
২০১৩ সালের মাঝামাঝি ‘বিশ্বের সেরা স্মার্টফোন’ বাজারে আনবেন বলে দাবি করেছেন নকিয়ার সাবেক একদল কর্মী। এক খবরে এনডিটিভি জানিয়েছে, নকিয়ার সাবেক কয়েকজন কর্মকর্তা নিজেদের প্রতিষ্ঠান ‘জোলা’র ব্যানারে নকিয়ার নতুন অপারেটিং সিস্টেম ‘সেইলফিশ’-নির্ভর স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছেন। ২১ নভেম্বর জোলার পক্ষ থেকে ‘সেইলফিশ’ অপারেটিং সিস্টেম তৈরির ঘোষণা এসেছে।
২০১০-১১ সালের দিকে নকিয়া-ইনটেলের মিগো সফটওয়্যার আর সিমবিয়ান অপারেটিং সিস্টেমের স্মার্টফোন তৈরি করত ফিনল্যান্ডের মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া। বর্তমানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম-নির্ভর স্মার্টফোন তৈরির কারণে সিমবিয়ান ও মিগো সফটওয়্যার প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছিল নকিয়া। এ সময় নকিয়ার কয়েকজন কর্মকর্তা নকিয়া ছেড়ে দেন এবং জোলা প্রতিষ্ঠা করেন।
জানা গেছে, নকিয়ার মিগো সফটওয়্যার ও এন৯ স্মার্টফোন তৈরির পেছনে যে দলটি কাজ করছিল, সে দলটিরই সাবেক কয়েকজন কর্মকর্তা মিলে প্রতিষ্ঠা করেছেন ‘জোলা’।
‘জোলা’ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নতুন নকশায় প্রথমে সেইলফিশ-নির্ভর একটি স্মার্টফোন বাজারে ছাড়বে।
এদিকে স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে ‘জোলা’র এই নতুন স্মার্টফোনটিকে অ্যাপল, স্যামসাং, নকিয়া, অ্যান্ড্রয়েড-নির্ভর বিভিন্ন স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে বলেই জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে জোলার প্রতিষ্ঠাতা আনটি সারনিও জানিয়েছেন, বিশ্বের সেরা ফোনটি হবে হাই এন্ড বা বেশি দামের স্মার্টফোন। চীন ও যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমে ছাড়া হবে এ স্মার্টফোনটি। পরবর্তীতে সেইলফিশ-নির্ভর মিড রেঞ্জের স্মার্টফোন বাজারে আনবে জোলা।
২০১০-১১ সালের দিকে নকিয়া-ইনটেলের মিগো সফটওয়্যার আর সিমবিয়ান অপারেটিং সিস্টেমের স্মার্টফোন তৈরি করত ফিনল্যান্ডের মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া। বর্তমানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম-নির্ভর স্মার্টফোন তৈরির কারণে সিমবিয়ান ও মিগো সফটওয়্যার প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছিল নকিয়া। এ সময় নকিয়ার কয়েকজন কর্মকর্তা নকিয়া ছেড়ে দেন এবং জোলা প্রতিষ্ঠা করেন।
জানা গেছে, নকিয়ার মিগো সফটওয়্যার ও এন৯ স্মার্টফোন তৈরির পেছনে যে দলটি কাজ করছিল, সে দলটিরই সাবেক কয়েকজন কর্মকর্তা মিলে প্রতিষ্ঠা করেছেন ‘জোলা’।
‘জোলা’ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নতুন নকশায় প্রথমে সেইলফিশ-নির্ভর একটি স্মার্টফোন বাজারে ছাড়বে।
এদিকে স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে ‘জোলা’র এই নতুন স্মার্টফোনটিকে অ্যাপল, স্যামসাং, নকিয়া, অ্যান্ড্রয়েড-নির্ভর বিভিন্ন স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে বলেই জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে জোলার প্রতিষ্ঠাতা আনটি সারনিও জানিয়েছেন, বিশ্বের সেরা ফোনটি হবে হাই এন্ড বা বেশি দামের স্মার্টফোন। চীন ও যুক্তরাষ্ট্রের বাজারে প্রথমে ছাড়া হবে এ স্মার্টফোনটি। পরবর্তীতে সেইলফিশ-নির্ভর মিড রেঞ্জের স্মার্টফোন বাজারে আনবে জোলা।
বিশ্বের সেরা স্মার্টফোন আনবেন সাবেক নকিয়া-কর্মীরা! - প্রথম আলো
No comments:
Post a Comment