
পরিচালক ও নির্মাতা স্টিভেন স্পিলবার্গের বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর ‘মাইনরিটি রিপোর্ট’ নামের চলচ্চিত্রে দেখানো সফটওয়্যারটি এবারে বাস্তবের মুখ দেখছে।
চলচ্চিত্রের প্রধান চরিত্রের ভূমিকায় টম ক্রুজ বিশাল একটি স্ক্রিনে হাতের অঙ্গভঙ্গি করে যেভাবে দ্রুত ভিডিও চালিয়েছিলেন এ সফটওয়্যারটি সেভাবেই কাজ করবে। সফটওয়্যারটির নির্মাতা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক জন আন্ডারকফলার। সফটওয়্যারটি বাজারে আনবে লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রতিষ্ঠান অবলং ইন্ডাস্ট্রিজ। এক খবরে এ তথ্য জানিয়েছে ইসায়েন্সনিউজ।
অবলংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কুউইন ক্র্যামার জানিয়েছেন, সফটওয়্যারটি বিশাল তথ্যভান্ডার থেকে দ্রুত তথ্য অনুসন্ধান করতে পারে। স্মার্টফোন, ট্যাবলেট বা বড় ধরনের কোনো ডিসপ্লে ব্যবহার করে যেখানে ভিডিও কনফারেন্স করা হয় সব ধরনের তথ্যই জোগাড় করতে পারে এ সফটওয়্যারটি। ভবিষ্যতে একাধিক স্ক্রিন ব্যবহারকারী, একাধিক ডিভাইস ব্যবহারকারীর জন্য এ সফটওয়্যারটির গুরুত্ব বেড়ে যাবে।
চলচ্চিত্রের প্রধান চরিত্রের ভূমিকায় টম ক্রুজ বিশাল একটি স্ক্রিনে হাতের অঙ্গভঙ্গি করে যেভাবে দ্রুত ভিডিও চালিয়েছিলেন এ সফটওয়্যারটি সেভাবেই কাজ করবে। সফটওয়্যারটির নির্মাতা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক জন আন্ডারকফলার। সফটওয়্যারটি বাজারে আনবে লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রতিষ্ঠান অবলং ইন্ডাস্ট্রিজ। এক খবরে এ তথ্য জানিয়েছে ইসায়েন্সনিউজ।
অবলংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কুউইন ক্র্যামার জানিয়েছেন, সফটওয়্যারটি বিশাল তথ্যভান্ডার থেকে দ্রুত তথ্য অনুসন্ধান করতে পারে। স্মার্টফোন, ট্যাবলেট বা বড় ধরনের কোনো ডিসপ্লে ব্যবহার করে যেখানে ভিডিও কনফারেন্স করা হয় সব ধরনের তথ্যই জোগাড় করতে পারে এ সফটওয়্যারটি। ভবিষ্যতে একাধিক স্ক্রিন ব্যবহারকারী, একাধিক ডিভাইস ব্যবহারকারীর জন্য এ সফটওয়্যারটির গুরুত্ব বেড়ে যাবে।
No comments:
Post a Comment