TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Sunday, July 22, 2012

‘রমজান’ মাসে গুগলের আয়োজন



প্রথমবারের মত মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানকে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিয়ে এল গুগল। রোজার মাসে মক্কা থেকে সরাসরি নামাজ সম্প্রচার করতে একাধিক ইউটিউব চ্যানেল ও গুগল প্লাসে হ্যাংআউট সুবিধা চালু করেছে গুগল। রোজার মাসে সারাবিশ্বের মুসলমানদের কথা মাথায় রেখেই মক্কা থেকে নামাজ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা চালু করেছে গুগল কর্তৃপক্ষ। রমজান মাসের পুরোটা সময় ধরে এই সরাসরি সম্প্রচার ব্যবস্থা চালু থাকবে। চ্যানেলটির লিংক হচ্ছে http://www.youtube.com/user/MakkahLive/featured লিংকটিতে ক্লিক করলে সরাসরি মক্কা থেকে সম্প্রচার দেখা যাবে। http://www.youtube.com/ramadan লিংকটিতে ক্লিক করে আরবী ভাষার ধর্ম বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান দেখা যাবে। গুগল ব্লগে প্রকাশিত তথ্য অনুসারে, এই চ্যানেলটি একদিনে ৫০ টিরও বেশি টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার করবে।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানে আরবের বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান দেখার দর্শক বেড়ে যায়। গুগলের নতুন এই চ্যানেল দুটি রোজার মাসে অনেক দর্শক দেখবে বলেই গুগল কর্তৃপক্ষ আশাবাদী। এদিকে, রোজার মাসে ইফতার তৈরির বিখ্যাত শেফ, চিকিত্সকসহ বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে ৩০ টিরও বেশি গুগল প্লাস হ্যাংআউটের আয়োজন করেছে গুগল।

No comments:

Post a Comment