TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Monday, July 16, 2012

দেশের বাজারে ‘গ্যালাক্সি এস ৩’(ভিডিও)


দেশের বাজারে ‘গ্যালাক্সি এস ৩’(ভিডিও)

বাংলাদেশে ১৫ জুন থেকে পাওয়া যাবে স্যামসাং ‘গ্যালাক্সি এস ৩’। স্মার্টফোন ও ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের নতুন পণ্য হিসেবে এই স্মার্টফোনটি বাজারে আনছে। স্যামসাং ইলেকট্রনিক্স এ তথ্য জানিয়েছে। 
৪ দশমিক ৮ ইঞ্চি সুপার অ্যামোলড ডিসপ্লেযুক্ত এই স্মার্টফোনে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ৪.০.৪। 
স্মার্টফোনটিতে রয়েছে ১ দশমিক ৪ গিগাহার্টজের কোয়াড কোর এক্সিনস ৪২১২ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, উন্নত ব্যাটারি, ওয়াই-ফাই, ব্লুটুথ ও থ্রিজি সুবিধা।
১৩৩ গ্রাম ওজন ও ৮ দশমিক ৬ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটিতে ফিচার হিসেবে রয়েছে ফেস রিকগনিশন প্রযুক্তি, পেছনের দিকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ৮ মেগাপিক্সেল ও সামনের দিকে ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা, ‘এস ভয়েস’ নামে ভয়েস কন্ট্রোল প্রযুক্তি। 
দেশে এই স্মার্টফোনটির দাম পড়বে সাড়ে ৬৭ হাজার টাকা। 


No comments:

Post a Comment