
চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা টিসিএল সম্প্রতি অ্যালকাটেল ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে এনেছে। পাঁচ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লেযুক্ত অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর ‘আইডল এক্স প্লাস’ স্মার্টফোনটিতে রয়েছে অক্টা কোরের প্রসেসর। চীনের বাজারে এই স্মার্টফোনটির দাম ৩৩০ মার্কিন ডলার।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট চায়না জানিয়েছে, বিশেষ বুম ব্যান্ড স্মার্টঘড়ির সঙ্গে প্যাকেজ হিসেবে অ্যালকাটেল স্মার্টফোনটি বাজারে এনেছে টিসিএল। টিসিএলের তৈরি স্মার্ট হাতঘড়িটি স্মার্টফোনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে। স্মার্টফোন ভুলে কোথাও ফেলে রাখলে এই হাতঘড়িটি সংকেত দেবে। এ ছাড়াও ব্যবহারকারীর শরীরের রক্তচাপ, হূত্স্পন্দন পরীক্ষা করতে পারে এই হাতঘড়ি।
টিসিএল জানিয়েছে, এ বছর বাজারে আসা আইডল এক্স স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ হচ্ছে আইডল এক্স প্লাস। দুই গিগাবাইট র্যাম ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত স্মার্টফোনটি চীন ছাড়াও অন্যান্য দেশে বিক্রি করার পরিকল্পনা করছে টিসিএল।
No comments:
Post a Comment