দিন কয়েক আগে নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কস চিড়িয়াখানা থেকে একটি বিষাক্ত মিশরীয় কোবরা খোয়া যায়। সম্প্রতি সেই কোবরাটিই নাকি টুইটারের মাধ্যমে তার আপডেট জানিয়ে দিচ্ছে! আর তার ব্রঙ্কস জু’স কোবরা নামের টুইটার অ্যাকাউন্টটির ইতোমধ্যে ৩৫ হাজারেরও বেশি ফলোয়ার যোগ হয়েছে। খবর বিবিসি অনলাইন-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কস চিড়িয়াখানা থেকে ২০ ইঞ্চি লম্বা এই বিষাক্ত মিশরীয় গোখরোটি সম্প্রতি খোয়া যায়। এখনও গোখরোটির খোঁজ করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সম্প্রতি BronxZoosCobra অ্যাকাউন্ট থেকে টুইটারে জানানো হয়, ‘এখন আমার অবস্থান এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ছাদে!’ আর এখান থেকে সব মানুষকে ছোটো ইঁদুরের মতো লাগছে আমার। সুস্বাদু ছোটো ইঁদুর।’
জানা গেছে, টুইটারে এই গোখরোটির পক্ষ থেকে কে টুইট করছে সেটি বের করা সম্ভব হয়নি।
অন্যদিকে, চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট TheBronxZoo-গোখরোটির এই টুইট বিষয়ে জানিয়েছে, ‘এটি সাপের দুষ্টুমি’!
তবে, এই দুষ্টু সাপটি টিনা ফে’র বিশাল ভক্ত বলে দাবি করেছে। আর ওয়াল স্ট্রিটের পয়সাওয়ালা লোকজন, যেমন ডেনাল্ড ট্রাম্পকে সে নাকি একেবারেই ভালো পায় না!
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গোখরোটি হারিয়ে যাবার পর এবং টুইটারে এই ‘সাপের খেলা’ কারণে চিড়িয়াখানার এই সরীসৃপ রাখার স্থানটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
http://tech.bdnews24.com/details.php?shownewsid=1992
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কস চিড়িয়াখানা থেকে ২০ ইঞ্চি লম্বা এই বিষাক্ত মিশরীয় গোখরোটি সম্প্রতি খোয়া যায়। এখনও গোখরোটির খোঁজ করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সম্প্রতি BronxZoosCobra অ্যাকাউন্ট থেকে টুইটারে জানানো হয়, ‘এখন আমার অবস্থান এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ছাদে!’ আর এখান থেকে সব মানুষকে ছোটো ইঁদুরের মতো লাগছে আমার। সুস্বাদু ছোটো ইঁদুর।’
জানা গেছে, টুইটারে এই গোখরোটির পক্ষ থেকে কে টুইট করছে সেটি বের করা সম্ভব হয়নি।
অন্যদিকে, চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট TheBronxZoo-গোখরোটির এই টুইট বিষয়ে জানিয়েছে, ‘এটি সাপের দুষ্টুমি’!
তবে, এই দুষ্টু সাপটি টিনা ফে’র বিশাল ভক্ত বলে দাবি করেছে। আর ওয়াল স্ট্রিটের পয়সাওয়ালা লোকজন, যেমন ডেনাল্ড ট্রাম্পকে সে নাকি একেবারেই ভালো পায় না!
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গোখরোটি হারিয়ে যাবার পর এবং টুইটারে এই ‘সাপের খেলা’ কারণে চিড়িয়াখানার এই সরীসৃপ রাখার স্থানটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
http://tech.bdnews24.com/details.php?shownewsid=1992