'সেক্সি' রেস্টুরেন্টের খোঁজে টুইটারে ওয়ার্ন
শেন ওয়ার্ন

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘সেক্সি’ রেস্টুরেন্টের খোঁজে টুইটার ভক্তদের কাছে পরামর্শ চান শেন ওয়ার্ন। এর কারণ তার বর্তমান প্রেমিকা লিজ এখন শেনের হোমটাউন মেলবোর্ন-এ শেন ওয়ার্নের সঙ্গে দেখা করতে গেছেন।
ওয়ার্ন তার টুইটে বলেছেন, 'Where is the sexiest place to take Elizabeth for lunch? Suggestions please? Chapel St? Crown? And no- not for spaghetti on toast!!!'
অন্যদিকে, লিজ হার্লেও তার টুইটে অস্ট্রেলিয়ার প্রতি ভালবাসার কথা জানাতে ভোলেননি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেন-হার্লে জুটির প্রেমের রসায়ন ইতোমধ্যে টুইটার মেসেজে ছড়িয়ে পড়েছে। আর এদিকে শেনের ৩ লাখ ভক্তও তাকে পছন্দানুসারে রেস্টুরেন্ট খুঁজে পেতে বিভিন্ন পরামর্শও দিচ্ছেন।
শেন ওয়ার্নের টুইটার ঠিকানা @warne888.
No comments:
Post a Comment