
TECH GURU, TECH-SCIENCE NEWS
"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."
Wednesday, March 27, 2013
Mother births 4 Babies together

Tuesday, March 26, 2013
Bangladesh's Independence Day in Google's Doodle

Wednesday, March 20, 2013
Big Data Vendor Revenue and Market Forecast 2012-2017
Contents |
Introduction
The hype surrounding Big Data, which showed no signs of abating in 2012, now has big dollars backing it up. Factory revenue generated by the sale of Big Data-related hardware, software and services took a major step forward in 2012, growing by 59% over 2011(a).
The total Big Data market reached $11.4 billion in 2012, ahead of Wikibon’s 2011 forecast. The Big Data market is projected to reach $18.1 billion in 2013, an annual growth of 61%. This puts it on pace to exceed $47 billion by 2017. That translates to a 31% compound annual growth rate over the five year period 2012-2017.
Growth Drivers and Adoption Barriers
The growth rate of Big Data revenue in 2012 was due to a number of factors, including:
- An increased awareness of the benefits of Big Data as applied to industries beyond the Web, most notably financial services, pharmaceuticals, and retail;
- The maturation of Big Data software such as Hadoop, NoSQL data stores, in-memory analytic engines, and massively parallel processing analytic databases;
- Increasingly sophisticated professional services practices that assist enterprises in practically applying Big Data hardware and software to business use cases;
- Increased investment in Big Data infrastructure by massive Web properties – most notable Google, Facebook, and Amazon – and government agencies for intelligence and counter-terrorism purposes.
In the enterprise space in particular, the combination of a better understanding of the use cases for Big Data and more mature product and service offerings resulted in a significant percentage of Big Data early adopters graduating from small, proof-of-concept projects to large-scale, production-level deployments. This evolution naturally required increased investment in Big Data hardware, software, and services. Feedback from the Wikibon community included multiple reports of $100 million+ deals from both government and commercial buyers.
Additionally, a number of enterprises previously reluctant to undertake Big Data projects due to fuzzy ROI, lack of specific business use cases and/or concerns over product and services maturity, began exploring Big Data in their organizations with small pilot projects, their concerns assuaged by the market potential underscored by the growth factors listed above.
The Big Data market is still within the confines of the early adopter phase and is poised for significant growth. For the Big Data market to reach its full potential, enterprises and vendors must overcome several obstacles. While a detailed discussion of these obstacles is outside the purview of this report, they are worth noting. They include:
- The well-publicized lack of analytic specialists and Data Scientists armed with both the technical skill and business acumen to derive insights from large, multi-structured data sets merged from disparate sources.
- A lack of understanding among enterprises on how to organize Big Data staff to best identify business requirements for Big Data projects and effectively communicate insights gleaned from Big Data to the business.
- Organizational resistance to adopting Big Data analytics-driven decision-making to replace “gut instinct”-style decision-making.
- Vendor marketing overly focused on “speeds-and-feeds,” product features and “Big Data-washing” rather than laying out a vision for Big Data in the enterprise, articulating a path to achieve this vision, and maximizing the potential for Big Data to disrupt well-established vertical markets.
- Development of Big Data platforms and tools by vendors that eschew open frameworks in favor of closed, locked-down solutions. This will limit interoperability with competing and complimentary products and reduce customer choice.
- A lack of best practices and related technologies for managing Big Data as a corporate asset, including data quality, data governance, and security platforms and tools.
- A dearth of Big Data application development tools and services that allow existing developers to build and customize Big Data applications using common and popular application development languages and processes.
Big Data Vendor Revenue
As part of its market-sizing efforts, Wikibon tracked and/or modeled the 2012 Big Data revenue of more than 60 vendors. This list includes both Big Data pure-plays – those vendors that derive close to if not all their revenue from the sale of Big Data products and services – and vendors for whom Big Data sales is just one of multiple revenue streams.
The complete list is below:
Vendor | Big Data Revenue | Total Revenue | Big Data Revenue as % of Total Revenue | % Big Data Hardware Revenue | % Big Data Software Revenue | % Big Data Services Revenue |
IBM | $1,352 | $103,930 | 1% | 22% | 33% | 44% |
HP | $664 | $119,895 | 1% | 34% | 29% | 38% |
Teradata | $435 | $2,665 | 16% | 31% | 28% | 41% |
Dell | $425 | $59,878 | 1% | 83% | 0% | 17% |
Oracle | $415 | $39,463 | 1% | 25% | 34% | 41% |
SAP | $368 | $21,707 | 2% | 0% | 67% | 33% |
EMC | $336 | $23,570 | 1% | 24% | 36% | 39% |
Cisco Systems | $214 | $47,983 | 0% | 80% | 0% | 20% |
Microsoft | $196 | $$71,474 | 0% | 0% | 67% | 33% |
Accenture | $194 | $29,770 | 1% | 0% | 0% | 100% |
Fusion-io | $190 | $439 | 43% | 71% | 0% | 29% |
PwC | $189 | $31,500 | 1% | 0% | 0% | 100% |
SAS Institute | $187 | $2,954 | 6% | 0% | 59% | 41% |
Splunk | $186 | $186 | 100% | 0% | 71% | 29% |
Deloitte | $173 | $31,300 | 1% | 0% | 0% | 100% |
Amazon | $170 | $56,825 | 0% | 0% | 0% | 100% |
NetApp | $138 | $6,454 | 2% | 77% | 0% | 23% |
Hitachi | $130 | $112,318 | 0% | 0% | 0% | 100% |
Opera Solutions | $118 | $118 | 100% | 0% | 0% | 100% |
Mu Sigma | $114 | $114 | 100% | 0% | 0% | 100% |
TCS | $82 | $$10,170 | 1% | 0% | 0% | 100% |
Palantir | $78 | $78 | 100% | 0% | 63% | 38% |
Intel | $76 | $53,341 | 0% | 83% | 0% | 17% |
MarkLogic | $69 | $78 | 88% | 0% | 63% | 38% |
Booz Allen Hamilton | $68 | $5,802 | 1% | 0% | 0% | 100% |
