TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Friday, February 18, 2011

'সেক্সি' রেস্টুরেন্টের খোঁজে টুইটারে ওয়ার্ন

'সেক্সি' রেস্টুরেন্টের খোঁজে টুইটারে ওয়ার্ন

শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেট তারকা শেন ওয়ার্ন মাইক্রোব্লগিং সাইট টুইটারের দারুণ ভক্ত। তার ভক্ত সংখ্যাও তিন লাখের বেশি। সম্প্রতি সংসার থেকে বিছিন্ন হবার পর আবারও নতুন করে প্রেমে পড়েছেন তিনি। সে খবরটিও নিজে টুইটারের মাধ্যমে ফলোয়ারদের জানিয়েও দিয়েছেন। সম্প্রতি তার নতুন প্রেমিকা লিজ হার্লের সঙ্গে ডেট করতে কোন রেস্টুরেন্ট বেছে নেবেন সে বিষয়ে টুইটারে পরামর্শ চেয়েছেন তিনি। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘সেক্সি’ রেস্টুরেন্টের খোঁজে টুইটার ভক্তদের কাছে পরামর্শ চান শেন ওয়ার্ন। এর কারণ তার বর্তমান প্রেমিকা লিজ এখন শেনের হোমটাউন মেলবোর্ন-এ শেন ওয়ার্নের সঙ্গে দেখা করতে গেছেন।

ওয়ার্ন তার টুইটে বলেছেন, 'Where is the sexiest place to take Elizabeth for lunch? Suggestions please? Chapel St? Crown? And no- not for spaghetti on toast!!!'

অন্যদিকে, লিজ হার্লেও তার টুইটে অস্ট্রেলিয়ার প্রতি ভালবাসার কথা জানাতে ভোলেননি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেন-হার্লে জুটির প্রেমের রসায়ন ইতোমধ্যে টুইটার মেসেজে ছড়িয়ে পড়েছে। আর এদিকে শেনের ৩ লাখ ভক্তও তাকে পছন্দানুসারে রেস্টুরেন্ট খুঁজে পেতে বিভিন্ন পরামর্শও দিচ্ছেন।


শেন ওয়ার্নের টুইটার ঠিকানা @warne888.

No comments:

Post a Comment