেছে যশ রাজ ফিল্মসের রোমান্টিক থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘এক থা টাইগার’। সালমান-ক্যাটরিনার দুর্দান্ত অভিনয়ে চলচ্চিত্রটি বক্স অফিসে সুপারহিট। এবার কি দুজনকে নিয়ে ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল হচ্ছে? সালমান-ক্যাটরিনার সাম্প্রতিক ঘনিষ্ঠতা আর ‘এক থা টাইগার’-এর সাফল্য—সব মিলিয়ে চলচ্চিত্রের সিক্যুয়েলকে হিট করানোর সব উপকরণও মজুদ। কিন্তু কী ভাবছেন পরিচালক কবির খান? তিনি ‘এক থা টাইগার’ চলচ্চিত্রের সিক্যুয়েল তৈরির সব গুজব উড়িয়ে দিয়েছেন।
পিটিআই জানিয়েছে, গুজব ছড়িয়েছিল যে ‘এক থা টাইগার’ বক্স অফিসে সুপারহিট হওয়ার পরিপ্রেক্ষিতে শিগগিরই এ চলচ্চিত্রের সিক্যুয়েলের কাজে হাত দেবেন কবির খান। এমনকি সিক্যুয়েলের নামও ঠিক হয়েছিল। তবে বিষয়টিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়ে চলচ্চিত্রের পরিচালক বলেন, ‘সালমান অভিনীত ছবিটির সিক্যুয়েলের সুযোগ থাকলেও আমরা এটা নিয়ে কোনো কিছুই ভাবিনি। এর কোনো ধারণাও মাথায় নেই।’
পরিচালকের সুরেই সুর মিলিয়েছে চলচ্চিত্রটির নির্মাতা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্রটির সাফল্য অবশ্যই এর সিক্যুয়েল দাবি করে। তবে এ মুহূর্তে এর সিক্যুয়েল তৈরির কোনো পরিকল্পনা নেই যশ রাজ ফিল্মসের। 
১৫ আগস্ট মুক্তি পেয়েছে রোমান্টিক থ্রিলারধর্মী ‘এক থা টাইগার’। চলচ্চিত্রটি প্রথম দিনেই ৩৩ কোটি রুপি আয় করেছে। তবে এর কাহিনির কিছু অংশ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে যাওয়া অভিযোগে চলচ্চিত্রটি পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে।

No comments:

Post a Comment