Cloudera | $61 | $61 | 100% | 0% | 47% | 53% |
Actian | $46 | $46 | 100% | 0% | 63% | 38% |
SGI | $43 | $769 | 6% | 83% | 0% | 17% |
Capgemini | $42 | $14,020 | 0% | 0% | 0% | 100% |
1010data | $37 | $37 | 100% | 0% | 0% | 100% |
10gen | $36 | $36 | 100% | 0% | 42% | 58% |
$36 | $50,175 | 0% | 0% | 0% | 100% | |
Alteryx | $36 | $36 | 100% | 0% | 55% | 45% |
Guavus | $35 | $35 | 100% | 0% | 67% | 33% |
VMware | $32 | $3,676 | 1% | 0% | 71% | 29% |
ParAccel | $24 | $24 | 100% | 0% | 44% | 56% |
TIBCO Software | $24 | $1,024 | 2% | 0% | 53% | 47% |
MapR | $23 | $23 | 100% | 0% | 51% | 49% |
Attivio | $21 | $26 | 80% | 0% | 62% | 38% |
Fractal Analytics | $20 | $20 | 100% | 0% | 0% | 100% |
Pervasive Software | $19 | $51 | 37% | 0% | 59% | 41% |
Hortonworks | $18 | $18 | 100% | 0% | 0% | 100% |
Informatica | $17 | $812 | 2% | 0% | 78% | 22% |
QlikTech | $16 | $321 | 5% | 0% | 74% | 26% |
DataStax | $15 | $15 | 100% | 0% | 59% | 41% |
Basho | $14 | $14 | 100% | 0% | 63% | 38% |
Microstrategy | $13 | $595 | 2% | 0% | 59% | 41% |
Tableau Software | $13 | $130 | 10% | 0% | 59% | 41% |
Couchbase | $12 | $12 | $100% | 0% | 64% | 36% |
Kognitio | $12 | $12 | 100% | 0% | 47% | 53% |
Datameer | $11 | $11 | 100% | 0% | 79% | 21% |
Rackspace | $11 | $1,300 | 1% | 0% | 0% | 100% |
LucidWorks | $10 | $10 | 100% | 0% | 58% | 42% |
Digital Reasoning | $10 | $10 | 100% | 0% | 51% | 49% |
Aerospike | $8.8 | $8.8 | 100% | 0% | 80% | 20% |
Neo Technology | $8.5 | $8.5 | 100% | 0% | 62% | 38% |
Think Big Analytics | $7.9 | $7.9 | 100% | 0% | 0% | 100% |
Calpont | $7.6 | $7.6 | 100% | 0% | 59% | 41% |
RainStor | $7.5 | $7.5 | 100% | 0% | 67% | 33% |
SiSense | $7.3 | $7.3 | 100% | 0% | 41% | 59% |
Revolution Analytics | $7.2 | $13 | 56% | 0% | 56% | 44% |
Talend | $6.2 | $51 | 12% | 0% | 80% | 20% |
Jaspersoft | $6.2 | $31 | 20% | 0% | 62% | 38% |
Juniper Networks | $6.1 | $4,365 | 0% | 71% | 0% | 29% |
Pentaho | $6.1 | $31 | 19% | 0% | 62% | 38% |
DDN | $5.9 | $278 | 2% | 63% | 0% | 38% |
Actuate | $4.6 | $137 | 3% | 0% | 63% | 37% |
Original Device Manufacturers | $2,375 | $100,000 | 2% | 100% | 0% | 0% |
Other | $1,593 | $197,170 | 1% | 29% | 22% | 49% |
Total | $11,448 | $1,223,373 | 1% | 40% | 21% | 39% |
Methodology
Regarding methodology, the Big Data market size, forecast, and related market-share data was determined based on extensive research of public revenue figures, media reports, interviews with vendors, venture capitalists and resellers regarding customer pipelines, product roadmaps, and feedback from the Wikibon community of IT practitioners.
Many vendors were not able or willing to provide exact figures regarding their Big Data revenue, and because many of the vendors are privately held, Wikibon had to triangulate many types of information to determine our final figures. We also held extensive discussions with former employees of Big Data companies to further calibrate our models.
Information types used to estimate revenue of private Big Data vendors included supply-side data collection, number of employees, number of customers, size of average customer engagement, amount of venture capital raised, and age of vendor.
Big Data Definitions
It is critically important to understand how Wikibon defines Big Data as it relates to the market size overall and to revenue estimates for specific vendors in particular. Wikibon’s definition of Big Data contains two equally important parts.
First, from a technology perspective, Wikibon defines Big Data as those data sets whose size, type, and speed-of-creation make them impractical to process and analyze with traditional database technologies and related tools in a cost- or time-effective way.
Second, Wikibon believes Big Data requires practitioners to embrace an exploratory and experimental mindset regarding data and analytics, one that replaces gut instinct with data-driven decision-making, and exchanges stubbornness for a willingness to question long-held assumptions. Projects whose processes are informed by this mindset meet Wikibon’s definition of Big Data, even in cases where some of the tools and technology involved may not.
Based on the above definition, Wikibon includes the following products and services under the umbrella of Big Data:
- Hadoop software and related hardware;
- NoSQL database software and related hardware;
- Next-generation data warehouses/analytic database software and related hardware;
- Non-Hadoop Big Data platforms, software, and related hardware;
- In-memory – both DRAM and flash – databases as applied to Big Data workloads;
- Data integration and data quality platforms and tools as applied to Big Data deployments;
- Advanced analytics and data science platforms and tools;
- Application development platforms and tools as applied to Big Data use cases;
- Business intelligence and data visualization platforms and tools as applied to Big Data use cases;
- Analytic and transactional applications as applied to Big Data use cases;
- Big Data support, training, and professional services.
Key Findings: 2012 Big Data Market Highlights and Trends
Following are key findings, market highlights and trends for the Big Data market in 2012.
- Market-leader IBM offers by far the largest product and services portfolio by both breadth and depth. The company also supports its Big Data practice with a well-crafted, high-level marketing campaign focused around its Smarter Planet initiative that often includes illustrations of real-world Big Data deployments. The biggest criticism of IBM from practitioners is that the company’s portfolio is so wide and deep it causes confusion. IBM combats this confusion by initiating many Big Data customer engagements through its professional services division. A challenge and area of focus for IBM moving forward is to continue to articulate its Big Data vision in a way that focuses on industry solutions and not point products.
- HP achieved second-place status in the overall Big Data market by revenue in 2012. It did so mostly thanks to revenue derived from Big Data-related services, followed by sales of hardware to support Big Data deployments. HP by its sheer size is in a position to impact and participate in a number of Big Data deployments.
