
মাইক্রোসফটের তৈরি সব ফিচার ফোনে ডিফল্ট ব্রাউজার হিসেবে থাকবে অপেরা মিনি। সম্প্রতি অপেরা ও মাইক্রোসফট কর্তৃপক্ষ একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী মাইক্রোসফটের সব ফিচার ফোন ও নকিয়ার আশা সিরিজের ফোনগুলোতে অপেরা ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহূত হবে। আগের নকিয়া ব্র্যান্ডিংয়ের আওতায় থাকা ৩০ প্লাস ও ৪০ সিরিজের ফিচার ফোনগুলোও এই চুক্তির আওতায় আসবে। প্রসঙ্গত, নকিয়ার মোবাইল বিভাগ কিনে নিয়েছে মাইক্রোসফট।
চুক্তি অনুযায়ী, এখন যেসব ফোনে এক্সপ্রেস ব্রাউজার রয়েছে, সেগুলো অপেরা মিনিতে আপগ্রেড করে নিতে গ্রাহককে পরামর্শ দেবে মাইক্রোসফট। নতুন করে যেসব ফিচার ফোন বাজারে আসবে তাতে অপেরা ব্রাউজার প্রি-ইনস্টল করা থাকবে।
অপেরা মিনি ব্রাউজার এখন উন্নয়নশীল বিভিন্ন দেশের ফিচার ফোনগুলোতে জনপ্রিয় ব্রাউজার হিসেবে ব্যবহূত হচ্ছে। এতে ডাটা কম্পেহেনশন ফিচার বিল্ট ইন থাকে বলে সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্রাউজ করার সুযোগ পান ব্যবহারকারী। বতর্মানে ২৫ কোটি ব্যবহারকারী অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করেন, যার মধ্যে ১০ কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী।
মাইক্রোসফটের সঙ্গে অপেরার চুক্তি অনুযায়ী, শুধু ফিচার ফোনেই অপেরা ব্রাউজার বিল্ট ইন থাকবে। উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমনির্ভর ফোনগুলোতে ইন্টারনেট এক্সপ্লোরারের মোবাইল সংস্করণই রাখতে চায় মাইক্রোসফট কর্তৃপক্ষ।