দেশের বাজারে স্যামসাং ‘স্মার্ট ক্যামেরা’ (ভিডিও)
মিন্টু হোসেন |
বাংলাদেশের
বাজারে বিল্ট-ইন ওয়াই-ফাই সুবিধার ‘স্মার্ট ক্যামেরা’ নিয়ে এল স্যামসাং।
১৬ জুলাই ঢাকার রূপসী বাংলা হোটেলে আনুষ্ঠানিকভাবে ‘স্যামসাং ইলেকট্রনিক
বাংলাদেশ’-এর ব্যবস্থাপনা পরিচালক চুন সু মুন বাংলাদেশের বাজারে এই
ক্যামেরা বাজারে আনার ঘোষণা দেন। এ অনুষ্ঠানে ডব্লিউবি১৫০এফ, এসটি২০০এফ এবং
ডিভি৩০০এফ স্মার্ট ক্যামেরার তিনটি মডেল বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে স্যামসাং পণ্যের পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম।
সি এস মুন জানিয়েছেন, ‘স্যামসাং স্মার্ট ক্যামেরা মানুষকে স্মার্ট করে। এই ক্যামেরা ব্যবহার-বান্ধব। দৈনন্দিন তথ্য বিনিময়ের একটা মাধ্যম হতে পারে স্যামসাং স্মার্ট ক্যামেরা। স্যামসাং স্মার্ট টিভি, ব্লুর প্লেয়ার, কম্পিউটার, স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি স্মার্ট ক্যামেরাও বাংলাদেশের মানুষের কাছে স্থান করে নেবে বলে আমরা আশা করছি। তাই ক্যামেরার বাজারে স্যামসাং আরও বিনিয়োগ বাড়াবে।’
স্যামসাং ইলেকট্রনিক বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের সেলস অ্যান্ড মার্কেটিং ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক ব্যবস্থাপক মোহম্মদ এনামুল হক জানিয়েছেন, ‘স্যামসাং স্মার্ট ক্যামেরায় নতুন প্রযুক্তির সমন্বয় ঘটেছে। ছবি তোলা ও অনলাইনে শেয়ার করার জন্য স্যামসাংয়ের এ ক্যামেরা উপযুক্ত।’ তিনি আরও বলেন, যারা ভ্রমণবিলাসী, তাদের জন্য উপযুক্ত ক্যামেরা মডেল হচ্ছে—১৮এক্স অপটিকাল জুমের হালকা ও মজবুত ১৪.২মেগাপিক্সেলের ডব্লিউবি১৫০এফ। এই ক্যামেরায় রয়েছে ওয়াইড অ্যাংগেল লেন্স। বিশ্বের অন্যতম পাতলা ক্যামেরা এসটি২০০এফ মডেলটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেন্সর এবং ১০ এক্স অপটিকাল ৩.৫ মিলিমিটার জুম লেন্স। স্যামসাং ডিভি৩০০এফ ক্যামেরাটি স্যামসাংয়ের জনপ্রিয় ডুয়াল ভিউ ক্যামেরার আদলে তৈরি করা হয়েছে । পোর্ট্রেট ছবি তোলার সুবিধার্থে ক্যামেরাটির সামনে রয়েছে ১.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে।
স্মার্ট ক্যামেরাসহ স্যামসাংয়ের সব মডেলের ক্যামেরা শুধু স্মার্ট টেকনোলজিসের অনুমোদিত ডিলার প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যাবে। নতুন উদ্বোধন হওয়া এ মডেলগুলোর মধ্যে ডিভি৩০০এফ মডেলের দাম ১৯ হাজার ৫০০ টাকা, এসটি২০০এফ মডেলের দাম ১৮ হাজার ৫০০ টাকা এবং ডব্লিউবি১৫০এফের দাম ২৩ হাজার টাকা।
অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ব্যবস্থাপনা পরিচালক সি এস মুন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে স্যামসাং পণ্যের পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম।
সি এস মুন জানিয়েছেন, ‘স্যামসাং স্মার্ট ক্যামেরা মানুষকে স্মার্ট করে। এই ক্যামেরা ব্যবহার-বান্ধব। দৈনন্দিন তথ্য বিনিময়ের একটা মাধ্যম হতে পারে স্যামসাং স্মার্ট ক্যামেরা। স্যামসাং স্মার্ট টিভি, ব্লুর প্লেয়ার, কম্পিউটার, স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি স্মার্ট ক্যামেরাও বাংলাদেশের মানুষের কাছে স্থান করে নেবে বলে আমরা আশা করছি। তাই ক্যামেরার বাজারে স্যামসাং আরও বিনিয়োগ বাড়াবে।’
স্যামসাং ইলেকট্রনিক বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের সেলস অ্যান্ড মার্কেটিং ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক ব্যবস্থাপক মোহম্মদ এনামুল হক জানিয়েছেন, ‘স্যামসাং স্মার্ট ক্যামেরায় নতুন প্রযুক্তির সমন্বয় ঘটেছে। ছবি তোলা ও অনলাইনে শেয়ার করার জন্য স্যামসাংয়ের এ ক্যামেরা উপযুক্ত।’ তিনি আরও বলেন, যারা ভ্রমণবিলাসী, তাদের জন্য উপযুক্ত ক্যামেরা মডেল হচ্ছে—১৮এক্স অপটিকাল জুমের হালকা ও মজবুত ১৪.২মেগাপিক্সেলের ডব্লিউবি১৫০এফ। এই ক্যামেরায় রয়েছে ওয়াইড অ্যাংগেল লেন্স। বিশ্বের অন্যতম পাতলা ক্যামেরা এসটি২০০এফ মডেলটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল সেন্সর এবং ১০ এক্স অপটিকাল ৩.৫ মিলিমিটার জুম লেন্স। স্যামসাং ডিভি৩০০এফ ক্যামেরাটি স্যামসাংয়ের জনপ্রিয় ডুয়াল ভিউ ক্যামেরার আদলে তৈরি করা হয়েছে । পোর্ট্রেট ছবি তোলার সুবিধার্থে ক্যামেরাটির সামনে রয়েছে ১.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে।
স্মার্ট ক্যামেরাসহ স্যামসাংয়ের সব মডেলের ক্যামেরা শুধু স্মার্ট টেকনোলজিসের অনুমোদিত ডিলার প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যাবে। নতুন উদ্বোধন হওয়া এ মডেলগুলোর মধ্যে ডিভি৩০০এফ মডেলের দাম ১৯ হাজার ৫০০ টাকা, এসটি২০০এফ মডেলের দাম ১৮ হাজার ৫০০ টাকা এবং ডব্লিউবি১৫০এফের দাম ২৩ হাজার টাকা।
No comments:
Post a Comment