TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Monday, July 16, 2012

বৃহস্পতি'র গ্যানিমিড জয়ের ছক কষছেন নভোচারীরা


বৃহস্পতি'র গ্যানিমিড জয়ের ছক কষছেন নভোচারীরা

রাশিয়ার ফেডারেল স্পেস এজেন্সি রসকসমস এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)-এর গবেষকরা মহাকাশ গবেষণার পরবর্তী লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন বৃহস্পতি গ্রহকে। বৃহস্পতির অন্যতম চাঁদ গ্যানিমিড জয়ের পরিকল্পনা করছেন তারা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

রসকসমস এবং ইএসএ-এর গবেষকরা সম্প্রতি মস্কোতে আয়োজিত এক সভায় চাঁদ বিষয়ে গবেষণা এবং বৃহস্পতি গ্রহে মহাকাশ মিশনের পরবর্তী পরিকল্পনা করা হয়েছে।

পরিকল্পনা অনুসারে চন্দ্রাভিযান পরিচালনা করা হবে ২০১৬-২০২০ সালের মধ্যে আর ২০২০ সালের পরে শুরু হবে বৃহস্পতি মিশন। তবে, প্রথমে বৃহস্পতির চাঁদ গ্যানিমিড জয় করার পরিকল্পনা করছেন গবেষকরা।

এ প্রকল্পের কারিগরি বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তবে, গবেষকরা আশা করছেন রাশিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন একযোগে তাদের প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হবে।

No comments:

Post a Comment