স্যামসাং বাংলাদেশে নিয়ে এল ‘গ্যালাক্সি এস ৩’ (ভিডিও)
মিন্টু হোসেন |

চুন সু মুন
দেশে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্মার্টফোন স্যামসাং ‘গ্যালাক্সি এস ৩’। স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন ‘গ্যালাক্সি এস ৩’ স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দেন।
১৫ জুন থেকে পাওয়া যাবে স্যামসাং ‘গ্যালাক্সি এস ৩’। স্মার্টফোন ও ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের নতুন পণ্য হিসেবে এই স্মার্টফোনটি বাজারে এনেছে। সি.এস. মুন প্রথম আলো ডটকমকে জানান, ‘এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ স্মার্টফোন গ্যালাক্সি এস ৩। স্মার্ট অপারেটিং সিস্টেম ও অত্যাধুনিক ফিচারযুক্ত স্মার্টফোন নিঃসন্দেহে সারাবিশ্বের মত বাংলাদেশেও জনপ্রিয় হবে।’
৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলড ডিসপ্লেযুক্ত এই স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ৪.০.৪।
স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড কোর এক্সিনস ৪২১২ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, উন্নত ব্যাটারি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও থ্রিজি সুবিধা।
১৩৩ গ্রাম ওজন ও ৮ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটিতে ফিচার হিসেবে রয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি, পেছনের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৮ মেগাপিক্সেল ও সামনের দিকে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, ‘এস ভয়েস’ নামে ভয়েস কন্ট্রোল প্রযুক্তি।
দেশে এই স্মার্টফোনটির দাম পড়বে সাড়ে ৬৭ হাজার টাকা।
স্মার্টফোনটির দাম এতে বেশি কেনো জানতে চাইলে মুন বলেন, আধুনিক প্রযুক্তির সমন্বয়ের কারণে দামটা বেশি।
দাম বেশি হলেও অন্যান্য স্মার্টফোনের তুলনায় এ স্মার্টফোনটি সব দিক থেকে এগিয়ে এবং ভবিষ্যতে উইন্ডোজ মোবাইল ফোন বা আইফোনের নতুন সংস্করণের সঙ্গেও গ্যালাক্সি এস ৩ প্রতিযোগিতা করতে সক্ষম বলে বিশেষ এক সাক্ষাত্কারে জানিয়েছের মুন।
১৫ জুন থেকে পাওয়া যাবে স্যামসাং ‘গ্যালাক্সি এস ৩’। স্মার্টফোন ও ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের নতুন পণ্য হিসেবে এই স্মার্টফোনটি বাজারে এনেছে। সি.এস. মুন প্রথম আলো ডটকমকে জানান, ‘এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ স্মার্টফোন গ্যালাক্সি এস ৩। স্মার্ট অপারেটিং সিস্টেম ও অত্যাধুনিক ফিচারযুক্ত স্মার্টফোন নিঃসন্দেহে সারাবিশ্বের মত বাংলাদেশেও জনপ্রিয় হবে।’
৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলড ডিসপ্লেযুক্ত এই স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ৪.০.৪।
স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড কোর এক্সিনস ৪২১২ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, উন্নত ব্যাটারি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও থ্রিজি সুবিধা।
১৩৩ গ্রাম ওজন ও ৮ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটিতে ফিচার হিসেবে রয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি, পেছনের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৮ মেগাপিক্সেল ও সামনের দিকে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, ‘এস ভয়েস’ নামে ভয়েস কন্ট্রোল প্রযুক্তি।
দেশে এই স্মার্টফোনটির দাম পড়বে সাড়ে ৬৭ হাজার টাকা।
স্মার্টফোনটির দাম এতে বেশি কেনো জানতে চাইলে মুন বলেন, আধুনিক প্রযুক্তির সমন্বয়ের কারণে দামটা বেশি।
দাম বেশি হলেও অন্যান্য স্মার্টফোনের তুলনায় এ স্মার্টফোনটি সব দিক থেকে এগিয়ে এবং ভবিষ্যতে উইন্ডোজ মোবাইল ফোন বা আইফোনের নতুন সংস্করণের সঙ্গেও গ্যালাক্সি এস ৩ প্রতিযোগিতা করতে সক্ষম বলে বিশেষ এক সাক্ষাত্কারে জানিয়েছের মুন।
No comments:
Post a Comment