- Professional services was the largest segment of the Big Data market in 2012. Among firms that derive 100% of their Big Data revenue from professional and/or cloud-based services, which accounts for 39% of the overall Big Data market, the leader by total Big Data revenue was Accenture with $194 million. Consolidated across vendors, professional and cloud services revenue accounted for $4.4 billion of total 2012 Big Data revenue.
- Amazon continued and Google kicked off increasingly aggressive moves into the Big Data market. Each introduced new products and services to allow enterprises to leverage Big Data analytics and storage-as-a-service with the usual benefits associated with public Cloud services (elasticity, pay-by-the-drink, trading upfront CAPEX for monthly OPEX, etc.) Specifically, Amazon introduced RedShift, an analytic-database-as-a-service, to its portfolio and struck a deal with MapR to allow customers to run its Hadoop distribution on Amazon Web Service, among other announcements. Amazon also continued to build its Elastic MapReduce business. Google finally got into the Big Data game by productizing Big Data tools and technologies, such as BigQuery, it has long used internally, and likewise introduced MapR as a service via Google Compute Engine.
- While M&A activity was relatively tepid, two important acquisitions took place in 2012 that have the potential to impact the long-term Big Data market. The first was VMware’s acquisition of analytics firm CETAS. VMware had already begun efforts to apply virtualization technology to Hadoop, and the acquisition of CETAS gives the vendor a more comprehensive Big Data portfolio. The creation of the Pivotal Initiative further indicates that VMware and EMC are continuing to invest in Big Data for the long-term.
- The second deal worth noting was WANdisco’s acquisition of Hadoop provider AltoStor. WANdisco specializes in data replication across the WAN, which it applies to Hadoop (both its own distribution as well as Cloudera’s and Hortonworks’ distributions) with the aim of making the open source Big Data framework reliable enough to support mission critical applications.
- Microsoft officially entered the Hadoop market in 2012 with the release of an on-premise Hadoop product - HDInsight Server for Windows – and a cloud-based Hadoop service - Windows Azure HDInsight Service. Both are based on Hortonworks’ open source Hadoop distribution. Microsoft also announced PolyBase, which aims to allow the SQL Server Parallel Data Warehouse to execute SQL queries against data stored in Hadoop.
- A movement to bring SQL and NoSQL together in a unified platform was firmly established in 2012. Hadapt and Teradata Aster, which kicked off this movement in 2011 continued to lead the charge but were joined by competitors Cloudera, Microsoft and others in 2012.
- Facebook, Google, and Amazon as well several three-letter government agencies continued to invest heavily in commodity hardware to build out massive internal Big Data infrastructures. Facebook alone spent close to $800 million on infrastructure in just three quarters in 2012. This spending is reflected in Big Data revenue for the original device manufacturer (ODM) category that appears at the bottom of the table. Specifically, Facebook and others like it purchase, configure, and deploy off-the-shelf hardware from ODM’s such as Quanta, rather then purchasing commodity machines from vendors such as Dell or HP, to support the majority of their operations.
Spotlight on Hadoop and NoSQL Market Sub-Segment
As mentioned in the introduction of this report, Hadoop-related software and services matured rapidly in 2012, leading to increased adoption of enterprise-level products by companies in industries beyond the Web. In many cases, companies that had previously deployed community (read: free) versions of vendor Big Data software bundles for proof-of-concept projects began upgrading to paid software and services to support production-level deployments.
As a result, leading Hadoop distribution vendors Cloudera and MapR enjoyed significant revenue growth last year. Cloudera grew revenue to $61 million in 2012 from $18 million in 2011. MapR grew revenue to $23 million in 2012 from $7 million in 2011. Hortonworks, in its first full year of existence, did $18 million in revenue in 2012.
Likewise, in the related NoSQL space a handful of vendors that offer commercial versions of popular open source databases enjoyed significant revenue growth as pilot projects blossomed into production deployments supporting real-time, Web-scale applications and services.
Among these vendors is 10gen, which offers a commercial version of the open source, document-oriented MongoDB; Aerospike, whose NoSQL database supports very low-latency online transactional applications; and DataStax, the company behind commercial Cassandra that counts Netflix among its marquee customers.
Leading the way in terms of revenue in the Hadoop/NoSQL subsegment of the Big Data market in 2012 was a 10-year-old firm, MarkLogic. The company’s NoSQL document store is in use at Bank Of America, the Defense Intelligence Agency and Warner Brothers, among other household names in the media and financial services industries.
Ultimately, however, the NoSQL market is largely up for grabs. Each NoSQL database has its related strengths and weaknesses, and no one NoSQL database currently “does it all.” Big Data practitioners must take a number of factors into consideration when selecting a NoSQL database to facilitate large-scale transactional workloads, including scalability, performance, security, and ease-of-development.
Below is a cut out of Big Data revenue associated with those vendors specializing in Hadoop and NoSQL software and services. Note that these vendors account for total Big Data revenue of $272 million and are growing at a faster percentage rate than the rest of the Big Data market.
Big Data Revenue by Market Segment
Below is a segmentation of the Big Data market by hardware, software and services.
Wikibon further dissected Big Data revenue by type down to a more granular level.
Wikibon’s Big Data Forecast
Wikibon projects the Big Data market to top $18 billion in 2013, a growth rate of 61%. Looking beyond 2013, Wikibon forecasts the total Big Data market to approach $50 billion by 2017, which translates to a 31% compound annual growth rate over the five-year period 2012-2017. While the global economic outlook is for slow to stagnant growth over this period, Wikibon believes the Big Data market will not be severely impacted and may, in fact, benefit from enterprises needing “to do more with less,” which effective Big Data analytics facilitates.
Wikibon further expects the balance of revenue generation and value to shift from Big Data infrastructure and middleware to value-add services and software over the next five years. As noted, hardware revenue accounts for 40% of Big Data revenue and a large portion of software and services revenue is associated with infrastructure software and technical services that tie Big Data platforms and data together.
Wikibon believes Big Data infrastructure, middleware, and technical services will become increasingly commoditized as they mature and common standards are adopted. Practitioners will increasingly look to NoSQL and in-memory database software, streaming analytic platforms, vertically focused analytical and transactional applications and application development platforms (both on-premise and Cloud-based) and associated consulting and professional services to address specific, high-value business problems and opportunities.
Below is Wikibon’s Big Data market forecast broken down by market component through 2017.
