TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Monday, July 16, 2012

টয়লেট দেবতাকে তুষ্ট করতে..


টয়লেট দেবতাকে তুষ্ট করতে...

টয়লেট দেবতা বলে একজন দেবতা আছেন বলেই জাপানিরা বিশ্বাস করে। আর সে দেবতাকে তুষ্ট করতে পারে এমনই একটি কমোড তৈরি করেছে জাপানি ইনটেরিয়র-ফিক্সারস নির্মাতা লিক্সিল। খবর ইয়াহু অনলাইন-এর।

লিক্সিল তাদের আইন্যাক্স ব্র্যান্ডের কমোড তৈরিতে ৭২ হাজার সারোভস্কি ক্রিস্টাল ব্যবহার করেছে। ১ লাখ ৩০ হাজার ডলার দামের এ ক্রিস্টাল ব্যবহার করে তৈরি কমোডের নাম ‘দ্য সাটিস লু’।

টোকিও’র শোরুমে দামী এ কমোডটি ডিসপ্লে করছে প্রতিষ্ঠানটি।

লিক্সিল-এর সিইও সিনতারো কাই জানিয়েছেন, ‘২০১১ সালটি সুনামি এবং ভূমিকম্প জাপানিদের জন্য অনেক কষ্টকর ছিলো। তাই ক্রিসমাসের আগে সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা হিসেবেই এ টয়লেট তৈরি করা হয়েছে।’

উল্লেখ্য, জাপানের তৈরি টয়লেট সর্বাধুনিক প্রযুক্তির জন্য বিখ্যাত। কারণ জাপানের তৈরি টয়লেটে সাধারণত স্বয়ংক্রিয় লিড খোলার ব্যবস্থা, মানানসই স্প্রে এবং রিমোট কন্ট্রোল ব্যবস্থা থাকে। আর সাটিস মডেলের টয়লেটে প্রতি ফ্ল্যাশে ১ গ্যালন পানি স্প্রে হয়। এ ছাড়াও বেশ কিছু মডেলের টয়লেটে রয়েছে এমপি থ্রি, কথা বলার মতো প্রযুক্তিও।

প্রচলিত জাপানি বিশ্বাস অনুসারে একজন ‘টয়লেট গড’ রয়েছেন। এই শিন্টো গডের আবাস কমোডে। বাথরুম পরিষ্কার রাখলে তিনি খুশি হন এবং তিনি সৌন্দর্য বাড়িয়ে দেন। নতুন আইন্যাক্স ক্রিস্টাল কমোড দেখে তিনি হয়তো খুশি হবেন বলেই লিক্সিল-এর ধারণা।

No comments:

Post a Comment