
আপনার অবর্তমানে জমি, বাড়ি-গাড়ি এসব সম্পত্তির মতো আপনার ফেসবুক, টুইটার বা ভারচুয়াল জগতে তৈরি করা অনেক সম্পদেরও ওয়ারিশ বা দাবিদার থাকতে পারে। আপনার অবর্তমানে এই ডিজিটাল সম্পদগুলো কার হাতে যাবে? আপনার ডিজিটাল সম্পদের মালিকানা কে বা কারা পাবেন বা এর ভবিষ্যত্ কী হবে তা নিয়ে কখনো ভেবেছেন? বিষয়টি ভেবে দেখার সময় এসেছে।
মানুষ যেমন তাঁর সম্পদের মালিকানা পরিবর্তন করে বা কারও ওপর তার দায়িত্বভার দিয়ে যায়, আপনার ডিজিটাল সম্পদের মালিকানা কে বা কারা পাবেন তা আগে থেকেই ঠিক করে রাখতে পারেন। সম্প্রতি ডিজিটাল সম্পদের বিষয়টি নিয়ে টাইমস অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্পদ পরিকল্পনা বিশেষজ্ঞ জেমস ল্যাম ভারচুয়াল সম্পদ বিষয়ে পরিকল্পনা করে রাখার পরামর্শ দিয়েছেন। পৃথিবী থেকে চিরপ্রস্থানের আগেই ভারচুয়াল সম্পদ নিয়ে পরিকল্পনা করে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
জেমস ল্যাম জানিয়েছেন, আপনার মূল্যবান স্মৃতিচিহ্ন ও মেধাস্বত্ব সম্পদগুলো আগে থেকেই একটি পেনড্রাইভে সংরক্ষণ করে রাখবেন। এ ছাড়াও আপনার ডিজিটাল সম্পদ বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, অনলাইন ব্যাংক, বিনিয়োগ, গেম বা অন্যান্য ভারচুয়াল প্রোফাইলের একটি তালিকা তৈরি করে রাখুন। এসব ওয়েবসাইটের ইউজার নেম, পাসওয়ার্ডসহ দরকারি তথ্য তালিকা করে রাখুন। আপনার অবর্তমানে এই সম্পদগুলোর মালিকানা কার হাতে যাবে তা নির্ধারণ করে রাখুন বা সম্পদ কি করা হবে তার নির্দেশনা দিয়ে রাখুন।
আপনার উইল লেখার সময় ডিজিটাল সম্পদের কথাও উল্লেখ করে যান কারণ, আপনার ডিজিটাল সম্পদগুলোরও আর্থিক মূল্য থাকতে পারে। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির এক জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের মানুষের ধারণা ভারচুয়াল সম্পদের আর্থিক মূল্য গড়ে ৫৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
আপনার ভারচুয়াল সম্পদগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করুন এবং তা ভালো কাজে লাগানোর প্রত্যাশা করুন বা আপনার অবর্তমানে চিরতরে সরিয়ে ফেলার নির্দেশ দিন আপনার ডিজিটাল সম্পত্তির দাবিদারকে।
জেমস ল্যামের পরামর্শ পড়ার লিংক http://www.digitalpassing.com/2010/06/21/what-is-digital-property/
মানুষ যেমন তাঁর সম্পদের মালিকানা পরিবর্তন করে বা কারও ওপর তার দায়িত্বভার দিয়ে যায়, আপনার ডিজিটাল সম্পদের মালিকানা কে বা কারা পাবেন তা আগে থেকেই ঠিক করে রাখতে পারেন। সম্প্রতি ডিজিটাল সম্পদের বিষয়টি নিয়ে টাইমস অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্পদ পরিকল্পনা বিশেষজ্ঞ জেমস ল্যাম ভারচুয়াল সম্পদ বিষয়ে পরিকল্পনা করে রাখার পরামর্শ দিয়েছেন। পৃথিবী থেকে চিরপ্রস্থানের আগেই ভারচুয়াল সম্পদ নিয়ে পরিকল্পনা করে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
জেমস ল্যাম জানিয়েছেন, আপনার মূল্যবান স্মৃতিচিহ্ন ও মেধাস্বত্ব সম্পদগুলো আগে থেকেই একটি পেনড্রাইভে সংরক্ষণ করে রাখবেন। এ ছাড়াও আপনার ডিজিটাল সম্পদ বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, অনলাইন ব্যাংক, বিনিয়োগ, গেম বা অন্যান্য ভারচুয়াল প্রোফাইলের একটি তালিকা তৈরি করে রাখুন। এসব ওয়েবসাইটের ইউজার নেম, পাসওয়ার্ডসহ দরকারি তথ্য তালিকা করে রাখুন। আপনার অবর্তমানে এই সম্পদগুলোর মালিকানা কার হাতে যাবে তা নির্ধারণ করে রাখুন বা সম্পদ কি করা হবে তার নির্দেশনা দিয়ে রাখুন।
আপনার উইল লেখার সময় ডিজিটাল সম্পদের কথাও উল্লেখ করে যান কারণ, আপনার ডিজিটাল সম্পদগুলোরও আর্থিক মূল্য থাকতে পারে। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির এক জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের মানুষের ধারণা ভারচুয়াল সম্পদের আর্থিক মূল্য গড়ে ৫৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
আপনার ভারচুয়াল সম্পদগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করুন এবং তা ভালো কাজে লাগানোর প্রত্যাশা করুন বা আপনার অবর্তমানে চিরতরে সরিয়ে ফেলার নির্দেশ দিন আপনার ডিজিটাল সম্পত্তির দাবিদারকে।
জেমস ল্যামের পরামর্শ পড়ার লিংক http://www.digitalpassing.com/2010/06/21/what-is-digital-property/
আপনার অবর্তমানে ডিজিটাল সম্পত্তির কি হবে? - প্রথম আলো
No comments:
Post a Comment