Wikibon will be looking in more detail at the components that make up the Big Data market, shown in Figure 4. For additional analysis of components of this forecast, see Big Data Database Revenue and Market Forecast 2012-2017 for an examination of SQL/NoSQL and 2012 Big Data Revenue by Vendor for a breakdown by segments.
Action Item: While Big Data vendor revenue is forecast to grow significantly over the next five years, Wikibon believes that Big Data practitioners will create much more value than technology and service providers in the long-term. When selecting vendors to support Big Data initiatives, therefore, CIOs and Big Data practitioners must evaluate the products and services on offer in the context of how best to monetize Big Data to achieve competitive advantage. This includes evaluating “speeds and feeds” and other product features but should also include evaluating how well vendors can assist enterprises in adopting a sustainable culture of data-driven decision-making.
ভালোবাসা এই মেঘ, এই রোদ্দুর
- ভালোবাসায় প্রভাব ফেলছে প্রযুক্তি
- বলিউডের চলচ্চিত্র ফেলছে প্রভাব
- বদলে যাচ্ছে ভালোবাসার সংজ্ঞা
1 2 3
চোখের দেখা, ক্ষণিক ভালো লাগা, অভিসার আর শারীরিক সম্পর্ক তৈরির পর শেষ হয়ে যাচ্ছে ভালোবাসার এক অধ্যায়। এ-সম্পর্কে মনের কোনো যোগ নেই। নতুন প্রজন্মের এই ভালো লাগা-ভালোবাসা সম্পর্কের নতুন এক সংজ্ঞা দাঁড় করাচ্ছে। সম্প্রতি আমাদের পাশের দেশ ভারতের নতুন প্রজন্মের এই ভালো লাগা-ভালোবাসা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘ইনডিয়া টুডে’।
১৪ ফেব্রুয়ারি ছিল ভ্যালেনটাইন ডে বা ভালোবাসা দিবস। দিনটি ঘিরে অনেক তরুণ-তরুণীর মধ্যে এখন ‘সাময়িক’ ভালো লাগা জন্ম নেয়। সাময়িক এই ভালো লাগার বিষয়টি ঘিরে অনেকেই এখন রঙিন স্বপ্ন বোনেন, আবার সাময়িক ভালোবাসায় মনের সংস্পর্শ না থাকায় অনেকেই বিষয়টি দেখছেন নেতিবাচক হিসেবে।
অনেক তরুণ-তরুণীর কাছে ১৪ ফেব্রুয়ারি হচ্ছে নতুন সঙ্গী বাছাইয়ের দিন, নতুন সম্পর্কের বাঁধনে জড়ানো আর উদযাপনের দিন। দিনটিকে নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ভাষ্য, ‘১৪ ফেব্রুয়ারি আমরা নাইট ক্লাবে যাই, আনন্দ-ফুর্তি করি, ফোন নম্বর দেওয়া-নেওয়া হয়। অনেক সময় দেখা যায়, কারও সঙ্গে ঘনিষ্ঠতাও হয়ে যায়। কিন্তু তার নাম আর তার অনুভূতির কথা জানা হয়ে ওঠে না।’
নতুন প্রজন্ম, তাঁদের নতুন একটা যুগ। এ যুগটাকে মনস্তত্ত্ববিদেরা বলছেন, সাময়িক ভালো লাগা আর সম্পর্কের দ্রুত ইতি টানার যুগ। এ যুগে ‘ডেট’ বা সাক্ষাত্ মানে পার্টিতে আনন্দ করার পর সবকিছু ভুলে যাওয়া।
এখন আর কোনো ছেলে-মেয়ে সাবেকি প্রেমে পড়েন না। তাঁরা কেবল একটা সম্পর্কে জড়ান, অভিসারে যান। যখন সবকিছু ঠিকঠাক থাকে তখন তাঁদের ফেসবুক স্ট্যাটাসে বা মন্তব্যে দেখা যায় ‘ইন আ রিলেশনশিপ’। আর যখনই সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়, তখন ফেসবুক স্ট্যাটাসে ওঠে ‘কমপ্লিকেটেড’। সম্পর্ক ভেঙে গেলে শুধু স্ট্যাটাসটা বদলে আবার ‘সিঙ্গেল’ হয়ে যায়। হৃদয় ভাঙার সঙ্গে এ-সম্পর্কের কোনো সংশ্লিষ্টতা থাকে না।
সম্পর্ক তৈরির ক্ষেত্রে নতুন নতুন অনেক সুযোগ তৈরির ফলে এখন মফস্বলের অনেক তরুণ-তরুণীই সম্পর্ক ভাঙা-গড়ার পরীক্ষা চালিয়ে দেখছেন। যখন কেউ শুনছেন যে তাঁর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবী কোনো রকম সম্পর্কে না জড়িয়েই অভিসারে গেছেন, তাঁর কাছে বিষয়টি মোটেও আর অবাক করা কিছু মনে হচ্ছে না। অথচ একটা সময় ছিল, যখন বিয়ে ছাড়া এ ধরনের সম্পর্কের কথা ভাবাও যেত না। কার্ড ছাপানো থেকে শুরু করে নানা অনুষ্ঠান আর উপচারে বিয়ে হতো আর তারপর হতো ছেলেমেয়ের জানাশোনা। কোনো মেয়েকে পছন্দ হলে ছেলে হয়তো মেয়েটির বাড়ির সামনে ঘোরাফেরা করত। এ সময়ে ‘ভালোবাসা’ ছিল কঠিন বিশ্বাস আর ভালো লাগা-ভালোবাসায় মোড়ানো।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে ভালোবাসার সংজ্ঞা দাঁড়িয়েছে, ‘যতক্ষণ পর্যন্ত পছন্দের ব্যক্তিটিকে যথেষ্ট জানা-বোঝা না যাচ্ছে, ততক্ষণ তাঁকে মনের ঘরে বসানো যাবে না।’
