
কাগজের মতো পাতলা স্ক্রিনযুক্ত একটি ট্যাবলেট তৈরি করেছেন প্রযুক্তিবিদেরা। গবেষকেদের দাবি, ‘পেপার ট্যাব’ নামের ট্যাবলেটটি নমনীয় হওয়ায় এটি ভাঁজ করা যাবে এবং পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না। আগামী পাঁচ বছরের মধ্যেই ল্যাপটপের বিকল্প হিসেবে নমনীয় এ ট্যাবলেট মানুষের হাতের নাগালে চলে আসবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্লাস্টিক লজিক, চিপনির্মাতা প্রতিষ্ঠান ইনটেল ও কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মিলে কাগজের মতো পাতলা এ ট্যাবলেট কম্পিউটার তৈরি করেছেন।
ট্যাবলেটে ব্যবহূত হয়েছে প্লাস্টিক লজিকের তৈরি ১০.৭ ইঞ্চি মাপের উচ্চ রেজুলেশনের নমনীয় ডিসপ্লে, ইনটেলের কোর আই ৫ প্রসেসর।
গবেষকেরা জানিয়েছেন, কম্পিউটার স্ক্রিনের পাশাপাশি এ ট্যাবলেট ই-বুক হিসেবেও ব্যবহার করা যাবে। একটি ডিসপ্লে ব্যবহারের পরিবর্তে বইয়ের পাতার মতো একাধিক স্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে এই ট্যাবে এবং প্রতিটি স্ক্রিনে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।
৮ জানুয়ারি থেকে লাসভেগাসে শুরু হওয়া সিইএস মেলায় এ ‘পেপার ট্যাব’ প্রদর্শিত হচ্ছে।
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্লাস্টিক লজিক, চিপনির্মাতা প্রতিষ্ঠান ইনটেল ও কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মিলে কাগজের মতো পাতলা এ ট্যাবলেট কম্পিউটার তৈরি করেছেন।
ট্যাবলেটে ব্যবহূত হয়েছে প্লাস্টিক লজিকের তৈরি ১০.৭ ইঞ্চি মাপের উচ্চ রেজুলেশনের নমনীয় ডিসপ্লে, ইনটেলের কোর আই ৫ প্রসেসর।
গবেষকেরা জানিয়েছেন, কম্পিউটার স্ক্রিনের পাশাপাশি এ ট্যাবলেট ই-বুক হিসেবেও ব্যবহার করা যাবে। একটি ডিসপ্লে ব্যবহারের পরিবর্তে বইয়ের পাতার মতো একাধিক স্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে এই ট্যাবে এবং প্রতিটি স্ক্রিনে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে।
৮ জানুয়ারি থেকে লাসভেগাসে শুরু হওয়া সিইএস মেলায় এ ‘পেপার ট্যাব’ প্রদর্শিত হচ্ছে।
কাগজের মতো ট্যাবলেট কম্পিউটার (ভিডিও) - প্রথম আলো
No comments:
Post a Comment