TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Thursday, February 8, 2018

কত দাম হবে নতুন মোবাইলটির?

আসছে স্যামসাংয়ের দুর্দান্ত নতুন এক স্মার্টফোন। ২৬ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এর একদিন আগেই সেখানে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৯ উন্মোচন করবে স্যামসাং। বলা হচ্ছে আগের গ্যালাক্সি এস৮-এর চেয়ে দাম বেশি হবে গ্যালাক্সি এস৯-এর। কোরীয় প্রকাশনা ইটিনিউজ-এর তথ্যানুসারে গ্যালাক্সি এস৯-এর মূল্য হবে ৮৭৫ থেকে ৯২৫ মার্কিন ডলারের মধ্যে। সেখানে গ্যালাক্সি এস৮-এর দাম শুরু হয়েছে ৭২০ মার্কিন ডলারে Read More: TechJano.com https://www.techjano.com/%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0/

No comments:

Post a Comment