১৪ ফেব্রুয়ারি ছিল ভ্যালেনটাইন ডে বা ভালোবাসা দিবস। দিনটি ঘিরে অনেক তরুণ-তরুণীর মধ্যে এখন ‘সাময়িক’ ভালো লাগা জন্ম নেয়। সাময়িক এই ভালো লাগার বিষয়টি ঘিরে অনেকেই এখন রঙিন স্বপ্ন বোনেন, আবার সাময়িক ভালোবাসায় মনের সংস্পর্শ না থাকায় অনেকেই বিষয়টি দেখছেন নেতিবাচক হিসেবে।
অনেক তরুণ-তরুণীর কাছে ১৪ ফেব্রুয়ারি হচ্ছে নতুন সঙ্গী বাছাইয়ের দিন, নতুন সম্পর্কের বাঁধনে জড়ানো আর উদযাপনের দিন। দিনটিকে নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ভাষ্য, ‘১৪ ফেব্রুয়ারি আমরা নাইট ক্লাবে যাই, আনন্দ-ফুর্তি করি, ফোন নম্বর দেওয়া-নেওয়া হয়। অনেক সময় দেখা যায়, কারও সঙ্গে ঘনিষ্ঠতাও হয়ে যায়। কিন্তু তার নাম আর তার অনুভূতির কথা জানা হয়ে ওঠে না।’
নতুন প্রজন্ম, তাঁদের নতুন একটা যুগ। এ যুগটাকে মনস্তত্ত্ববিদেরা বলছেন, সাময়িক ভালো লাগা আর সম্পর্কের দ্রুত ইতি টানার যুগ। এ যুগে ‘ডেট’ বা সাক্ষাত্ মানে পার্টিতে আনন্দ করার পর সবকিছু ভুলে যাওয়া।
এখন আর কোনো ছেলে-মেয়ে সাবেকি প্রেমে পড়েন না। তাঁরা কেবল একটা সম্পর্কে জড়ান, অভিসারে যান। যখন সবকিছু ঠিকঠাক থাকে তখন তাঁদের ফেসবুক স্ট্যাটাসে বা মন্তব্যে দেখা যায় ‘ইন আ রিলেশনশিপ’। আর যখনই সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়, তখন ফেসবুক স্ট্যাটাসে ওঠে ‘কমপ্লিকেটেড’। সম্পর্ক ভেঙে গেলে শুধু স্ট্যাটাসটা বদলে আবার ‘সিঙ্গেল’ হয়ে যায়। হৃদয় ভাঙার সঙ্গে এ-সম্পর্কের কোনো সংশ্লিষ্টতা থাকে না।
সম্পর্ক তৈরির ক্ষেত্রে নতুন নতুন অনেক সুযোগ তৈরির ফলে এখন মফস্বলের অনেক তরুণ-তরুণীই সম্পর্ক ভাঙা-গড়ার পরীক্ষা চালিয়ে দেখছেন। যখন কেউ শুনছেন যে তাঁর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবী কোনো রকম সম্পর্কে না জড়িয়েই অভিসারে গেছেন, তাঁর কাছে বিষয়টি মোটেও আর অবাক করা কিছু মনে হচ্ছে না। অথচ একটা সময় ছিল, যখন বিয়ে ছাড়া এ ধরনের সম্পর্কের কথা ভাবাও যেত না। কার্ড ছাপানো থেকে শুরু করে নানা অনুষ্ঠান আর উপচারে বিয়ে হতো আর তারপর হতো ছেলেমেয়ের জানাশোনা। কোনো মেয়েকে পছন্দ হলে ছেলে হয়তো মেয়েটির বাড়ির সামনে ঘোরাফেরা করত। এ সময়ে ‘ভালোবাসা’ ছিল কঠিন বিশ্বাস আর ভালো লাগা-ভালোবাসায় মোড়ানো।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময়ে ভালোবাসার সংজ্ঞা দাঁড়িয়েছে, ‘যতক্ষণ পর্যন্ত পছন্দের ব্যক্তিটিকে যথেষ্ট জানা-বোঝা না যাচ্ছে, ততক্ষণ তাঁকে মনের ঘরে বসানো যাবে না।’
অভিসারের নতুন নিয়মকানুন
বর্তমান সময়ে ডেটিং বা অভিসারের নতুন মন্ত্র হচ্ছে ‘মাচা’মন্ত্র। মালয়ালম ভাষার ‘মাচা’ শব্দটির বাংলা অর্থ হচ্ছে ‘ঘনিষ্ঠ বন্ধু’। যারা ‘মাচা’য় বিশ্বাসী তাঁরা কিছু দিন, কিছু সময় বা এক রাতের জন্য ঘনিষ্ঠ বন্ধু হন। তাঁরা আবেগ বা মনের সংশ্লিষ্টতা এ অভিসারের সঙ্গে আনেন না। সম্পর্কে মন জড়ানোর বিষয়টি তাঁদের কাছে ‘বোঝা’। মুম্বাইয়ের ২৪ বছর বয়সী অ্যানিমেশন আর্টিস্ট সুপ্রিয়া খোরানা এ প্রসঙ্গে বলেন, এখনকার ডেটিং হচ্ছে সব ধরনের নতুন সুযোগগুলো পরখ করে দেখা। অচেনা কারও সঙ্গে নাচ, তাঁর ট্যাবলেট কম্পিউটার সঙ্গে নিয়ে সময় কাটানো। একসময় ট্যাবলেট কম্পিউটারটি উঠিয়ে নিয়ে সরে পড়া। এর পর আর কোনো যোগাযোগ বা উদ্বিগ্ন হওয়ার কোনো ঝামেলায় না পড়া।ভারতের মনোবিদেরা বলছেন, অনেকের কাছেই মনের আবেগ এখন শুধুই ‘ফালতু’ একটি বিষয়। একে মজা হিসেবেই গ্রহণ করছেন এখনকার তরুণেরা। অনেক তরুণ এখন গর্বের সঙ্গেই বলেন, কয়েকটি সম্পর্ক চালিয়ে যাচ্ছেন তিনি। এরপর একসময় তাঁর ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে ‘কমপ্লিকেটেড’ লেখাটি ওঠে। কোনো কোনো ক্ষেত্রে এ ‘কমপ্লিকেটেড’ অবস্থা থেকে ‘সিঙ্গেল’ হতে বড়জোর ঘণ্টা খানেক সময় লাগে।
মুম্বাইয়ের ডিস্ক জকি অনুজা সিংয়ের ভাষ্য, কে এত মানসিক ঝামেলার বোঝা টানতে যাবে? এমনিতেই প্রেমে অনেক চাপ, কান্নাকাটি, ঝগড়াঝাঁটির কী দরকার?
বর্তমানের এ প্রজন্ম ছেড়ে যদি ফ্ল্যাশব্যাকে কিছুটা পেছনে যাওয়া যায় তবে দেখা যাবে যে, পুরোনো যুগের তরুণ-তরুণীরা ভাবতেন, অভিসারে নদীর ধারে দুজন হাত ধরাধরি করে যদি হাঁটতে পারতাম!
