TECH GURU, TECH-SCIENCE NEWS

"I celebrate myself, and sing myself,
and what I assume you shall assume,
for every atom belonging to me as good belongs to you."

Wednesday, January 18, 2012

শিংযুক্ত সাপের খোঁজ পেলেন ব্রিটিশ বিজ্ঞানী

হলুদ এবং কালো ডোরা, নীল চোখ এবং দুটি সুঁচালো শিংযুক্ত নতুন প্রজাতির সাপের খোঁজ পেয়েছেন ব্রিটিশ বিজ্ঞানী টিম ডেভেনপোর্ট। নতুন প্রজাতির এ সাপের নাম রেখেছেন তার মেয়ের নামে ‘মাতিল্ডা হর্নড ভাইপার’। খবর ডেইলি মেইল-এর।



তানজানিয়ায় ২ বছর আগেই এ সাপটির খোঁজ মিললেও সম্প্রতিই নতুন প্রজাতি হিসেবে একে চিহ্নিত করা হয়েছে। গত তিন দশকে ভাইপার শ্রেণীর নতুন সাপ আবিষ্কারের সংখ্যা কেবল ৩টি।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘জুটাক্সা’ সাময়িকীতে।

সাপটি অনেক আগে আবিষ্কার করা হলেও আরো পর্যবেক্ষণ করতে এর তথ্য গোপন রাখা হয়েছিলো। তবে, ওয়াইর্ল্ডলাইফ কনজারভেশন সোসাইটি নতুন সাপটির আবাসস্থলের সঠিক তথ্য প্রকাশ করেনি।

ডেভেনপোর্ট জানিয়েছেন, মাতিল্ডা সাপটি ২ ফিট বা তার চেয়েও বড় হয়। সাপটি দেখতে যেমন হিংস্র তেমনি বিষাক্তও। আর এ সিং থাকায় তা আরো বেশি ভয়ংকর দেখায়। তবে এর আচরণ ঠিক উল্টো।

নিউ ইয়র্ক-এর ব্রঙ্কস জু এবং নিউ ইয়র্ক-এর সেন্ট্রাল পার্ক জু-তে মাতিল্ডা হর্ন ভাইপার প্রদর্শনের কথা চলছে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/জানুয়ারি ১২/১২

tech.bdnews24.com | Bangladesh's first bilingual 24/7 news provider in any medium opened its content to public free of charge on 23 Oct 2006

tech.bdnews24.com | Bangladesh's first bilingual 24/7 news provider in any medium opened its content to public free of charge on 23 Oct 2006

tech.bdnews24.com | Bangladesh's first bilingual 24/7 news provider in any medium opened its content to public free of charge on 23 Oct 2006

tech.bdnews24.com | Bangladesh's first bilingual 24/7 news provider in any medium opened its content to public free of charge on 23 Oct 2006