TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Sunday, April 3, 2011

চিড়িয়াখানার গোখরা লুকোচুরি খেলছে টুইটারে

দিন কয়েক আগে নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কস চিড়িয়াখানা থেকে একটি বিষাক্ত মিশরীয় কোবরা খোয়া যায়। সম্প্রতি সেই কোবরাটিই নাকি টুইটারের মাধ্যমে তার আপডেট জানিয়ে দিচ্ছে! আর তার ব্রঙ্কস জু’স কোবরা নামের টুইটার অ্যাকাউন্টটির ইতোমধ্যে ৩৫ হাজারেরও বেশি ফলোয়ার যোগ হয়েছে। খবর বিবিসি অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কস চিড়িয়াখানা থেকে ২০ ইঞ্চি লম্বা এই বিষাক্ত মিশরীয় গোখরোটি সম্প্রতি খোয়া যায়। এখনও গোখরোটির খোঁজ করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সম্প্রতি BronxZoosCobra অ্যাকাউন্ট থেকে টুইটারে জানানো হয়, ‘এখন আমার অবস্থান এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ছাদে!’ আর এখান থেকে সব মানুষকে ছোটো ইঁদুরের মতো লাগছে আমার। সুস্বাদু ছোটো ইঁদুর।’

জানা গেছে, টুইটারে এই গোখরোটির পক্ষ থেকে কে টুইট করছে সেটি বের করা সম্ভব হয়নি।

অন্যদিকে, চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট TheBronxZoo-গোখরোটির এই টুইট বিষয়ে জানিয়েছে, ‘এটি সাপের দুষ্টুমি’!

তবে, এই দুষ্টু সাপটি টিনা ফে’র বিশাল ভক্ত বলে দাবি করেছে। আর ওয়াল স্ট্রিটের পয়সাওয়ালা লোকজন, যেমন ডেনাল্ড ট্রাম্পকে সে নাকি একেবারেই ভালো পায় না!

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গোখরোটি হারিয়ে যাবার পর এবং টুইটারে এই ‘সাপের খেলা’ কারণে চিড়িয়াখানার এই সরীসৃপ রাখার স্থানটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
http://tech.bdnews24.com/details.php?shownewsid=1992

Friday, February 18, 2011

'সেক্সি' রেস্টুরেন্টের খোঁজে টুইটারে ওয়ার্ন

'সেক্সি' রেস্টুরেন্টের খোঁজে টুইটারে ওয়ার্ন

শেন ওয়ার্ন

অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেট তারকা শেন ওয়ার্ন মাইক্রোব্লগিং সাইট টুইটারের দারুণ ভক্ত। তার ভক্ত সংখ্যাও তিন লাখের বেশি। সম্প্রতি সংসার থেকে বিছিন্ন হবার পর আবারও নতুন করে প্রেমে পড়েছেন তিনি। সে খবরটিও নিজে টুইটারের মাধ্যমে ফলোয়ারদের জানিয়েও দিয়েছেন। সম্প্রতি তার নতুন প্রেমিকা লিজ হার্লের সঙ্গে ডেট করতে কোন রেস্টুরেন্ট বেছে নেবেন সে বিষয়ে টুইটারে পরামর্শ চেয়েছেন তিনি। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘সেক্সি’ রেস্টুরেন্টের খোঁজে টুইটার ভক্তদের কাছে পরামর্শ চান শেন ওয়ার্ন। এর কারণ তার বর্তমান প্রেমিকা লিজ এখন শেনের হোমটাউন মেলবোর্ন-এ শেন ওয়ার্নের সঙ্গে দেখা করতে গেছেন।

ওয়ার্ন তার টুইটে বলেছেন, 'Where is the sexiest place to take Elizabeth for lunch? Suggestions please? Chapel St? Crown? And no- not for spaghetti on toast!!!'

অন্যদিকে, লিজ হার্লেও তার টুইটে অস্ট্রেলিয়ার প্রতি ভালবাসার কথা জানাতে ভোলেননি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেন-হার্লে জুটির প্রেমের রসায়ন ইতোমধ্যে টুইটার মেসেজে ছড়িয়ে পড়েছে। আর এদিকে শেনের ৩ লাখ ভক্তও তাকে পছন্দানুসারে রেস্টুরেন্ট খুঁজে পেতে বিভিন্ন পরামর্শও দিচ্ছেন।


শেন ওয়ার্নের টুইটার ঠিকানা @warne888.

Sunday, January 2, 2011

মার্স-ভেনাস নয়, প্রেমের জন্ম পৃথিবীতেই

প্রেমে পড়ার আগে নারী ও পুরুষের মধ্যে যে ভিন্ন অনুভূতির জন্ম হয় সম্পর্ক তৈরির পর আর সে অনুভূতি আর থাকে না। সম্প্রতি গবেষকরা সম্পর্কের বাঁধনে জড়ানো যুগলের মস্তিষ্ক স্ক্যান করে দেখেছেন তাদের মস্তিষ্ক এ বিষয়ে উদ্ভট আচরণ করে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।

গবেষকরা জানিয়েছেন, কিংবদন্তী বলে প্রেমিক পুরুষরা মঙ্গল গ্রহ থেকে আসেন আর নারীরা আসেন শুক্র গ্রহ থেকে। কিন্তু এটি স্রেফ মিথই। যুগলের এই ভিন গ্রহ থেকে এসে মিলিত হবার অনুভ‚তি সম্পর্ক তৈরির পর আর থাকে না। তখন তাদের মনে হয় এই পৃথিবীরই হংস-মিথুন।

গবেষকরা আরো জানিয়েছেন, প্রেমে পড়ার পর নারী, পুরুষ, সমকামী সহ সবার মধ্যেই একই রকম আচরণ দেখা যায়।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে পিএলওএস ওয়ান সাময়িকীতে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক সেমির জেকি জানিয়েছেন, ১৯ থেকে ৪৭ বছর বয়সী রোমান্টিক জুটির মস্তিষ্ক স্ক্যান করে দেখা গেছে মস্তিষ্কের কর্টিক্যাল এবং সাবকর্টিক্যাল এলাকায় ‘ফিল গুড’ জাতীয় হরমোন কাজ করে। আর এই হরমোনের কারণেই দুই গ্রহের দুই বাসিন্দার মনোজগৎ একবিন্দুতে মিলিত হয়।

গবেষক সেমির জেকি আরো জানিয়েছেন, প্লেটো থেকে শেকসপিয়র, রুমি, দান্তে কিম্বা ভের্লেনের মতো বিশ্বখ্যাত লেখকদের প্রণয়সাহিত্য পড়লেও প্রেম প্রভাবিত হয়।
মার্স-ভেনাস নয়, প্রেমের জন্ম পৃথিবীতেই