TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Wednesday, November 7, 2012

‘ওবামার জয়ে সুস্থ রাজনীতি বিকশিত হবে’



জর্জ সরোস
জর্জ সরোস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বারাক ওবামা পুনর্নির্বাচিত হওয়ায় সুস্থ রাজনীতির বিকাশ ঘটবে বলেই মনে করছেন ধনাঢ্য ব্যবসায়ী ও মার্কিন অর্থনীতিবিদ জর্জ সরোস। গতকাল মঙ্গলবার জর্জ সরোস তাঁর প্রতিক্রিয়ায় বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান।
সরোস জানিয়েছেন, ‘ওবামার জয়ে আমি খুশি। মার্কিন ভোটাররা উগ্রপন্থী অবস্থানকে প্রত্যাখ্যান করে রাজনীতির সহনশীলতার পথকে উন্মুক্ত করেছে। তিনি বলেন- ওবামার জয়ে সুস্থ রাজনীতি বিকশিত হবে।
জর্জ সরোস আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘রিপাবলিকান দল আগামী বছরগুলোতে এবং তথাকথিত রাজস্ব নীতি থেকে সরে আসবে এবং মিলেমিশে কাজ করবে।’
সরোস মনে করেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার ক্ষেত্রে দ্বিতীয় প্রেসিডেন্ট হবেন বারাক ওবামা। 
উল্লেখ্য, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত জর্জ সরোস মার্কিন ধনকুবের হিসেবে পরিচিত। এ ছাড়াও তাঁর পরিচিতি রয়েছে দার্শনিক, বিনিয়োগকারী হিসেবে। সরোস ফান্ড ম্যানেজমেন্টের চেয়ারম্যান তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বুশের কঠোর সমালোচক ছিলেন বর্তমানে ৮২ বছর বয়সী জর্জ সরোস।


‘ওবামার জয়ে সুস্থ রাজনীতি বিকশিত হবে’ - প্রথম আলো

No comments:

Post a Comment