বর্তমান প্রজন্মের অনেকেই এখন বিয়ে-বিষয়ক ওয়েবসাইটে যাচ্ছেন পাত্র-পাত্রী খুঁজতে। কিন্তু যাচ্ছেন কখন? সম্পর্ক যখন তেতো আর বিতৃষ্ণায় গিয়ে ঠেকছে, তখনই বিয়ের জন্য পাত্রী খুঁজতে বসছেন এসব ওয়েবসাইটে। তার আগে সম্পর্কের সব দিকগুলোতে নিজেতে ঝালাই করিয়ে নিয়ে ব্যর্থ হয়েছেন তাদের অনেকেই। বেঙ্গালুরুর প্রকৌশলী জয়ন্ত শ্রীবাস্তব বলেন, সব মজা শেষে যখন ঘর বসাতে মন চাইছে আর পরিবারে একটা বউ চাইছে, তখনই বিয়ের জন্য পাত্রী খোঁজার পালা।
সম্পর্ক পরিবর্তনের নিয়ামক
উপমহাদেশে প্রথাগত ধারায় সম্পর্কের বিষয়গুলোতে পরিবর্তন ঘটে গেছে। আর এই পরিবর্তন ঘটিয়েছে হলিউড ও বলিউডের চলচ্চিত্রের বিশেষ দৃশ্যগুলো। চলচ্চিত্রে ‘প্লেবয়’ ধরনের ছেলেদের বিশেষায়িত করায় তা বর্তমান প্রজন্মকে প্রভাবিত করেছে। এখন আর এক সম্পর্ক থেকে আরেক সম্পর্কে যেতে কেউ ভীত নয়। একজন গেছে তো আরেকজন আসবে! এটাই তরুণদের ভাবনা।ট্যাবলেট আর স্মার্টফোনের এই যুগে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, টুইটারও প্রভাব ফেলছে ক্ষণিকের সম্পর্ক তৈরির প্রভাবক হিসেবে। যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে মনের মানুষ জোগাড়ে ব্যর্থ, তাঁদের জন্য তৈরি হচ্ছে ডেটিং সাইট ও অ্যাপ্লিকেশন। সম্পর্ক এখন ইন্টারনেট নামের জালে আটকানো।
অক্ষর ১৪০
১৪০ অক্ষরের টুইট। ব্যস! সম্পর্কের ইতি। এখন নতুন প্রজন্ম একটা টুইটে ঘোষণা করছে, ‘আমি আর তোমার নেই’। আবার নতুন পছন্দের সঙ্গে মিলিয়ে আরেকজনের সঙ্গে সম্পর্ক গড়তে স্ট্যাটাস বা টুইট করা হচ্ছে। সঙ্গে সঙ্গে তাতে সাড়া দিয়ে পড়ছে ‘লাইক’।মুম্বাইয়ের জাসমিত তাঁর অভিজ্ঞতা জানিয়েছেন এভাবে, ‘আমার মামাতো বোনের সঙ্গে সাত বছরের জানাশোনা, সম্পর্ক।’ অথচ তাঁর পছন্দের গান বাজাতে পারে এমন একজন ফেসবুক বন্ধুর জন্য ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ‘সিঙ্গেল’ লিখেছে তাঁর আত্মীয়টি।
মনস্তত্ত্ববিদেরা অবশ্য এ বিষয়টিকে সময় ও প্রযুক্তির পরিবর্তন হিসেবে দেখছেন। তাঁদের মতে, এখনকার তরুণেরা সম্পর্কের বিষয়টি পরীক্ষা করে দেখে, ঘন ঘন সম্পর্ক বদলায়। এতে সম্পর্কের গভীরতা আর রোমাঞ্চের ঘাটতি বাড়ছে।
মা-বাবা চিড়ে-চ্যাপটা
পরিবর্তনের এ যুগে মা-বাবা কী করবেন? দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই বাবা ও মা নিজেদের মানিয়ে নিচ্ছেন। সন্তানদের এ ধরনের আচরণকে তাঁরা প্রশ্রয় দিচ্ছেন। ছেলেমেয়েদের বন্ধু বাছাইয়ের জন্য এবং ভালো বন্ধুর সঙ্গে তার সম্পর্ক তৈরি হচ্ছে কি না বা সম্পর্কের কোন পর্যায়ে তারা যাবে—সে বিষয়ে মা-বাবার ভূমিকা রয়েছে। অনেক ক্ষেত্রে ছেলেমেয়ে ‘বিগড়ে’ গেলে বাবা-মা তাঁর বিয়ের জন্য উত্কণ্ঠায় ভোগেন। তাই শুরু থেকেই সন্তানের প্রতি মা-বাবার দৃষ্টি থাকা উচিত।পুরোনো সেই দিনের কথা
মন হবে সমুদ্রের মতো বড়। কেউ একজন অসীম হৃদয়ের প্রেম নিয়ে আসবে তারই অপেক্ষায় নতুন প্রজন্মের অনেক ছেলেমেয়ে অপেক্ষা করেন। এ প্রজন্মের অনেকেই স্বপ্নের রাজকুমার বা রাজকুমারীর জন্যও অপেক্ষা করছেন। তাঁরা এখনো সেই পুরোনো যুগের প্রথাতেই বিশ্বাস করেন। সাইবার ডেটিং বা দ্রুত সম্পর্ক বদলে ফেলার এ যুগে এসেও অনেকে এখনো অপেক্ষা করেন ‘ভালোবাসা’ খুঁজে পেতে। তাঁরা কি সেকেলে?একবার প্রেমে ব্যর্থ হওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিল্পী রায় ঘোষণা দিয়েছেন, আর তিনি ‘ইলেকট্রনিক’ সম্পর্কে জড়াবেন না। তাঁর মতে, যে সম্পর্ক একটি এসএমএস বার্তায় ভেঙে যাওয়ার ভয় থাকে, যে সম্পর্ক ফেসবুক চ্যাটের পর শেষ বা একবার শারীরিক সম্পর্ক হলে আর টান নেই—এ ধরনের সম্পর্ক ‘ভালোবাসা’ নয়। শিল্পী বলেন, ‘আমি আত্মিক একটা সম্পর্কের খোঁজ করি। আমার এ ধ্যান-ধারণার জন্য আমাকে অনেকে “সেকেলে” বলে। তবে আমি প্রথায় বিশ্বাস করতেই ভালোবাসি।’
কলকাতার মেয়ে সুরভি ব্যানার্জি বলেন, ‘আমার একটি ছেলের সঙ্গে চার বছরের সম্পর্ক ছিল। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করেছে। কারণ, আমি তার সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে চাইনি। এ সময় ছেলেটি অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করে বেড়িয়েছে। কিন্তু আমি মনে করি ভালোবাসা হৃদয়ঘটিত।’
বলিউডের চলচ্চিত্র
সম্পর্কের এই টানাপোড়েন, সাময়িক এ ভালোবাসাকে উসকে দিচ্ছে বলিউডের চলচ্চিত্রগুলো। ‘শয়তান’, ‘ইশকজাদা’ নামের সাম্প্রতিক চলচ্চিত্রে সাময়িক সম্পর্কের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। সর্বশেষ যশরাজ ফিল্মসের ‘যব তক হ্যায় জান’ চলচ্চিত্রে আনুশকা শর্মাকে তুলে ধরা হয়েছে এই প্রজন্মের সেই মেয়েটির আদলে; যার কাছে সম্পর্ক মানেই ‘এই মেঘ, এই রোদ্দুর’।MICROSOFT WINDOWS 9 AND 10
Windows 9 release date expected in Year 2014 and Win 10
in 2015. Microsoft is already working on its long term strategy.
