
মানুষ সহজেই আবেগ লুকিয়ে রাখতে পারে। কিন্তু লুকানো আবেগকে প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা বা জানা সম্ভব। অটিস্টিক শিশুদের আবেগ অনেক ক্ষেত্রেই বোঝা সম্ভব হয় না। যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, কিউ সেনসর নামের একটি যন্ত্র ব্যবহার করে সহজেই তাদের আবেগ বোঝা যাবে এবং চিকিত্সকেরা সে তথ্য অনুযায়ী চিকিত্সা করতে পারবেন। যারা কথা বলতে পারে না বা আবেগ প্রকাশে অক্ষম, তাদের ক্ষেত্রেও এ সেনসর কাজে লাগবে। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক অ্যাডাম শ কিউ সেনসর পরীক্ষা করে জানিয়েছেন, এ যন্ত্রটি তারবিহীন পদ্ধতিতে শরীরের বিদ্যুত্প্রবাহের মাত্রা পরিমাপ করে আবেগসংশ্লিষ্ট তথ্য জানাতে পারে। বিরক্তি, চাপ, উত্তেজনার মতো বিষয়গুলো জানতে গবেষণা, চিকিত্সায় এ সেন্সর ব্যবহার করা যাবে।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক অ্যাডাম শ কিউ সেনসর পরীক্ষা করে জানিয়েছেন, এ যন্ত্রটি তারবিহীন পদ্ধতিতে শরীরের বিদ্যুত্প্রবাহের মাত্রা পরিমাপ করে আবেগসংশ্লিষ্ট তথ্য জানাতে পারে। বিরক্তি, চাপ, উত্তেজনার মতো বিষয়গুলো জানতে গবেষণা, চিকিত্সায় এ সেন্সর ব্যবহার করা যাবে।
‘কিউ সেনসর’ জানাবে আবেগের তথ্য - প্রথম আলো
No comments:
Post a Comment