The company has just released that general support for
Windows 8 will end on January 9, 2018, while extended support will be provided
till January 10, 2023.
Windows RT, Microsoft’s very own Windows flavor created for
tablets, will continue to get mainstream support until April 11, 2017. The
company is yet to announce whether it wishes to offer extended support for this
version as well.
“Office Home and Student 2013 RT has the same lifecycle
policy as Windows RT,” Microsoft claims via its official support forums.
Microsoft has recently confirmed that work on Windows 9 and
10.
Sunday, March 17, 2013
Tablets Mobile-The Samsung Galaxy S4
Samsung
has launched a smartphone which allows users to control its 5in (12.5cm) screen
using only their eyes.
The
Galaxy S4 follows on from last year's S3, a product that sold over 40 million
units worldwide.
At a
lavish, Broadway-themed event in New York, the company also demoed the phone's
ability to take two different pictures at once.
Analysts
widely regard Samsung to be the biggest challenger to Apple's dominance of
mobile products.
The
Galaxy S4 will be rolled out globally at the end of April.
Following
the launch, shares in Samsung fell 1.7% in early trade in Seoul on Friday amid
worries the market for phone upgrades was "flattening out".
The
company's head of mobile communications, JK Shin said 327 mobile operatiors in
155 countries will carry the handset.
The
device will be made available in two colours, white and black
In
the UK, Vodafone, Three, Orange, T-Mobile and EE have all announced plans to offer
the device on their networks.
Through
a series of role-playing scenes, the South Korean firm demonstrated the phone's
key features.
Much
was made of the device's ability to be controlled without touching it.
Using
"Smart pause", the user can pause a video by looking away from the
screen.
Additionally,
the "Smart Scroll" software analyses both the user's eyes and wrist
to scroll through emails and other content.
Wednesday, March 13, 2013
Google Glass
Did you see the hundreds of people walking around SXSW this week sporting Google Glass and promoting the search giant's much-hyped new augmented reality product?
Don't be disappointed if you missed them. It didn't happen.
Google was in town this week, showing off its hot glasses, both at a branded booth alongside a series of other prototype products, and later at a panel. But it didn't avail itself of the chance to give the vast majority of the thousands of geeks at SXSW a peek at Google Glass. If the company was hoping to elevate Glass above the noise of hundreds of other products and what seems like a million marketers here in the Texas capital, it missed a great opportunity. And that's too bad.
"I'm surprised they didn't have 1,000 people walking around with them on," said Weston Sewell, an Austin-based Web developer. "I kind of expected that."
Maureen Belderink, a SXSW attendee in town from The Netherlands, agreed. Though she heard people talking about Google Glass in a number of sessions, she said those mentions were more general, and she wasn't even aware that Google had been in Austin with the product. "I haven't seen any and that surprises me," Belderink said. "If I was Google, I would be all over the place with those."
For months, the tech industry has been buzzing about Google Glass, and in recent weeks, the company has begun letting people see the hot product. It was spotted at Mobile World Congress in Barcelona last month, and founder Sergey Brin talked about it at TED.
But at SXSW, some people weren't aware Google had brought Glass to town.
"Were they here?" asked SXSW attendee Andrew Hyde, who travels the world advising tech startups. Hyde added that he's been thinking a lot about Google Glass since seeing Brin's TED talk, and he worries that with the first release of the product, Google will be putting out features that misunderstand how people use technology. "It's going to be exactly like Android," Hyde said. "That's the fear."
For his part, Sewell said he knew that he could have gone to see Google Glass at SXSW, and even wanted to, but found himself too busy with other panels and meetings to take the time. In fact, though, he said that he and some friends had been talking about their surprise that Google Glass wasn't generating much buzz during the show. "I don't think they broke through the noise," Sewell said. "I kind of expected them to, but I heard more about" Leap Motion. And of course, many would say the biggest story of the week was Grumpy Cat.
Sewell was hardly the only person who thought that Google Glass might be the talk of SXSW 2013, the way products like Twitter was in 2007, Foursquare was in 2009, and to a lesser extent, GroupMe was two years ago. "Every year there was something big," said SXSW attendee Andrea Martinez, "and I was thinking maybe [Google Glass] would be it."
And for a little while after the company's panel, Twitter was full of chatter about the hot product. But that buzz didn't last. "The big bulk of it was short term," Martinez said.
Ultimately, it's hard to tell if Google is happy with the attention that Google Glass got during SXSW. It may not have been interested in creating a giant splash, perhaps preferring to reach a specific target audience with its limited exposure to the product. All the company will say on the matter is that, as a Google spokesperson told CNET, "We set out to help developers and entrepreneurs start imagining what they could do on Glass."
One person who has been thinking about Google Glass a lot is science-fiction author and longtime SXSW mainstay Bruce Sterling, although probably not because Google had brought Glass to town this week. Yesterday, at his annual closing rant, Sterling mentioned the product a number of times, even going so far as to say "I've become something of a Google Glass fan."
As a sci-fi author, Sterling said, he's written many times about heads-up displays that have some of the features of Google Glass. As a result, he suggested, he's very familiar with the idea of products like this.
On the other hand, he said, he wonders if the product might have a slightly darker side than Google would like people to think it has. It could be "evil Google Glass," Sterling said, featuring "buggy, abusive software [that] grabs attention, and disrupts users' days. How do I know these things? Because they're already present in Android today."
Monday, March 4, 2013
আপনার অবর্তমানে ডিজিটাল সম্পত্তির কি হবে?

আপনার অবর্তমানে জমি, বাড়ি-গাড়ি এসব সম্পত্তির মতো আপনার ফেসবুক, টুইটার বা ভারচুয়াল জগতে তৈরি করা অনেক সম্পদেরও ওয়ারিশ বা দাবিদার থাকতে পারে। আপনার অবর্তমানে এই ডিজিটাল সম্পদগুলো কার হাতে যাবে? আপনার ডিজিটাল সম্পদের মালিকানা কে বা কারা পাবেন বা এর ভবিষ্যত্ কী হবে তা নিয়ে কখনো ভেবেছেন? বিষয়টি ভেবে দেখার সময় এসেছে।
মানুষ যেমন তাঁর সম্পদের মালিকানা পরিবর্তন করে বা কারও ওপর তার দায়িত্বভার দিয়ে যায়, আপনার ডিজিটাল সম্পদের মালিকানা কে বা কারা পাবেন তা আগে থেকেই ঠিক করে রাখতে পারেন। সম্প্রতি ডিজিটাল সম্পদের বিষয়টি নিয়ে টাইমস অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্পদ পরিকল্পনা বিশেষজ্ঞ জেমস ল্যাম ভারচুয়াল সম্পদ বিষয়ে পরিকল্পনা করে রাখার পরামর্শ দিয়েছেন। পৃথিবী থেকে চিরপ্রস্থানের আগেই ভারচুয়াল সম্পদ নিয়ে পরিকল্পনা করে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
জেমস ল্যাম জানিয়েছেন, আপনার মূল্যবান স্মৃতিচিহ্ন ও মেধাস্বত্ব সম্পদগুলো আগে থেকেই একটি পেনড্রাইভে সংরক্ষণ করে রাখবেন। এ ছাড়াও আপনার ডিজিটাল সম্পদ বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, অনলাইন ব্যাংক, বিনিয়োগ, গেম বা অন্যান্য ভারচুয়াল প্রোফাইলের একটি তালিকা তৈরি করে রাখুন। এসব ওয়েবসাইটের ইউজার নেম, পাসওয়ার্ডসহ দরকারি তথ্য তালিকা করে রাখুন। আপনার অবর্তমানে এই সম্পদগুলোর মালিকানা কার হাতে যাবে তা নির্ধারণ করে রাখুন বা সম্পদ কি করা হবে তার নির্দেশনা দিয়ে রাখুন।
আপনার উইল লেখার সময় ডিজিটাল সম্পদের কথাও উল্লেখ করে যান কারণ, আপনার ডিজিটাল সম্পদগুলোরও আর্থিক মূল্য থাকতে পারে। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির এক জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের মানুষের ধারণা ভারচুয়াল সম্পদের আর্থিক মূল্য গড়ে ৫৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
আপনার ভারচুয়াল সম্পদগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করুন এবং তা ভালো কাজে লাগানোর প্রত্যাশা করুন বা আপনার অবর্তমানে চিরতরে সরিয়ে ফেলার নির্দেশ দিন আপনার ডিজিটাল সম্পত্তির দাবিদারকে।
জেমস ল্যামের পরামর্শ পড়ার লিংক http://www.digitalpassing.com/2010/06/21/what-is-digital-property/
মানুষ যেমন তাঁর সম্পদের মালিকানা পরিবর্তন করে বা কারও ওপর তার দায়িত্বভার দিয়ে যায়, আপনার ডিজিটাল সম্পদের মালিকানা কে বা কারা পাবেন তা আগে থেকেই ঠিক করে রাখতে পারেন। সম্প্রতি ডিজিটাল সম্পদের বিষয়টি নিয়ে টাইমস অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সম্পদ পরিকল্পনা বিশেষজ্ঞ জেমস ল্যাম ভারচুয়াল সম্পদ বিষয়ে পরিকল্পনা করে রাখার পরামর্শ দিয়েছেন। পৃথিবী থেকে চিরপ্রস্থানের আগেই ভারচুয়াল সম্পদ নিয়ে পরিকল্পনা করে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
জেমস ল্যাম জানিয়েছেন, আপনার মূল্যবান স্মৃতিচিহ্ন ও মেধাস্বত্ব সম্পদগুলো আগে থেকেই একটি পেনড্রাইভে সংরক্ষণ করে রাখবেন। এ ছাড়াও আপনার ডিজিটাল সম্পদ বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, অনলাইন ব্যাংক, বিনিয়োগ, গেম বা অন্যান্য ভারচুয়াল প্রোফাইলের একটি তালিকা তৈরি করে রাখুন। এসব ওয়েবসাইটের ইউজার নেম, পাসওয়ার্ডসহ দরকারি তথ্য তালিকা করে রাখুন। আপনার অবর্তমানে এই সম্পদগুলোর মালিকানা কার হাতে যাবে তা নির্ধারণ করে রাখুন বা সম্পদ কি করা হবে তার নির্দেশনা দিয়ে রাখুন।
আপনার উইল লেখার সময় ডিজিটাল সম্পদের কথাও উল্লেখ করে যান কারণ, আপনার ডিজিটাল সম্পদগুলোরও আর্থিক মূল্য থাকতে পারে। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির এক জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের মানুষের ধারণা ভারচুয়াল সম্পদের আর্থিক মূল্য গড়ে ৫৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
আপনার ভারচুয়াল সম্পদগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করুন এবং তা ভালো কাজে লাগানোর প্রত্যাশা করুন বা আপনার অবর্তমানে চিরতরে সরিয়ে ফেলার নির্দেশ দিন আপনার ডিজিটাল সম্পত্তির দাবিদারকে।
জেমস ল্যামের পরামর্শ পড়ার লিংক http://www.digitalpassing.com/2010/06/21/what-is-digital-property/
আপনার অবর্তমানে ডিজিটাল সম্পত্তির কি হবে? - প্রথম আলো
Subscribe to:
Posts (Atom)